দিল্লি, 15 এপ্রিল : "আজ আমরা লড়াই করি, কাল আমরা খেলব" । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে স্পেনের নাগরিকদের ভরসা জোগাতে এখন এটাই ট্যাগলাইন বার্সেলোনার । কোরোনার বিরুদ্ধে দেশের মানুষকে একজোট হয়ে লড়াই করার বার্তাও দেওয়া হয়েছে একটি ভিডিয়োতে ।
বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই লাখ ছাড়িয়েছে। এখনও স্পেনে অনেকের মৃত্যু হয়েছে। তাই দেশের নাগরিকদের লড়াইয়ে উৎসাহ জোগাতেই এবার এই উদ্যোগ নিল তারা।
-
Goosebumps. 💪💙❤️ pic.twitter.com/3nzM4UHrmc
— FC Barcelona (from 🏠) (@FCBarcelona) April 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Goosebumps. 💪💙❤️ pic.twitter.com/3nzM4UHrmc
— FC Barcelona (from 🏠) (@FCBarcelona) April 15, 2020Goosebumps. 💪💙❤️ pic.twitter.com/3nzM4UHrmc
— FC Barcelona (from 🏠) (@FCBarcelona) April 15, 2020
সম্প্রতি ভিডিয়োটি টুইট করে বার্সা । ইতিমধ্যে 66 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন । দুই মিনিটের একটু বেশি এই ভিডিয়োটি রিটুইট হয়েছে প্রায় 600 বার ।