কলকাতা, 26 জুন : ISL, আই লিগ বিবাদ নয় । ইগো সরিয়ে রেখে ভারতীয় ফুটবলের স্বার্থে আলোচনার টেবিলে বসে ক্লাবগুলিকে সব সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া । দীর্ঘদিন পর তাঁর প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে এসে কিছুটা নস্টালজিক বাইচুং । একশো বছরে ইস্টবেঙ্গল ক্লাবের সেরা আবিষ্কার হিসেবে সম্মানিত হবেন এই কিংবদন্তি ফুটবলার । যদিও ক্লাবের তরফে বলা হয়েছে এই ব্যাপারে বাইচুংকে চিঠি দেওয়া হয়েছে । সম্মতির পরে ঘোষণা করা হবে ।
ক্লাবের তরফে সরকারি ভাবে জানানো না হলেও পাহাড়ি বিছে নিজে আবেগতাড়িত । ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানের আগে ইস্টবেঙ্গল তাঁবুতে এসে আবেগতাড়িত বাইচুং বলেন, "এই ক্লাব আমায় সবকিছুই দিয়েছে । কলকাতায় এখন খুব বেশি আসা হয় না । তবুও চেষ্টা করি সময় পেলেই চলে আসতে ।" লাল হলুদ জার্সিতে নিজের সেরা পারফরম্যান্স বলতে ফেডারেশন কাপে মোহনবাগানের বিরুদ্ধে করা হ্যাটট্রিককের কথা জানিয়েছেন । ক্লাবের ট্রফি টেবিলে দাঁড়িয়ে আশিয়ান কাপের সঙ্গে নিজের ফটো তুললেন । আবার ক্লাবের আর্কাইভ গ্যালারির সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখেও নস্টালজিক । ইস্টবেঙ্গল সচিব ও শীর্ষকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন ।
নিজের রাজ্যের উন্নতির জন্য রাজনৈতিক দল খুলেছেন বাইচুং । এরই ফাঁকে দেশের ফুটবলের হাল হকিকত সম্বন্ধে আপডেটেড থাকার চেষ্টা করেন । ভারতীয় ফুটবলের ভবিষ্যত নিয়েও কিছুটা চিন্তিত ইস্টবেঙ্গলের হয়ে একশো আটচল্লিশটি গোল করে ফেলা এই কিংবদন্তী ফুটবলার । তিনি বলেন, "একটাই লিগ বড় করে চলা উচিত । ISL হোক বা আই লিগ, ইস্টবেঙ্গল মোহনবাগানকে ছাড়া কিছুই হবে না । ISL প্রথম দিকে যেভাবে চলছিল সেই তুলনায় এখন তার জনপ্রিয়তা অনেক কমেছে । তাই এই অবস্থায় ইস্টবেঙ্গল, মোহনবাগানকে দেশের এক নম্বর লিগে খেলতে দিতে হবে । তাতেই দেশের ফুটবল উন্নতি হবে ।"