ETV Bharat / sports

ইগো ভুলে ক্লাবগুলিকে একমঞ্চে আসার আহ্বান বাইচুংয়ের - east bengal

ইগো সরিয়ে রেখে ভারতীয় ফুটবলের স্বার্থে আলোচনার টেবিলে বসে ক্লাবগুলিকে সব সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া ।

ইগো ভুলে ক্লাবগুলিকে একমঞ্চে আসার আহ্বান বাইচুংয়ের
author img

By

Published : Jun 26, 2019, 10:57 PM IST

Updated : Jun 26, 2019, 11:30 PM IST

কলকাতা, 26 জুন : ISL, আই লিগ বিবাদ নয় । ইগো সরিয়ে রেখে ভারতীয় ফুটবলের স্বার্থে আলোচনার টেবিলে বসে ক্লাবগুলিকে সব সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া । দীর্ঘদিন পর তাঁর প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে এসে কিছুটা নস্টালজিক বাইচুং । একশো বছরে ইস্টবেঙ্গল ক্লাবের সেরা আবিষ্কার হিসেবে সম্মানিত হবেন এই কিংবদন্তি ফুটবলার । যদিও ক্লাবের তরফে বলা হয়েছে এই ব্যাপারে বাইচুংকে চিঠি দেওয়া হয়েছে । সম্মতির পরে ঘোষণা করা হবে ।

ক্লাবের তরফে সরকারি ভাবে জানানো না হলেও পাহাড়ি বিছে নিজে আবেগতাড়িত । ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানের আগে ইস্টবেঙ্গল তাঁবুতে এসে আবেগতাড়িত বাইচুং বলেন, "এই ক্লাব আমায় সবকিছুই দিয়েছে । কলকাতায় এখন খুব বেশি আসা হয় না । তবুও চেষ্টা করি সময় পেলেই চলে আসতে ।" লাল হলুদ জার্সিতে নিজের সেরা পারফরম্যান্স বলতে ফেডারেশন কাপে মোহনবাগানের বিরুদ্ধে করা হ্যাটট্রিককের কথা জানিয়েছেন । ক্লাবের ট্রফি টেবিলে দাঁড়িয়ে আশিয়ান কাপের সঙ্গে নিজের ফটো তুললেন । আবার ক্লাবের আর্কাইভ গ্যালারির সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখেও নস্টালজিক । ইস্টবেঙ্গল সচিব ও শীর্ষকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন ।

নিজের রাজ্যের উন্নতির জন্য রাজনৈতিক দল খুলেছেন বাইচুং । এরই ফাঁকে দেশের ফুটবলের হাল হকিকত সম্বন্ধে আপডেটেড থাকার চেষ্টা করেন । ভারতীয় ফুটবলের ভবিষ্যত নিয়েও কিছুটা চিন্তিত ইস্টবেঙ্গলের হয়ে একশো আটচল্লিশটি গোল করে ফেলা এই কিংবদন্তী ফুটবলার । তিনি বলেন, "একটাই লিগ বড় করে চলা উচিত । ISL হোক বা আই লিগ, ইস্টবেঙ্গল মোহনবাগানকে ছাড়া কিছুই হবে না । ISL প্রথম দিকে যেভাবে চলছিল সেই তুলনায় এখন তার জনপ্রিয়তা অনেক কমেছে । তাই এই অবস্থায় ইস্টবেঙ্গল, মোহনবাগানকে দেশের এক নম্বর লিগে খেলতে দিতে হবে । তাতেই দেশের ফুটবল উন্নতি হবে ।"

কলকাতা, 26 জুন : ISL, আই লিগ বিবাদ নয় । ইগো সরিয়ে রেখে ভারতীয় ফুটবলের স্বার্থে আলোচনার টেবিলে বসে ক্লাবগুলিকে সব সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া । দীর্ঘদিন পর তাঁর প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে এসে কিছুটা নস্টালজিক বাইচুং । একশো বছরে ইস্টবেঙ্গল ক্লাবের সেরা আবিষ্কার হিসেবে সম্মানিত হবেন এই কিংবদন্তি ফুটবলার । যদিও ক্লাবের তরফে বলা হয়েছে এই ব্যাপারে বাইচুংকে চিঠি দেওয়া হয়েছে । সম্মতির পরে ঘোষণা করা হবে ।

ক্লাবের তরফে সরকারি ভাবে জানানো না হলেও পাহাড়ি বিছে নিজে আবেগতাড়িত । ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানের আগে ইস্টবেঙ্গল তাঁবুতে এসে আবেগতাড়িত বাইচুং বলেন, "এই ক্লাব আমায় সবকিছুই দিয়েছে । কলকাতায় এখন খুব বেশি আসা হয় না । তবুও চেষ্টা করি সময় পেলেই চলে আসতে ।" লাল হলুদ জার্সিতে নিজের সেরা পারফরম্যান্স বলতে ফেডারেশন কাপে মোহনবাগানের বিরুদ্ধে করা হ্যাটট্রিককের কথা জানিয়েছেন । ক্লাবের ট্রফি টেবিলে দাঁড়িয়ে আশিয়ান কাপের সঙ্গে নিজের ফটো তুললেন । আবার ক্লাবের আর্কাইভ গ্যালারির সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখেও নস্টালজিক । ইস্টবেঙ্গল সচিব ও শীর্ষকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন ।

নিজের রাজ্যের উন্নতির জন্য রাজনৈতিক দল খুলেছেন বাইচুং । এরই ফাঁকে দেশের ফুটবলের হাল হকিকত সম্বন্ধে আপডেটেড থাকার চেষ্টা করেন । ভারতীয় ফুটবলের ভবিষ্যত নিয়েও কিছুটা চিন্তিত ইস্টবেঙ্গলের হয়ে একশো আটচল্লিশটি গোল করে ফেলা এই কিংবদন্তী ফুটবলার । তিনি বলেন, "একটাই লিগ বড় করে চলা উচিত । ISL হোক বা আই লিগ, ইস্টবেঙ্গল মোহনবাগানকে ছাড়া কিছুই হবে না । ISL প্রথম দিকে যেভাবে চলছিল সেই তুলনায় এখন তার জনপ্রিয়তা অনেক কমেছে । তাই এই অবস্থায় ইস্টবেঙ্গল, মোহনবাগানকে দেশের এক নম্বর লিগে খেলতে দিতে হবে । তাতেই দেশের ফুটবল উন্নতি হবে ।"

Intro:ইগো ভুলে ক্লাবেদের একমঞ্চে আসার আহ্বান বাইচুং এর
কলকাতা,২৬জুনঃ আইএসএল, আই লিগ বিবাদ নয় ইগো সরিয়ে রেখে ভারতীয় ফুটবলের স্বার্থে আলোচনার টেবিলে বসে সব সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন প্রাক্তণ ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া। দীর্ঘদিন পর তার প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে এসে কিছুটা নস্টালজিক বাইচুং। একশো বছরে ইস্টবেঙ্গল ক্লাবের সেরা আবিষ্কার হিসেবে সম্মানিত হবেন এই কিংবদন্তি ফুটবলার। যদিও ক্লাবের তরফে বলা হয়েছে এই ব্যাপারে বাইচুংকে চিঠি দেওয়া হয়েছে। সম্মতির পরে ঘোষণা করা হবে।
ক্লাবের তরফে সরকারী ভাবে জানানো না হলেও পাহাড়ী বিছে নিজে আবেগ তাড়িত। ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানের আগে ইস্টবেঙ্গল তাঁবুতে এসে আবেগ তাড়িত বাইচুং বলেন, "এই ক্লাব আমায় সবকিছুই দিয়েছে। কলকাতায় এখন খুব বেশী আসা হয়না তবুও চেষ্টা করি সময় পেলেই চলে আসতে।" লাল হলুদ জার্সিতে নিজের সেরা পারফরম্যান্স বলতে ফেডারেশন কাপে মোহনবাগানের বিরুদ্দে করা হ্যাটট্রিককের কথা জানিয়েছেন। এই ক্লাবে ট্রফি টেবিলে দাঁড়িয়ে আবেগ তাড়িত। আশিয়ান কাপের সঙ্গে নিজের ফটো তুললেন। আবার ক্লাবের আর্কাইভ গ্যালারির সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখেও নস্টালজিক। ইস্টবেঙ্গল সচিব ও শীর্ষকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। ফুটবল দুনিয়ার অন্যতম সেরা ব্যক্তিত্ব। নিজের রাজ্যের উন্নতির জন্য রাজনৈতিক দল খুলেছেন। ফলে ফুটবের বাইরে বিস্তৃত জগৎ রয়েছে। এরই ফাঁকে দেশের ফুটবলের হাল হকিকত সম্বন্ধে আপডেট থাকার চেষ্টা করেন।
ভারতীয় ফুটবলের ভবিষ্যত নিয়েও কিছুটা চিন্তিত ইস্টবেঙ্গলের হয়ে একশো আটচল্লিশটি গোল করে ফেলা এই কিংবদন্তি ফুটবলার। তিনি বলেন, "একটাই লিগ বড় করে চলা উচিত। আইএসএল হোক বা আই লিগ ইস্টবেঙ্গল মোহনবাগানকে ছাড়া কিছুই হবেনা। আইএসএল প্রথম দিকে যেভাবে চলছিল এখন তার জনপ্রিয়তা অনেক কমেছে। তাই এই অবস্থায় ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেশের এক নম্বর লিগে খেলতে দিতে হবে। তাতেই দেশের ফুটবল উন্নতি করবে।"Body:BaichungConclusion:
Last Updated : Jun 26, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.