ETV Bharat / sports

রয় কৃষ্ণের হ্যাটট্রিক ওড়িশাকে হারিয়ে টেবিলের শীর্ষে ATK - ISL-এ "কৃষ্ণ ঝড়"

ফের দুরন্ত রয় কৃষ্ণ ৷ যুবভারতীতে ওড়িশাকে 3-1 গোলে হারাল ATK ৷ হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক রয় কৃষ্ণ ৷

image
যুবভারতীতে জিতল ATK
author img

By

Published : Feb 9, 2020, 11:16 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : ISL-এ "কৃষ্ণ ঝড়" । আর যুবভারতীতে এই ঝড়েই লন্ডভন্ড ওড়িশা FC । রয় কৃষ্ণের হ্যাটট্রিক ৷ ওড়িশা FC- কে অনায়াসে 3-1 গোলে হারাল ATK ।

জয়ের ফলে লাল-সাদা ব্রিগেড 16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে চলে এল ৷ FC গোয়ার পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এক নম্বরে এল ATK ৷ একই সঙ্গে সেমিফাইনালের জন্যও কোয়ালিফাই করল অ্যান্তেনিও লোপেজ হাবাসের দল ৷

প্রথমার্ধে দুপক্ষই কোনও গোল করতে পারেনি । কিন্তু বিরতির পরে চাপ বাড়াতে থাকে কলকাতা । প্রবীর দাস ও রয় কৃষ্ণ দলের আক্রমণকে নেতৃত্ব দিতে থাকেন । ওড়িশার জিসকো হার্নান্দেজ খেলার রাশ নিজেদের পায়ে তুলে নেওয়ার চেষ্টা করলেও কলকাতার ডিফেন্ডারদের ভালো খেলায় তা ডালপালা মেলতে পারেনি ।
ম্যাচের 49 মিনিটে জেভিয়ার হার্নান্দেজ এর কর্নার থেকে বল পেয়ে নারায়ণ দাস তা রয় কৃষ্ণকে বাড়িয়ে দিলে তিনি গোল করতে ভুল করেননি । ম্যাচের 60 মিনিটে ATK-র দ্বিতীয় গোল । সোসা মান্ডির বাড়ানো লম্বা পাস থেকে বল ধরে ফের গোল করেন রয় কৃষ্ণ । তিন মিনিট পরে দলের তিন নম্বর ও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি । চলতি ISL-এ 13টি গোল করলেন তিনি । 67মিনিটে ম্যানুয়েল ওনুর গোল করে ব্যবধান কমালেও তা ওড়িশার জন্য যথেষ্ট ছিল না ৷

image
হ্যাটট্রিক করার মুহূর্ত

প্লে অফের জায়গা নিশ্চিত হওয়ায় খুশি ATK কোচ। সাফল্যের কৃতিত্ব ফুটবলারদের দিতে চান । প্রশংসা করেছেন রয় কৃষ্ণ-র হ্যাটট্রিকের । তবে দলের রাশ আরও কড়া হাতে ধরার ইঙ্গিত লাল-সাদা শিবিরের হেডস্যারের গলায় ।

image
দ্বিতীয় গোলের পর সতীর্থদের সঙ্গে উচ্ছাস কৃষ্ণের

কলকাতা, 9 ফেব্রুয়ারি : ISL-এ "কৃষ্ণ ঝড়" । আর যুবভারতীতে এই ঝড়েই লন্ডভন্ড ওড়িশা FC । রয় কৃষ্ণের হ্যাটট্রিক ৷ ওড়িশা FC- কে অনায়াসে 3-1 গোলে হারাল ATK ।

জয়ের ফলে লাল-সাদা ব্রিগেড 16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে চলে এল ৷ FC গোয়ার পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এক নম্বরে এল ATK ৷ একই সঙ্গে সেমিফাইনালের জন্যও কোয়ালিফাই করল অ্যান্তেনিও লোপেজ হাবাসের দল ৷

প্রথমার্ধে দুপক্ষই কোনও গোল করতে পারেনি । কিন্তু বিরতির পরে চাপ বাড়াতে থাকে কলকাতা । প্রবীর দাস ও রয় কৃষ্ণ দলের আক্রমণকে নেতৃত্ব দিতে থাকেন । ওড়িশার জিসকো হার্নান্দেজ খেলার রাশ নিজেদের পায়ে তুলে নেওয়ার চেষ্টা করলেও কলকাতার ডিফেন্ডারদের ভালো খেলায় তা ডালপালা মেলতে পারেনি ।
ম্যাচের 49 মিনিটে জেভিয়ার হার্নান্দেজ এর কর্নার থেকে বল পেয়ে নারায়ণ দাস তা রয় কৃষ্ণকে বাড়িয়ে দিলে তিনি গোল করতে ভুল করেননি । ম্যাচের 60 মিনিটে ATK-র দ্বিতীয় গোল । সোসা মান্ডির বাড়ানো লম্বা পাস থেকে বল ধরে ফের গোল করেন রয় কৃষ্ণ । তিন মিনিট পরে দলের তিন নম্বর ও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি । চলতি ISL-এ 13টি গোল করলেন তিনি । 67মিনিটে ম্যানুয়েল ওনুর গোল করে ব্যবধান কমালেও তা ওড়িশার জন্য যথেষ্ট ছিল না ৷

image
হ্যাটট্রিক করার মুহূর্ত

প্লে অফের জায়গা নিশ্চিত হওয়ায় খুশি ATK কোচ। সাফল্যের কৃতিত্ব ফুটবলারদের দিতে চান । প্রশংসা করেছেন রয় কৃষ্ণ-র হ্যাটট্রিকের । তবে দলের রাশ আরও কড়া হাতে ধরার ইঙ্গিত লাল-সাদা শিবিরের হেডস্যারের গলায় ।

image
দ্বিতীয় গোলের পর সতীর্থদের সঙ্গে উচ্ছাস কৃষ্ণের
Intro:আইএসএলে "কৃষ্ণ ঝড়"। সাম্প্রতিক কালে ওড়িশা একাধিক প্রাকৃতিক ঝড় প্রত্যক্ষ করেছে।কিন্তু ফুটবল মাঠে রয় কৃষ্ণের সৌজন্যে "কৃষ্ণ ঝড়" এর অভিঞ্জতা নতুন। ফলে লন্ডভন্ড ওড়িশা এফসি।
রয় কৃষ্ণের হ্যাটট্রিকের সৌজন্যে এটিকে 3-1গোলে ওড়িশা এফসিকে অনায়াসে পরাজিত করল। ওড়িশার পক্ষে সান্ত্বনা সূচক গোল ম্যানুয়েল ওনুর।এই জয়ের ফলে লালা সাদা ব্রিগেড 16ম্যাচে 33পয়েন্ট নিয়ে এফসি গোয়ার সঙ্গে যুগ্মভাবে সবার ওপরে। অ্যান্তেনিও লোপেজ হাবাসের দলের প্লে অফের জায়গা নিশ্চিতের দিনে ওড়িশার কাছে বড় ধাক্কা এই পরাজয়।
প্রথমার্ধে দুপক্ষই কোনও গোল করতে পারেনি।কিন্তু বিরতির পরে মাঠে নামতেই চাপ বাড়াতে থাকে কলকাতা। প্রবীর দাস ও রয় কৃষ্ণ দলের আক্রমনে নেতৃত্ব দিতে থাকেন। ওড়িশার জিসকো হার্নান্দেজ খেলার রাশ নিজেদের পায়ে তুলে নেওয়ার চেষ্টা করলেও কলকাতার ডিফেন্ডারদের ভালো খেলায় তা ডালপালা মেলতে পারেনি।
ম্যাচের 49মিনিটে জেভিয়ার হার্নান্দেজ এর কর্নার থেকে বল পেয়ে নারায়ন দাস তা রয় কৃষ্ণকে বাড়িয়ে দিলে তিনি গোল করতে ভুল করেননি।
ম্যাচের ষাট মিনিটে এটিকের দ্বিতীয় গোল।সোসা মান্ডির বাড়ানো লম্বা পাস থেকে বল ধরে ফের গোল করেন রয় কৃষ্ণ।
তিন মিনিট পরে দলের তিন নম্বর ও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রয় কৃষ্ণ। চলতি আইএসএলে 13টি গোল করলেন তিনি।
67মিনিটে ওড়িশা ব্যবধান কমালেও বাকি সময় এটিকে খেলার রাশ আলগা করেনি।ফলে জয় হাতছাড়া হয়নি হাবাসের ছেলেদের।
প্লে অফের জায়গা নিশ্চিত হওয়ায় খুশি এটিকে কোচ।সাফল্যের কৃতিত্ব ফুটবলারদের দিতে চান।প্রশংসা করেছেন রয় কৃষ্ণ র হ্যাটট্রিকের।তবে দলের রাশ আরও কড়া হাতে ধরার ইঙ্গিত লাল সাদা শিবিরের হেডস্যারের গলায়।


Body:এটিকে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.