কলকাতা, 16 ফেব্রুয়ারি : আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের পরে এবার মিশন ডার্বিতে এটিকে মোহনবাগানের ফুটবলাররা । জামশেদপুর এফসির বিরুদ্ধে জয়ের পরে আন্তেনিও লোপেজ হাবাস সোমবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন । মঙ্গলবার থেকে মিশন ডার্বির অনুশীলন শুরু করলেন অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, শুভাশিস বসুরা।
অনুশীলনে যোগ দেওয়ার আগে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম বলেছেন, ‘‘লিগ টেবিলের একনম্বরে থাকতে হলে ডার্বিতে জয় পাওয়া জরুরি। শীর্ষে থাকলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা সম্ভব হবে। তবে, আমরা কোনও চাপ নিয়ে খেলতে নামব না। কারণ গ্যালারিতে দর্শক থাকছে না। তাই অন্য দলের বিরুদ্ধে খেলার মতো ডার্বিতে নামব ।’’ প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন,‘‘ডার্বিতে আমরা চাপে নেই । বরং ইস্টবেঙ্গলের ওপর চাপ থাকবে। ওদের প্লে অফে যাওয়ার সুযোগ নেই। ডার্বিতে ব্যর্থ হলে ওদের পাওয়ার ভাড়ার শূন্য থাকবে । তাই মরিয়া ভাবটা বেশি থাকবে ওদের । আমরা তৈরি ৷ প্রথম পর্বের চেয়ে আরও বেশি সংগঠিত আমরা। মার্সেলিনহো, লেনি রডরিগেজ় যোগ দেওয়ায় আমাদের শক্তি বেড়েছে । ধারাবাহিকতা বজায় রেখে আমরা সাজঘরে ফেরার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ।’’
আরও পড়ুন : ডার্বি নিয়ে বাড়তি চিন্তা নেই হাবাসের
তবে, প্রথম পর্বে জয় পাওয়ায়, দ্বিতীয় পর্বে জয় সহজ হবে, তা মনে করেন না প্রীতম কোটাল । ইস্টবেঙ্গল এখন অনেক শক্তিশালী বলে মনে করেন তিনি । ইস্টবেঙ্গলে ব্রাইটের যোগদানের কথা মাথায় থাকলেও, নিজেদের দলে রয় কৃষ্ণের উপস্থিতির কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ‘‘রয় কৃষ্ণ এখন শীর্ষ গোলদাতার দৌড়ে রয়েছে । এটা প্রতিপক্ষকে চাপে রাখবে । ওদের দলে ব্রাইট রয়েছে । ভাল ফুটবলার । তবে, আমাদের মার্সেলিনহো, লেনি রডরিগেজ়, ডেভিড উইলিয়ামস, মনবীরা রয়েছেন। আমাদের লক্ষ্য ডার্বি সহ বাকি তিনটে ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া,’’ বলছেন আত্মবিশ্বাসী প্রীতম কোটাল । ইতিমধ্যে হাবাস বলেছেন, তিনি ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে বাড়তি চিন্তা করছেন না । কোচের ভাবনার ঝলক ফুটলারদের কথাতেও । সেই সঙ্গে ডার্বির প্রস্তুতিও শুরু করে দিল এটিকে মোহনবাগান ।