ETV Bharat / sports

ROY KRISHNA: এটিকে মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন রয় কৃষ্ণ - kolkata

কড়া বিধিনিষেধ শিথিল হতেই অনুশীলনে নেমে পড়লেন রয় কৃষ্ণ । এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় পা দিয়েছেন । মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেন তিনি ।

ROY KRISHNA
এটিকে মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন রয় কৃষ্ণ
author img

By

Published : Aug 4, 2021, 9:54 AM IST

কলকাতা, 4 অগস্ট : করোনা প্যানডেমিকের কারণের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল খেলাধুলো এবং অনুশীলন ৷ অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই অবশেষে অনুশীলনে নেমে পড়লেন রয় কৃষ্ণ। এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় পা দিয়েছেন । মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেন তিনি । কড়া বিধিনিষেধ শিথিল হতেই কোচ আন্তেনিও লোপেজ হাবাস সপ্তাহখানেক আগেই দল নিয়ে মাঠে নেমে পড়েছেন । আর তার কয়েকদিন পরেই ফিজিয়ান স্ট্রাইকার যোগ দিলেন অনুশীলনে ।

মাঝের কিছুটা সময়ে করোনা পরিস্থিতির কথা বিচার করে এবং হাবাসের কোচিং নিতে এবং এএফসি কাপে খেলার সুযোগের কথা চিন্তা করেই ফের সবুজ-মেরুন জার্সি পড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । ইউরো খেলে সরাসরি এটিকে মোহনবাগানে যোগ দেওয়া ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোও প্রথম দিন থেকে অনুশীলনে যোগ দেন । গত মরসুমের সেরা বিদেশি খেলোয়াড় হুগো বুমোস ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন ।

আরও পড়ুন: মরণোত্তর বাগান রত্ন এবার শিবাজী বন্দ্যোপাধ্য়ায়কে, সেরা ফুটবলার রয় কৃষ্ণ

কার্ল ম্যাগহিউজও যোগ দিয়েছেন অনুশীলন শিবিরে । মঙ্গলবার রয় কৃষ্ণও যোগ দেওয়ায় দলের চার বিদেশিকে অনুশীলনে পেয়ে গেলেন কোচ হাবাস। বর্তমানে তাঁর পাখির চোখ এএফসি কাপের প্রস্তুতি । 14 অগস্ট মালদ্বীপের উদ্দেশে রওনা হবে সবুজ-মেরুন ব্রিগেড । তার আগে দলের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং বল নিয়ে অনুশীলন দুটোই সমানতালে করাচ্ছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার । দশজন করে দুটো দলে ভাগ হয়ে অনুশীলন করানোর পাশাপাশি রক্ষণের সঙ্গে মাঝমাঠ ও মাঝমাঠের সঙ্গে আক্রমনভাগের বোঝাপড়া গড়ে তোলার উপর জোর দিচ্ছেন হাবাস । জনি কাউকো, মনবীর সিংদের পেনাল্টি মারার অনুশীলনও করানো হচ্ছে । একইভাবে গোলরক্ষক অমরিন্দর সিং, অরিন্দম ভট্টাচার্যদের তৈরি করার দিকে বাড়তি নজর দিচ্ছেন হাবাস ।

কলকাতা, 4 অগস্ট : করোনা প্যানডেমিকের কারণের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল খেলাধুলো এবং অনুশীলন ৷ অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই অবশেষে অনুশীলনে নেমে পড়লেন রয় কৃষ্ণ। এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় পা দিয়েছেন । মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেন তিনি । কড়া বিধিনিষেধ শিথিল হতেই কোচ আন্তেনিও লোপেজ হাবাস সপ্তাহখানেক আগেই দল নিয়ে মাঠে নেমে পড়েছেন । আর তার কয়েকদিন পরেই ফিজিয়ান স্ট্রাইকার যোগ দিলেন অনুশীলনে ।

মাঝের কিছুটা সময়ে করোনা পরিস্থিতির কথা বিচার করে এবং হাবাসের কোচিং নিতে এবং এএফসি কাপে খেলার সুযোগের কথা চিন্তা করেই ফের সবুজ-মেরুন জার্সি পড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । ইউরো খেলে সরাসরি এটিকে মোহনবাগানে যোগ দেওয়া ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোও প্রথম দিন থেকে অনুশীলনে যোগ দেন । গত মরসুমের সেরা বিদেশি খেলোয়াড় হুগো বুমোস ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন ।

আরও পড়ুন: মরণোত্তর বাগান রত্ন এবার শিবাজী বন্দ্যোপাধ্য়ায়কে, সেরা ফুটবলার রয় কৃষ্ণ

কার্ল ম্যাগহিউজও যোগ দিয়েছেন অনুশীলন শিবিরে । মঙ্গলবার রয় কৃষ্ণও যোগ দেওয়ায় দলের চার বিদেশিকে অনুশীলনে পেয়ে গেলেন কোচ হাবাস। বর্তমানে তাঁর পাখির চোখ এএফসি কাপের প্রস্তুতি । 14 অগস্ট মালদ্বীপের উদ্দেশে রওনা হবে সবুজ-মেরুন ব্রিগেড । তার আগে দলের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং বল নিয়ে অনুশীলন দুটোই সমানতালে করাচ্ছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার । দশজন করে দুটো দলে ভাগ হয়ে অনুশীলন করানোর পাশাপাশি রক্ষণের সঙ্গে মাঝমাঠ ও মাঝমাঠের সঙ্গে আক্রমনভাগের বোঝাপড়া গড়ে তোলার উপর জোর দিচ্ছেন হাবাস । জনি কাউকো, মনবীর সিংদের পেনাল্টি মারার অনুশীলনও করানো হচ্ছে । একইভাবে গোলরক্ষক অমরিন্দর সিং, অরিন্দম ভট্টাচার্যদের তৈরি করার দিকে বাড়তি নজর দিচ্ছেন হাবাস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.