ETV Bharat / sports

সোনার বুটের চেয়ে ট্রফি ছুঁতে পারলে খুশি হবেন কৃষ্ণ

author img

By

Published : Mar 12, 2021, 7:31 PM IST

Updated : Mar 13, 2021, 8:48 AM IST

ফাইনাল নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না রয় কৃষ্ণ ৷

roy krishna
roy krishna

গোয়া, 12 মার্চ : রাখে কৃষ্ণ এটিকে মোহনবাগানকে মারে কে । চলতি আইএসএলে এটিকে ভক্তদের এটাই প্রিয় স্লোগান । ফিজির মানুষ হলেও আদতে ভারতীয় বংশোদ্ভূত রয় কৃষ্ণ । লাল সাদা এবং সবুজ মেরুন দুই জার্সিতে তিনি একইরকম ভাস্বর । ইতিমধ্যে 15টি গোল করে ফেলেছেন । যা তাঁকে আইএসএলের সোনার বুটের দৌড়ে প্রথম সারিতে পৌঁছে দিয়েছে ।

শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চলতি আইএসএলের ফাইনাল । লিগ পর্বে শুধু পরাজয়ের লজ্জা নয় ৷ রয় কৃষ্ণর গোল না করতে পারার ব্যর্থতার জ্বালা সহ্য করতে হয়েছে । তবে পিছনে ফিরে তাকানো নয়, সবুজ মেরুনের একুশ নম্বর জার্সির মালিক নতুন স্ট্যান্সে মাঠে অবতীর্ণ হতে চান । আসলে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পায়ের জঙ্গলে দিগভ্রান্ত হওয়ার বদলে গত দুটো ম্যাচে সতীর্থদের গোলের রাস্তা করে দিয়েছিলেন । তবে গোল্ডেন বুটের চেয়ে আইএসএল ট্রফিকেই পাখির চোখ করছেন তিনি ৷ কৃষ্ণের কথায়, "যদি আমি সোনার বুট পাই তাহলে সেটা হবে বাড়তি পাওনা । আমার প্রথম কাজ হবে দলের জন্য নিজেকে নিংড়ে দেওয়া । আমাকে কোচ যা দায়িত্ব দেবেন, তিনি যা চাইবেন আমার কাজ হবে সেটারই বাস্তবায়ন । স্কোরবোর্ডে আমার নাম উঠলে ভাল । যদি তা না হয় তাহলে যেন ট্রফিতে হাত দিতে পারি ৷"

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সুনীল ছেত্রী

দর্শকশূন্য গ্যালারির সামনে খেলা হওয়ায় সমর্থকদের চাপ সেভাবে অনুভব করেননি ফুটবলাররা । তবে এই ট্রফিটা সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা জানেন । তাই মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার কথা বলছেন রয় কৃষ্ণ । জৈব সুরক্ষা বলয়ের আবশ্যিক চক্কর না থাকলে পরিস্থিতি যে অন্যরকম হত তা বুঝতে পারছেন । তাই আগামী মরসুমে সেই উত্তাপ মেখে মাঠে নামার কথা বলছেন । গত মরসুমে ডেভিড উইলিয়ামসের সঙ্গে তার জুটি এটিকের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় ভূমিকা নিয়েছিল । এবছর নতুন নামে নতুন জার্সিতে গত মরসুমের চ্যাম্পিয়নরা । ডেভিড উইলিয়ামস এবং মনবীরের সঙ্গে জুটি বেঁধে দলের গোলের রাস্তা তৈরি করেছেন রয় কৃষ্ণ ।

দলের সতীর্থদের উদ্দেশে কৃষ্ণ বলছেন, "উইলিয়ামস এবং আমি মাঠের বাইরেও ভালো বন্ধু । মাঠে আমরা পরস্পরকে চিনি । অনুশীলনে পরস্পরকে উজ্জীবিত করি । ডেভিড উইলিয়ামস আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার । মনবীর সিং খুব দ্রুত শিখে নিতে পারে । ফুটবলের ভাল ছাত্র । অনুশীলনে কঠোর পরিশ্রম করে ৷ যার প্রতিফলন মাঠে দেখা যায় ।" তিনি আরও বলেছেন, "গোলরক্ষক হিসেবে অরিন্দম খুব ভাল । তবে তার আগে দলের ডিফেন্ডারদের কৃতিত্ব দিতে হবে । ডিফেন্ডাররা শরীর ছুঁড়ে বাঁচানোর চেষ্টা করেন । যা অরিন্দমকে সাহায্য করার নামান্তর ৷"

ফাইনাল নিয়ে বাড়তি চাপ নেই । রয় কৃষ্ণের মতে, বেশি চিন্তা করলেই চাপ বাড়ে । তারা যেভাবে খেলেছেন তাতে খেতাব জয় অসম্ভব হবে না বলেই মনে করেন ।

গোয়া, 12 মার্চ : রাখে কৃষ্ণ এটিকে মোহনবাগানকে মারে কে । চলতি আইএসএলে এটিকে ভক্তদের এটাই প্রিয় স্লোগান । ফিজির মানুষ হলেও আদতে ভারতীয় বংশোদ্ভূত রয় কৃষ্ণ । লাল সাদা এবং সবুজ মেরুন দুই জার্সিতে তিনি একইরকম ভাস্বর । ইতিমধ্যে 15টি গোল করে ফেলেছেন । যা তাঁকে আইএসএলের সোনার বুটের দৌড়ে প্রথম সারিতে পৌঁছে দিয়েছে ।

শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চলতি আইএসএলের ফাইনাল । লিগ পর্বে শুধু পরাজয়ের লজ্জা নয় ৷ রয় কৃষ্ণর গোল না করতে পারার ব্যর্থতার জ্বালা সহ্য করতে হয়েছে । তবে পিছনে ফিরে তাকানো নয়, সবুজ মেরুনের একুশ নম্বর জার্সির মালিক নতুন স্ট্যান্সে মাঠে অবতীর্ণ হতে চান । আসলে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পায়ের জঙ্গলে দিগভ্রান্ত হওয়ার বদলে গত দুটো ম্যাচে সতীর্থদের গোলের রাস্তা করে দিয়েছিলেন । তবে গোল্ডেন বুটের চেয়ে আইএসএল ট্রফিকেই পাখির চোখ করছেন তিনি ৷ কৃষ্ণের কথায়, "যদি আমি সোনার বুট পাই তাহলে সেটা হবে বাড়তি পাওনা । আমার প্রথম কাজ হবে দলের জন্য নিজেকে নিংড়ে দেওয়া । আমাকে কোচ যা দায়িত্ব দেবেন, তিনি যা চাইবেন আমার কাজ হবে সেটারই বাস্তবায়ন । স্কোরবোর্ডে আমার নাম উঠলে ভাল । যদি তা না হয় তাহলে যেন ট্রফিতে হাত দিতে পারি ৷"

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সুনীল ছেত্রী

দর্শকশূন্য গ্যালারির সামনে খেলা হওয়ায় সমর্থকদের চাপ সেভাবে অনুভব করেননি ফুটবলাররা । তবে এই ট্রফিটা সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা জানেন । তাই মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার কথা বলছেন রয় কৃষ্ণ । জৈব সুরক্ষা বলয়ের আবশ্যিক চক্কর না থাকলে পরিস্থিতি যে অন্যরকম হত তা বুঝতে পারছেন । তাই আগামী মরসুমে সেই উত্তাপ মেখে মাঠে নামার কথা বলছেন । গত মরসুমে ডেভিড উইলিয়ামসের সঙ্গে তার জুটি এটিকের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় ভূমিকা নিয়েছিল । এবছর নতুন নামে নতুন জার্সিতে গত মরসুমের চ্যাম্পিয়নরা । ডেভিড উইলিয়ামস এবং মনবীরের সঙ্গে জুটি বেঁধে দলের গোলের রাস্তা তৈরি করেছেন রয় কৃষ্ণ ।

দলের সতীর্থদের উদ্দেশে কৃষ্ণ বলছেন, "উইলিয়ামস এবং আমি মাঠের বাইরেও ভালো বন্ধু । মাঠে আমরা পরস্পরকে চিনি । অনুশীলনে পরস্পরকে উজ্জীবিত করি । ডেভিড উইলিয়ামস আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার । মনবীর সিং খুব দ্রুত শিখে নিতে পারে । ফুটবলের ভাল ছাত্র । অনুশীলনে কঠোর পরিশ্রম করে ৷ যার প্রতিফলন মাঠে দেখা যায় ।" তিনি আরও বলেছেন, "গোলরক্ষক হিসেবে অরিন্দম খুব ভাল । তবে তার আগে দলের ডিফেন্ডারদের কৃতিত্ব দিতে হবে । ডিফেন্ডাররা শরীর ছুঁড়ে বাঁচানোর চেষ্টা করেন । যা অরিন্দমকে সাহায্য করার নামান্তর ৷"

ফাইনাল নিয়ে বাড়তি চাপ নেই । রয় কৃষ্ণের মতে, বেশি চিন্তা করলেই চাপ বাড়ে । তারা যেভাবে খেলেছেন তাতে খেতাব জয় অসম্ভব হবে না বলেই মনে করেন ।

Last Updated : Mar 13, 2021, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.