ETV Bharat / sports

নর্থ ইস্টের বিরুদ্ধে ফিরতি ম্যাচে হার সবুজ মেরুনের

60 মিনিটের মাথায় ম্য়াচের প্রথম গোল করে নর্থ ইস্টকে এগিয়ে দেন মাচাডো । এরপর রয় কৃষ্ণের গোলে এটিকে মোহনবাগান সমতা ফেরালেও 81 মিনিটে বক্সের বাইরে থেকে গ্যালেগোরের শটে জয় আসে নর্থ ইস্টের ।

atkmb vs northeast
atkmb vs northeast
author img

By

Published : Jan 27, 2021, 7:34 AM IST

গোয়া, 26 জানুয়ারি : নর্থ ইস্টের বিপক্ষে ফিরতি লেগে পয়েন্ট এল না সবুজ মেরুন শিবিরে । 1-2 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারতে হল আন্তেনিও লোপেজ হাবাসের দলকে । খালিদ জামিলের ছেলেরা প্রথম পর্বে হারের বদলা নিলেন । মাচাডো এবং গ্যালেগোর গোল নর্থ ইস্ট ইউনাইটেডকে 18 পয়েন্টে পৌঁছে দিল । রয় কৃষ্ণ গোলে ফিরলেও ম্যাচে হেরে এটিকে মোহনবাগান থেমে থাকল 24 পয়েন্টে ।

এডু গার্সিয়ার গোড়ালির চোট । তিন সপ্তাহ মাঠের বাইরে স্প্যানিশ মিডফিল্ডার । দলবদলের বাজারে ব্র্যাড ইনমানকে ছেড়ে দিয়ে মার্সেলিনহোকে নিয়েছেন আন্তেনিও লোপেজ হাবাস । প্রতি আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার নীতি ছেড়ে এখন গতির অঙ্কে বাজিমাতের চেষ্টা করছেন । কিন্তু তা করতে গিয়ে দলে প্রয়োজনীয় ভারসাম্য টাল খেতেই সবুজ মেরুন নড়বড়ে । মাঝমাঠে এডু গার্সিয়ার অনুপস্থিতি, তার সঙ্গে বিবর্ণ জাভি হার্নান্দেজ এবং ম্যাকহিউজ । ফলে রয় কৃষ্ণ পুরো সময় বলের জোগানের অভাবে ভুগলেন ।
আরও পড়ুন : প্রাক্তন ভারতীয় গোলকিপার প্রশান্ত ডোরার মৃত্য়ুতে শোকপ্রকাশ এআইএফএফ-র

দুই দলের প্রথম পর্বের সাক্ষাতে জয়সূচক গোল করেছিলেন রয় কৃষ্ণ । তারপর থেকে এটিকে-মোহনবাগানের ফিজ়িয়ান স্ট্রাইকার গোলের দেখা পাননি । ফের তিনি গোলে ফিরলেন । প্রতিপক্ষ সেই নর্থ ইস্ট ইউনাইটেড । কিন্তু এটিকে মোহনবাগান জয় পেল না । 60 মিনিটে ম্যাচের প্রথম গোল করে নর্থ ইস্টকে এগিয়ে দেন মাচাডো । তিরির বাড়ানো পাস প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে ফিরতেই তা ধরে লম্বা দৌড় এবং গোল মাচাডোর । নর্থ ইস্ট ইউনাইটেড কোচ বদল করে খালিদ জামিলকে দায়িত্ব দিয়েছে । কোচ বদলে দলের চারিত্রিক বদল হয়েছে । ফলে আরও বেশি আক্রমণাত্মক দল । প্রথম থেকেই তারা এটিকে-মোহনবাগানের সঙ্গে পাল্লা দিয়ে যায় । রয় কৃষ্ণকে জোনাল মার্কিংয়ে আটকে দেওয়ার পাশাপাশি ডেভিড উইলিয়ামস কে নড়াচড়া করতে দেয়নি খালিদের দল ।

আরও পড়ুন : মারাদোনার সই জাল করে তথ্য হাতানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

বিরতির আগে দুই দলই একাধিক গোলের চেষ্টা করলেও ব্যর্থ । দ্বিতীয়ার্ধে হাবাস ডেভিড উইলিয়ামসকে তুলে নিয়ে নতুন ছকে আক্রমণ শানানোর চেষ্টা করেন । এক গোলে পিছিয়ে থেকে, 72 মিনিটে কোমল থাতাল এবং ম্যাকহিউজের বাড়ানো পাস থেকে দলকে সমতায় ফেরান রয় কৃষ্ণ । কিন্তু বাকি সময় তাঁর প্রত্যাশিত দাপট দেখা যায়নি । 81 মিনিটে বক্সের বাইরে থেকে গ্যালেগোরের শটে পরাস্ত হন অরিন্দম । সবুজ মেরুনের পরাজয় নিশ্চিত করে দেয় সেই গোলই । গত চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে হাবাসের ছেলেরা । দলের এই পারফরম্যান্স চিন্তা বাড়াবে হাবাসের ।

গোয়া, 26 জানুয়ারি : নর্থ ইস্টের বিপক্ষে ফিরতি লেগে পয়েন্ট এল না সবুজ মেরুন শিবিরে । 1-2 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারতে হল আন্তেনিও লোপেজ হাবাসের দলকে । খালিদ জামিলের ছেলেরা প্রথম পর্বে হারের বদলা নিলেন । মাচাডো এবং গ্যালেগোর গোল নর্থ ইস্ট ইউনাইটেডকে 18 পয়েন্টে পৌঁছে দিল । রয় কৃষ্ণ গোলে ফিরলেও ম্যাচে হেরে এটিকে মোহনবাগান থেমে থাকল 24 পয়েন্টে ।

এডু গার্সিয়ার গোড়ালির চোট । তিন সপ্তাহ মাঠের বাইরে স্প্যানিশ মিডফিল্ডার । দলবদলের বাজারে ব্র্যাড ইনমানকে ছেড়ে দিয়ে মার্সেলিনহোকে নিয়েছেন আন্তেনিও লোপেজ হাবাস । প্রতি আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার নীতি ছেড়ে এখন গতির অঙ্কে বাজিমাতের চেষ্টা করছেন । কিন্তু তা করতে গিয়ে দলে প্রয়োজনীয় ভারসাম্য টাল খেতেই সবুজ মেরুন নড়বড়ে । মাঝমাঠে এডু গার্সিয়ার অনুপস্থিতি, তার সঙ্গে বিবর্ণ জাভি হার্নান্দেজ এবং ম্যাকহিউজ । ফলে রয় কৃষ্ণ পুরো সময় বলের জোগানের অভাবে ভুগলেন ।
আরও পড়ুন : প্রাক্তন ভারতীয় গোলকিপার প্রশান্ত ডোরার মৃত্য়ুতে শোকপ্রকাশ এআইএফএফ-র

দুই দলের প্রথম পর্বের সাক্ষাতে জয়সূচক গোল করেছিলেন রয় কৃষ্ণ । তারপর থেকে এটিকে-মোহনবাগানের ফিজ়িয়ান স্ট্রাইকার গোলের দেখা পাননি । ফের তিনি গোলে ফিরলেন । প্রতিপক্ষ সেই নর্থ ইস্ট ইউনাইটেড । কিন্তু এটিকে মোহনবাগান জয় পেল না । 60 মিনিটে ম্যাচের প্রথম গোল করে নর্থ ইস্টকে এগিয়ে দেন মাচাডো । তিরির বাড়ানো পাস প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে ফিরতেই তা ধরে লম্বা দৌড় এবং গোল মাচাডোর । নর্থ ইস্ট ইউনাইটেড কোচ বদল করে খালিদ জামিলকে দায়িত্ব দিয়েছে । কোচ বদলে দলের চারিত্রিক বদল হয়েছে । ফলে আরও বেশি আক্রমণাত্মক দল । প্রথম থেকেই তারা এটিকে-মোহনবাগানের সঙ্গে পাল্লা দিয়ে যায় । রয় কৃষ্ণকে জোনাল মার্কিংয়ে আটকে দেওয়ার পাশাপাশি ডেভিড উইলিয়ামস কে নড়াচড়া করতে দেয়নি খালিদের দল ।

আরও পড়ুন : মারাদোনার সই জাল করে তথ্য হাতানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

বিরতির আগে দুই দলই একাধিক গোলের চেষ্টা করলেও ব্যর্থ । দ্বিতীয়ার্ধে হাবাস ডেভিড উইলিয়ামসকে তুলে নিয়ে নতুন ছকে আক্রমণ শানানোর চেষ্টা করেন । এক গোলে পিছিয়ে থেকে, 72 মিনিটে কোমল থাতাল এবং ম্যাকহিউজের বাড়ানো পাস থেকে দলকে সমতায় ফেরান রয় কৃষ্ণ । কিন্তু বাকি সময় তাঁর প্রত্যাশিত দাপট দেখা যায়নি । 81 মিনিটে বক্সের বাইরে থেকে গ্যালেগোরের শটে পরাস্ত হন অরিন্দম । সবুজ মেরুনের পরাজয় নিশ্চিত করে দেয় সেই গোলই । গত চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে হাবাসের ছেলেরা । দলের এই পারফরম্যান্স চিন্তা বাড়াবে হাবাসের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.