ETV Bharat / sports

কেরালা বধের পর ডার্বির ভাবনা শুরু, সোসাইরাজকে নিয়ে আশঙ্কায় হাবাস - isl derby 2020

ডার্বির আগে মাইকেল সোসাইরাজকে নিয়ে আশঙ্কায় এটিকে কোচ আন্তোনিও লোপেজ হাবাস

সোসাইরাজকে নিয়ে আশঙ্কায় হাবাস
সোসাইরাজকে নিয়ে আশঙ্কায় হাবাস
author img

By

Published : Nov 21, 2020, 5:03 PM IST

গোয়া, 21 নভেম্বর : দলের জয়ে খুশি হলেও সন্তুষ্ট নন ৷ আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন ATK মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । ISL-এর প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রয় কৃষ্ণের গোল জয় এনে দিয়েছে ATK মোহনবাগানকে । গতবছর খেতাব জিতলেও কেরালার বিরুদ্ধে জয় পেতে ব্যর্থ হয়েছিল তারা । ফলে কিবু ভিকুনার দলের বিরুদ্ধে জয় না পাওয়ার আক্ষেপ ছিল সবুজ মেরুন শিবিরে । আপাতত কেরালা ম্যাচকে অতীত মনে করে সামনে তাকাতে চাইছেন সবুজ মেরুন হেডস্যার । ইঙ্গিত দিয়েছেন ধাপে ধাপে লক্ষ্য পূরণের । 27 নভেম্বরের ডার্বি সম্বন্ধেও একই অবস্থান তাঁর । তবে প্রথম ম্যাচে জয়ের পরে SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচই পাখির চোখ ৷ এবং তা গোপনে নেই ।

প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে হাবাস বলেছেন, "আমাদের মিডফিল্ড এবং আক্রমণভাগের উন্নতি প্রয়োজন । আমাদের প্রতিপক্ষ শিবিরের উপর চাপ বাড়াতে হবে । কেরালা দারুণ খেলেছে । কিন্তু আমরা তিন পয়েন্ট পেয়েছি । তাই দলের খেলায় আমি খুশি ।" জয় পেলেও অগোছালো ফুটবল নিয়ে সমালোচনা হয়েছে ৷ তাদের অভিযোগকে উড়িয়ে দেননি ATK মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার । বলছেন, "আটমাস পর মাঠে নেমে ভালো খেলা সব সময় কঠিন । তা সত্ত্বেও আমরা ভালো খেলেছি । এবার পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে । তা নিয়ে আমাদের ভাবনা শুরু হবে ।"

রয় কৃষ্ণ গোল করেছেন । তবে প্রথম ম্যাচে ডেভিড উইলিয়ামসকে প্রথম একাদশে রাখেননি । এই জুটি গত ISL-এ প্রতিপক্ষ শিবিরের ঘুম কেড়ে নিয়েছিল । হাবাস বলছেন, "গোয়ার এই আর্দ্রতায় 90 মিনিট খেলা কঠিন । সেই কারণে রয় কৃষ্ণর বদলি হিসেবে ডেভিড উইলিয়ামসকে রেখেছিলাম । তবে দুজনেই ভালো খেলেছে ৷" জয়ের আবহেও ATK মোহনবাগান শিবিরের কাঁটা মাইকেল সোসাইরাজের চোট । তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনও বোঝা যায়নি । হাবাস বলেছেন, "সোসাইরাজের চোটের অবস্থা জানতে আমাদের অপেক্ষা করতে হবে । এই অবস্থায় চোট পেয়ে মাঠের বাইরে থাকার অস্বস্তি সোসাইরাজেরও রয়েছে । রেফারির এই ঘটনায় ফাউল দেওয়া উচিত ছিল । কিন্তু খেলাটা চালিয়ে যেতে দিলেন সোসাইরাজের হাঁটুর চোটের বিনিময়ে । আমরা সমর্থন করব সোসাইরাজকে । পাশে থাকব । সুস্থ হওয়ার জন্য সময় দেব ।"

গোয়া, 21 নভেম্বর : দলের জয়ে খুশি হলেও সন্তুষ্ট নন ৷ আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন ATK মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । ISL-এর প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রয় কৃষ্ণের গোল জয় এনে দিয়েছে ATK মোহনবাগানকে । গতবছর খেতাব জিতলেও কেরালার বিরুদ্ধে জয় পেতে ব্যর্থ হয়েছিল তারা । ফলে কিবু ভিকুনার দলের বিরুদ্ধে জয় না পাওয়ার আক্ষেপ ছিল সবুজ মেরুন শিবিরে । আপাতত কেরালা ম্যাচকে অতীত মনে করে সামনে তাকাতে চাইছেন সবুজ মেরুন হেডস্যার । ইঙ্গিত দিয়েছেন ধাপে ধাপে লক্ষ্য পূরণের । 27 নভেম্বরের ডার্বি সম্বন্ধেও একই অবস্থান তাঁর । তবে প্রথম ম্যাচে জয়ের পরে SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচই পাখির চোখ ৷ এবং তা গোপনে নেই ।

প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে হাবাস বলেছেন, "আমাদের মিডফিল্ড এবং আক্রমণভাগের উন্নতি প্রয়োজন । আমাদের প্রতিপক্ষ শিবিরের উপর চাপ বাড়াতে হবে । কেরালা দারুণ খেলেছে । কিন্তু আমরা তিন পয়েন্ট পেয়েছি । তাই দলের খেলায় আমি খুশি ।" জয় পেলেও অগোছালো ফুটবল নিয়ে সমালোচনা হয়েছে ৷ তাদের অভিযোগকে উড়িয়ে দেননি ATK মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার । বলছেন, "আটমাস পর মাঠে নেমে ভালো খেলা সব সময় কঠিন । তা সত্ত্বেও আমরা ভালো খেলেছি । এবার পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে । তা নিয়ে আমাদের ভাবনা শুরু হবে ।"

রয় কৃষ্ণ গোল করেছেন । তবে প্রথম ম্যাচে ডেভিড উইলিয়ামসকে প্রথম একাদশে রাখেননি । এই জুটি গত ISL-এ প্রতিপক্ষ শিবিরের ঘুম কেড়ে নিয়েছিল । হাবাস বলছেন, "গোয়ার এই আর্দ্রতায় 90 মিনিট খেলা কঠিন । সেই কারণে রয় কৃষ্ণর বদলি হিসেবে ডেভিড উইলিয়ামসকে রেখেছিলাম । তবে দুজনেই ভালো খেলেছে ৷" জয়ের আবহেও ATK মোহনবাগান শিবিরের কাঁটা মাইকেল সোসাইরাজের চোট । তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনও বোঝা যায়নি । হাবাস বলেছেন, "সোসাইরাজের চোটের অবস্থা জানতে আমাদের অপেক্ষা করতে হবে । এই অবস্থায় চোট পেয়ে মাঠের বাইরে থাকার অস্বস্তি সোসাইরাজেরও রয়েছে । রেফারির এই ঘটনায় ফাউল দেওয়া উচিত ছিল । কিন্তু খেলাটা চালিয়ে যেতে দিলেন সোসাইরাজের হাঁটুর চোটের বিনিময়ে । আমরা সমর্থন করব সোসাইরাজকে । পাশে থাকব । সুস্থ হওয়ার জন্য সময় দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.