ETV Bharat / sports

AFC Cup: দুবাইয়ে প্রস্তুতি সেরে উজবেকিস্তানে এটিকে মোহনবাগান - আন্তেনিও লোপেজ হাবাস

এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে উজবেকিস্তান রওনা দিল এটিকে মোহনবাগান ৷ ছ’দিন দুবাইতে অনুশীলনের পর আজ উজবেকিস্তান গেলেন হাবাসরা ৷ সেখানে আরও দু’দিনের অনুশীলন করে 22 সেপ্টেম্বর ম্যাচ খেলতে নামবেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা ৷

ATK Mohun Bagan leaves for Uzbekistan to play AFC Cup Inter-Zonal semifinal
দুবাইয়ে প্রস্তুতি সেরে উজবেকিস্তানে এটিকে মোহনবাগান
author img

By

Published : Sep 19, 2021, 6:23 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : ছ‘দিনের অনুশীলন শেষে দুবাই থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হল এটিকে মোহনবাগান ৷ এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনালে অংশ নিতে রওনা দিল আন্তেনিও লোপেজ হাবাসের দল । প্রতিপক্ষ উজবেকিস্তানের এফসি নাসাফের বিরুদ্ধে 22 সেপ্টেম্বর খেলতে নামবে এটিকে মোহনবাগান । ধারে ভারে উজবেকিস্তানের ক্লাবটি এগিয়ে থাকলেও প্রস্তুতিতে খামতি রাখতে রাজি নয় সবুজ মেরুন ব্রিগেড । উজবেকিস্তানের মাটিতে দু’দিন অনুশীলনের পরে প্রথম একাদশ বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ৷

শেষ ছ’দিনের প্র্যাকটিসে উইং প্লে এবং সেটপিসে জোর দিয়েছেন হাবাস ৷ নিজের প্রস্তুতির গোপন কথা সকলকে জানাতে পছন্দ করেন না এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ ৷ ফলে জনি কাউকো, প্রীতম কোটালদের অনুশীলন দেখার অনুমতি দেওয়া হয়নি ৷ তবে এফসি নাসাফের ম্যাচ বিশ্লেষণ করে হাবাস সেটপিসে এবং উইং দিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই কারণে প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশুতোষ মেহতা, লিস্টধ কোলাসোদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বুঝিয়েছেন টিম মিটিংয়ে ৷ কোচের দেওয়া বাড়তি দায়িত্ব বুঝে নিয়ে এটিকে মোহনবাগানের সাইড ব্যাক শুভাশিস জানিয়েছেন, তাঁরা ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ গত মরসুমে সবুজ মেরুন রক্ষণে সন্দেশ ঝিঙ্গান ছিলেন ৷ এবার তাঁর অনুপস্থিতির চাপ নিতে হবে কার্ল ম্যাকহিউদের ৷

আরও পড়ুন : Yuvraj Singh: ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের ছয় ছক্কার 14 বছর পূর্তি

উজবেকিস্তানে খেলতে যাওয়ার আগে শুভাশিস জানিয়েছেন, মালদ্বীপে কার্ল ম্যাগহিউ তিনটি ম্যাচ খেলেছেন ৷ কম সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়ে নির্ভরতা দেওয়ার ইঙ্গিত রয়েছে তাঁর খেলায় ৷ গত মরসুমে তিন স্টপার বা চার স্টপারে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁদের ৷ কোচ নাসাফের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে, তা ইতিমধ্যে বুঝিয়েছেন ৷ রক্ষণ মজবুত রাখতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করেন শুভাশিস ৷ গত ছ’দিনের অনুশীলনে দলের ফুটবলারদের উইং প্লের সঠিক প্রয়োগের কথা হাবাস বুঝিয়েছেন ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan : উজবেকিস্তানে সাফল্য পেতে হাবাসে আস্থা অমরিন্দরের

এএফসি কাপে খেলার অভিজ্ঞতা থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি শুভাশিস ৷ এবার সেই অধরা স্বপ্নপূরণ করতে চান তিনি ৷ কাউকো, প্রবীর দাস, সোসাইরাজের যোগদানে দলের শক্তি বেড়েছে বলে মনে করেন বাঙালি সাইডব্যাক ৷ নাসাফের বিরুদ্ধে জিততে পারলে এটিকে মোহনবাগানকে থামানো কঠিন হবে বলে মনে করেন তিনি ৷ দলের মধ্যে বোঝাপড়া এবং একাধিক ভাল ফুটবলারের একসঙ্গে খেলা এটিকের প্লাস পয়েন্ট ৷ কোচ হিসেবে হাবাসকে টানা পাওয়ায় দলের শক্তি বেড়েছে বলে মনে করেন। দলের খামতি নিয়ে কথা না বাড়িয়ে প্রতিপক্ষকে তা খুঁজে বের করতে বলেছেন শুভাশিস ৷

আরও পড়ুন : CFL : ডুরান্ডের পর কলকাতা লিগ, ভবানীপুরের বিরুদ্ধে হার মহমেডানের

কলকাতা, 19 সেপ্টেম্বর : ছ‘দিনের অনুশীলন শেষে দুবাই থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হল এটিকে মোহনবাগান ৷ এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনালে অংশ নিতে রওনা দিল আন্তেনিও লোপেজ হাবাসের দল । প্রতিপক্ষ উজবেকিস্তানের এফসি নাসাফের বিরুদ্ধে 22 সেপ্টেম্বর খেলতে নামবে এটিকে মোহনবাগান । ধারে ভারে উজবেকিস্তানের ক্লাবটি এগিয়ে থাকলেও প্রস্তুতিতে খামতি রাখতে রাজি নয় সবুজ মেরুন ব্রিগেড । উজবেকিস্তানের মাটিতে দু’দিন অনুশীলনের পরে প্রথম একাদশ বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ৷

শেষ ছ’দিনের প্র্যাকটিসে উইং প্লে এবং সেটপিসে জোর দিয়েছেন হাবাস ৷ নিজের প্রস্তুতির গোপন কথা সকলকে জানাতে পছন্দ করেন না এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ ৷ ফলে জনি কাউকো, প্রীতম কোটালদের অনুশীলন দেখার অনুমতি দেওয়া হয়নি ৷ তবে এফসি নাসাফের ম্যাচ বিশ্লেষণ করে হাবাস সেটপিসে এবং উইং দিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই কারণে প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশুতোষ মেহতা, লিস্টধ কোলাসোদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বুঝিয়েছেন টিম মিটিংয়ে ৷ কোচের দেওয়া বাড়তি দায়িত্ব বুঝে নিয়ে এটিকে মোহনবাগানের সাইড ব্যাক শুভাশিস জানিয়েছেন, তাঁরা ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ গত মরসুমে সবুজ মেরুন রক্ষণে সন্দেশ ঝিঙ্গান ছিলেন ৷ এবার তাঁর অনুপস্থিতির চাপ নিতে হবে কার্ল ম্যাকহিউদের ৷

আরও পড়ুন : Yuvraj Singh: ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের ছয় ছক্কার 14 বছর পূর্তি

উজবেকিস্তানে খেলতে যাওয়ার আগে শুভাশিস জানিয়েছেন, মালদ্বীপে কার্ল ম্যাগহিউ তিনটি ম্যাচ খেলেছেন ৷ কম সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়ে নির্ভরতা দেওয়ার ইঙ্গিত রয়েছে তাঁর খেলায় ৷ গত মরসুমে তিন স্টপার বা চার স্টপারে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁদের ৷ কোচ নাসাফের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে, তা ইতিমধ্যে বুঝিয়েছেন ৷ রক্ষণ মজবুত রাখতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করেন শুভাশিস ৷ গত ছ’দিনের অনুশীলনে দলের ফুটবলারদের উইং প্লের সঠিক প্রয়োগের কথা হাবাস বুঝিয়েছেন ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan : উজবেকিস্তানে সাফল্য পেতে হাবাসে আস্থা অমরিন্দরের

এএফসি কাপে খেলার অভিজ্ঞতা থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি শুভাশিস ৷ এবার সেই অধরা স্বপ্নপূরণ করতে চান তিনি ৷ কাউকো, প্রবীর দাস, সোসাইরাজের যোগদানে দলের শক্তি বেড়েছে বলে মনে করেন বাঙালি সাইডব্যাক ৷ নাসাফের বিরুদ্ধে জিততে পারলে এটিকে মোহনবাগানকে থামানো কঠিন হবে বলে মনে করেন তিনি ৷ দলের মধ্যে বোঝাপড়া এবং একাধিক ভাল ফুটবলারের একসঙ্গে খেলা এটিকের প্লাস পয়েন্ট ৷ কোচ হিসেবে হাবাসকে টানা পাওয়ায় দলের শক্তি বেড়েছে বলে মনে করেন। দলের খামতি নিয়ে কথা না বাড়িয়ে প্রতিপক্ষকে তা খুঁজে বের করতে বলেছেন শুভাশিস ৷

আরও পড়ুন : CFL : ডুরান্ডের পর কলকাতা লিগ, ভবানীপুরের বিরুদ্ধে হার মহমেডানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.