ETV Bharat / sports

AFC Cup : পিছিয়ে পড়ে ড্র, এএফসি কাপের শেষ চারে এটিকে মোহনবাগান

author img

By

Published : Aug 24, 2021, 7:03 PM IST

Updated : Aug 24, 2021, 8:20 PM IST

এএফসি কাপের (AFC Cup) সেমিফাইনালে উঠল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan FC) ৷ এদিন ম্যাচের প্রথমার্ধে মালদ্বীপের ম্যালে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন ৷ পরে গোল শোধ করে ম্যাচ ড্র করে ৷

এএফসি কাপের সেমিফাইনালে এটিকে মোহনবাগান
এএফসি কাপের সেমিফাইনালে এটিকে মোহনবাগান

কলকাতা, 24 অগস্ট : জোড়া জয়ের পরে একটি ড্র । এএফসি কাপের (AFC Cup) পরের পর্বে যাওয়ার জন্য যতটুকু করার দরকার ছিল তা করেই বাজিমাত এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan FC) । মালদ্বীপের ম্যালে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পিছিয়ে থেকে 1-1 গোলে ড্র সবুজ-মেরুনের । বসুন্ধরা কিংসের হয়ে গোলদাতা ফার্নান্ডেজ, সবুজ মেরুনের গোল ডেভিড উইলিয়ামসের । সাত পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে শীর্ষে থেকে ইন্টার জোনাল সেমিফাইনালে মেরিনার্সরা । একই সঙ্গে 2016 সালের রেকর্ড ছুঁয়ে ফেললেন রয় কৃষ্ণরা । পরের পর্বে সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পরের পর্বে খেলতে হবে এটিকে মোহনবাগানকে ।

কার্ড সমস্যায় হুগো বুমোস ছিলেন না । তাঁর অনুপস্থিতিতে খেলা তৈরির লোকের যে অভাবে রয়েছে তা এটিকে মোহনবাগানের পুরো নব্বই মিনিটের খেলাতেই স্পষ্ট । তবুও দিনের শেষে কাজের কাজটি হাবাসের ছেলেরা করতে সফল ৷ কারণ সুশান্ত ত্রিপুরার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় বসুন্ধরা কিংসের দশজন হয়ে যাওয়া এবং দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন মাঝ মাঠে প্রত্যাশিত ছন্দময় ফুটবল । 27 মিনিটে ফার্নান্ডেজের জোরালো গড়ানো শটে এগিয়ে গিয়েছিল বসুন্ধরা । পরের পর্বের ছাড়পত্রের জন্য অস্কার ব্রুজোর দলের কাছে জয় ছাড়া অন্যপথ খোলা ছিল না । ফলে প্রথম থেকে আক্রমণের তেজ বাড়িয়ে খেলার রাশ তুলে নিয়েছিল বাংলাদেশের ক্লাব দলটি । প্রতিপক্ষের চাপের সামনে এই সময় কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় সবুজ-মেরুন । তা সত্ত্বেও রয় কৃষ্ণের থেকে পাস পেয়ে ডেভিড উইলিয়ামস গোলের মুখ খুলে ফেলেছিলেন । কিন্তু তাঁর বাড়ানো বল ফাঁকা গোলে ঠেলতে ব্যর্থ হন লিস্টন কোলাসো । দিনের সহজতম সুযোগ নষ্টের প্রায়শ্চিত্ত ভারতীয় ফুটবলারটি করলেন দ্বিতীয়ার্ধে ডেভিড উইলিয়ামসকে দিয়ে গোল করিয়ে ।

বিরতির পরের পঁয়তাল্লিশ মিনিট দশজনের প্রতিপক্ষকে পেয়ে আক্রমণের কৌশলে বদল করেন হাবাস । ডেভিড উইলিয়ামসকে পিছিয়ে দিয়ে মনবীর সিং এবং লিস্টন কোলাসোকে দুই প্রান্ত ধরে আক্রমণ করার নির্দেশ দেন সবুজ-মেরুনের হেডস্যার । ফলস্বরূপ প্রথমার্ধের অগোছালো ভাব কেটে গিয়ে রয় কৃষ্ণদের খেলায় প্রত্যাশিত ছন্দ কিছুটা হলেও ফিরে আসে, যা সামলানো বসুন্ধরা কিংসের পক্ষে সহজ হয়নি । ফার্নান্ডেজ এবং রবিনহো আক্রমণ হানার চেষ্টা করলেও তা সবুজ-মেরুনের রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না । মালদ্বীপে অপরাজিত এটিকে মোহনবাগান ।

মাত্র দুই সপ্তাহের অনুশীলনে এএফসি কাপের মঞ্চে সাফল্য পেয়ে হাবাস খুশি । বিশেষ করে পরপর দুই ম্যাচে পিছিয়ে পড়েও সাফল্য ছিনিয়ে নিয়ে আসার জন্য দলের আগ্রাসী মনোভাবকে কৃতিত্ব দিচ্ছেন সবুজ-মেরুন হেডস্যার ।

আরও পড়ুন : ATK MB vs Bashundhara Kings : ড্র হলেও পরের পর্বে, জয় ছাড়া ভাবছেন না মোহনবাগান কোচ

কলকাতা, 24 অগস্ট : জোড়া জয়ের পরে একটি ড্র । এএফসি কাপের (AFC Cup) পরের পর্বে যাওয়ার জন্য যতটুকু করার দরকার ছিল তা করেই বাজিমাত এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan FC) । মালদ্বীপের ম্যালে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পিছিয়ে থেকে 1-1 গোলে ড্র সবুজ-মেরুনের । বসুন্ধরা কিংসের হয়ে গোলদাতা ফার্নান্ডেজ, সবুজ মেরুনের গোল ডেভিড উইলিয়ামসের । সাত পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে শীর্ষে থেকে ইন্টার জোনাল সেমিফাইনালে মেরিনার্সরা । একই সঙ্গে 2016 সালের রেকর্ড ছুঁয়ে ফেললেন রয় কৃষ্ণরা । পরের পর্বে সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পরের পর্বে খেলতে হবে এটিকে মোহনবাগানকে ।

কার্ড সমস্যায় হুগো বুমোস ছিলেন না । তাঁর অনুপস্থিতিতে খেলা তৈরির লোকের যে অভাবে রয়েছে তা এটিকে মোহনবাগানের পুরো নব্বই মিনিটের খেলাতেই স্পষ্ট । তবুও দিনের শেষে কাজের কাজটি হাবাসের ছেলেরা করতে সফল ৷ কারণ সুশান্ত ত্রিপুরার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় বসুন্ধরা কিংসের দশজন হয়ে যাওয়া এবং দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন মাঝ মাঠে প্রত্যাশিত ছন্দময় ফুটবল । 27 মিনিটে ফার্নান্ডেজের জোরালো গড়ানো শটে এগিয়ে গিয়েছিল বসুন্ধরা । পরের পর্বের ছাড়পত্রের জন্য অস্কার ব্রুজোর দলের কাছে জয় ছাড়া অন্যপথ খোলা ছিল না । ফলে প্রথম থেকে আক্রমণের তেজ বাড়িয়ে খেলার রাশ তুলে নিয়েছিল বাংলাদেশের ক্লাব দলটি । প্রতিপক্ষের চাপের সামনে এই সময় কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় সবুজ-মেরুন । তা সত্ত্বেও রয় কৃষ্ণের থেকে পাস পেয়ে ডেভিড উইলিয়ামস গোলের মুখ খুলে ফেলেছিলেন । কিন্তু তাঁর বাড়ানো বল ফাঁকা গোলে ঠেলতে ব্যর্থ হন লিস্টন কোলাসো । দিনের সহজতম সুযোগ নষ্টের প্রায়শ্চিত্ত ভারতীয় ফুটবলারটি করলেন দ্বিতীয়ার্ধে ডেভিড উইলিয়ামসকে দিয়ে গোল করিয়ে ।

বিরতির পরের পঁয়তাল্লিশ মিনিট দশজনের প্রতিপক্ষকে পেয়ে আক্রমণের কৌশলে বদল করেন হাবাস । ডেভিড উইলিয়ামসকে পিছিয়ে দিয়ে মনবীর সিং এবং লিস্টন কোলাসোকে দুই প্রান্ত ধরে আক্রমণ করার নির্দেশ দেন সবুজ-মেরুনের হেডস্যার । ফলস্বরূপ প্রথমার্ধের অগোছালো ভাব কেটে গিয়ে রয় কৃষ্ণদের খেলায় প্রত্যাশিত ছন্দ কিছুটা হলেও ফিরে আসে, যা সামলানো বসুন্ধরা কিংসের পক্ষে সহজ হয়নি । ফার্নান্ডেজ এবং রবিনহো আক্রমণ হানার চেষ্টা করলেও তা সবুজ-মেরুনের রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না । মালদ্বীপে অপরাজিত এটিকে মোহনবাগান ।

মাত্র দুই সপ্তাহের অনুশীলনে এএফসি কাপের মঞ্চে সাফল্য পেয়ে হাবাস খুশি । বিশেষ করে পরপর দুই ম্যাচে পিছিয়ে পড়েও সাফল্য ছিনিয়ে নিয়ে আসার জন্য দলের আগ্রাসী মনোভাবকে কৃতিত্ব দিচ্ছেন সবুজ-মেরুন হেডস্যার ।

আরও পড়ুন : ATK MB vs Bashundhara Kings : ড্র হলেও পরের পর্বে, জয় ছাড়া ভাবছেন না মোহনবাগান কোচ

Last Updated : Aug 24, 2021, 8:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.