ETV Bharat / sports

ATK Mohun Bagan in ISL : বেঙ্গালুরু ম্যাচেই ফের জয়ের সরণীতে ফিরতে মরিয়া হাবাস-বাহিনী - Mohun Bagan eyes to win against Bengaluru FC

পরপর তিন ম্যাচে জয় নেই ৷ চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও দল পয়েন্ট ভাগ করায় হতাশ সবুজ-মেরুন কোচ হাবাস (Habas disappointed to share point against Chennaiyin FC)।

Mohun Bagan in ISL
জয়ের সরণীতে ফিরতে মরিয়া হাবাস-বাহিনী
author img

By

Published : Dec 15, 2021, 11:58 AM IST

পানাজি, 15 ডিসেম্বর : ডার্বির পরে তিন ম্যাচে জয় নেই, লন্ডভন্ড হাবাসের সাজানো বাগান । মুম্বই সিটি এফসি-র পরে জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও হারতে হয়েছে হাবাসের ছেলেদের । জয় আসেনি চেন্নাইয়ান এফসির বিরুদ্ধেও (ATK Mohun Bagan shares point against Chennaiyin FC)। ৷ চলতি আইএসএলে একেবারেই ছন্দে নেই গতবারের রানার্সরা ৷ পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ছয় নম্বরে এটিকে মোহনবাগান ।

প্রথম থেকে দলে না থাকলেও চোট সারিয়ে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে মাঠে ফিরেছিলেন তিরি । রক্ষণ অটুট রাখতে ব্যর্থ তিরিও । পাঁচ ম্যাচে একবারই মাত্র ক্লিন সিট রাখতে পেরেছে এটিকে মোহনবাগান । মুম্বই সিটি এফসি-র কাছে পাঁচ গোল খেতে হয়েছে হাবাসের দলকে । আইএসএলে এর আগে এত বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েননি বাগানের স্পেনীয় কোচ । জামসেদপুর এফসি-র বিরুদ্ধে 2-1 ব্যবধানে হেরেছে গঙ্গাপাড়ের ক্লাব ।

নজর কাড়তে ব্যর্থ বাগানের মিডফিল্ডাররাও । পাঁচ ম্যাচে মাত্র 47টি ক্রস করেছেন এটিকে মোহনবাগান মিডফিল্ডাররা । যা চলতি মরশুমের দ্বিতীয় সর্বনিম্ন । পাসিংয়েও অপেশাদারিত্বের ছাপ ৷ এখনও অবধি 1578টি ঠিকঠাক পাস খেলতে পেরেছে রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোরা ।

আরও পড়ুন : জেতার মত খেলতে পারছে না দল, হতাশ লাল-হলুদ কোচ

বৃহস্পতিবার দল নামবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে । ছয় ম্যাচে চার পয়েন্ট পেয়ে নয় নম্বরে থাকা সুনীল ছেত্রীর দল কিছুটা সহজ প্রতিপক্ষ । তাদের হারিয়ে ছন্দে ফেরার চেষ্টায় হাবাসের দল (Mohun Bagan eyes to win against Bengaluru FC) । এই মুহূর্তে তিনটি গোল করে লিস্টন দলের সর্বোচ্চ গোল স্কোরার, কৃষ্ণা করেছেন দু'টি গোল । বেঙ্গালুরু ম্যাচেও তাদের দিকেই তাকিয়ে বাগান ৷

পানাজি, 15 ডিসেম্বর : ডার্বির পরে তিন ম্যাচে জয় নেই, লন্ডভন্ড হাবাসের সাজানো বাগান । মুম্বই সিটি এফসি-র পরে জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও হারতে হয়েছে হাবাসের ছেলেদের । জয় আসেনি চেন্নাইয়ান এফসির বিরুদ্ধেও (ATK Mohun Bagan shares point against Chennaiyin FC)। ৷ চলতি আইএসএলে একেবারেই ছন্দে নেই গতবারের রানার্সরা ৷ পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ছয় নম্বরে এটিকে মোহনবাগান ।

প্রথম থেকে দলে না থাকলেও চোট সারিয়ে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে মাঠে ফিরেছিলেন তিরি । রক্ষণ অটুট রাখতে ব্যর্থ তিরিও । পাঁচ ম্যাচে একবারই মাত্র ক্লিন সিট রাখতে পেরেছে এটিকে মোহনবাগান । মুম্বই সিটি এফসি-র কাছে পাঁচ গোল খেতে হয়েছে হাবাসের দলকে । আইএসএলে এর আগে এত বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েননি বাগানের স্পেনীয় কোচ । জামসেদপুর এফসি-র বিরুদ্ধে 2-1 ব্যবধানে হেরেছে গঙ্গাপাড়ের ক্লাব ।

নজর কাড়তে ব্যর্থ বাগানের মিডফিল্ডাররাও । পাঁচ ম্যাচে মাত্র 47টি ক্রস করেছেন এটিকে মোহনবাগান মিডফিল্ডাররা । যা চলতি মরশুমের দ্বিতীয় সর্বনিম্ন । পাসিংয়েও অপেশাদারিত্বের ছাপ ৷ এখনও অবধি 1578টি ঠিকঠাক পাস খেলতে পেরেছে রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোরা ।

আরও পড়ুন : জেতার মত খেলতে পারছে না দল, হতাশ লাল-হলুদ কোচ

বৃহস্পতিবার দল নামবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে । ছয় ম্যাচে চার পয়েন্ট পেয়ে নয় নম্বরে থাকা সুনীল ছেত্রীর দল কিছুটা সহজ প্রতিপক্ষ । তাদের হারিয়ে ছন্দে ফেরার চেষ্টায় হাবাসের দল (Mohun Bagan eyes to win against Bengaluru FC) । এই মুহূর্তে তিনটি গোল করে লিস্টন দলের সর্বোচ্চ গোল স্কোরার, কৃষ্ণা করেছেন দু'টি গোল । বেঙ্গালুরু ম্যাচেও তাদের দিকেই তাকিয়ে বাগান ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.