ETV Bharat / sports

AFC Cup : জয়ের রাস্তা গড়লেন হুগো বুমোস, নক আউটে প্রায় নিশ্চিত এটিকে মোহনবাগান - মাজিয়াকে হারাল এটিকে মোহনবাগান

মাজিয়াকে হারানোর ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে গোল করলেন লিস্টন কোলাসো, রয় কৃষ্ণ এবং মনবীর সিং । মাজিয়া এফসি-র হয়ে গোল ইব্রাহিম আইসামের ।

atk
atk
author img

By

Published : Aug 22, 2021, 6:30 AM IST

মালদ্বীপ, 22 অগস্ট : একা কৃষ্ণতে রক্ষা নেই, হুগো বুমোস দোসর । ফরাসি মিডফিল্ডার এবং ফিজিয়ান স্ট্রাইকারের দাপটে মাজিয়া এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও 3-1 গোলে জয় পেল এটিকে মোহনবাগান । লিস্টন কোলাসো এবং মনবীর সিং জয়ের পার্শ্ব নায়ক ।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের আত্মবিশ্বাসী ফুটবলের ঝলক মাজিয়া এফসির বিরুদ্ধে শুরুতে দেখা যায়নি । হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে হুগো বুমোসকে প্রথম একাদশে রাখেননি কোচ আন্তেনিও লোপেজ হাবাস । তাঁর অনুপস্থিতিতে এটিকে মোহনবাগানের মাঝমাঠের খেলার প্রত্যাশিত জমাট ভাবটা দেখা যায়নি । দ্বিতীয়ার্ধে তিনি নামলেন এবং নিয়ন্ত্রক হয়ে উঠলেন । ফলস্বরূপ এএফসি কাপে টানা দুই ম্যাচে জয় পেল সবুজ মেরুন বাহিনী । মাজিয়াকে হারানোর ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে গোল করলেন লিস্টন কোলাসো, রয় কৃষ্ণ এবং মনবীর সিং । মাজিয়া এফসি-র হয়ে গোল ইব্রাহিম আইসামের ।

প্রথম ম্যাচে হারের ধাক্কা সরিয়ে মাজিয়া এফসি সবুজ মেরুনের বিরুদ্ধে জ্বলে উঠতে চেয়েছিল । তারই ফলশ্রুতিতে করোনিয়িসের পাস থেকে ইব্রাহিম আইসামের গোল ৷ ম্যাচের বয়স তখন 25 মিনিট । এরপর আরও একটি গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল মাজিয়া । এইসময় এটিকে মোহনবাগানকে চূড়ান্ত অগোছালো দেখিয়েছে । ফলে ম্যাচের নিয়ন্ত্রণ সহজেই নিজেদের দখলে নিয়েছিল মালদ্বীপের ক্লাব দলটি । দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের কোচ হাবাস হুগো বুমোসকে মাঠে নামান । তার এই চালেই ব্যাকফুটে চলে যায় মাজিয়া ।

আরও পড়ুন : Sandesh Jhingan : এটিকে মোহনবাগান ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ সন্দেশ

তার আগে 47 মিনিটে পরিবর্ত আশুতোষ গাইকোয়াড়ের সেন্টার থেকে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান লিস্টন কোলাসো । সমতায় ফেরার পরে সবুজ মেরুনের দাপট বাড়তে থাকে । এই সময় হুগো বুমোসের অর্ন্তভুক্তিতে মাঝমাঠের অগোছালো ভাবটা কেটে যায় । তাঁর পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন রয় কৃষ্ণ । ছিয়াত্তর মিনিটে ফের হুগো বুমোসের পাস থেকে দলের তিন নম্বর গোল মনবীর সিংয়ের । টানা পরাজয় এড়াতে বেশ কয়েকবার এটিকে মোহনবাগানের রক্ষণে মাজিয়া আক্রমণ হেনেছিল । কিন্তু সবুজ মেরুন রক্ষণ ভাঙতে পারেনি । এই জয়ের ফলে এএফসি কাপের নক আউটের পথ প্রায় নিশ্চিত করে ফেলল এটিকে মোহনবাগান । কারণ মঙ্গলবার বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পরাজিত না হলেই রয় কৃষ্ণরা পরের পর্বে যাওয়া নিশ্চিত করে ফেলবে ।

মালদ্বীপ, 22 অগস্ট : একা কৃষ্ণতে রক্ষা নেই, হুগো বুমোস দোসর । ফরাসি মিডফিল্ডার এবং ফিজিয়ান স্ট্রাইকারের দাপটে মাজিয়া এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও 3-1 গোলে জয় পেল এটিকে মোহনবাগান । লিস্টন কোলাসো এবং মনবীর সিং জয়ের পার্শ্ব নায়ক ।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের আত্মবিশ্বাসী ফুটবলের ঝলক মাজিয়া এফসির বিরুদ্ধে শুরুতে দেখা যায়নি । হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে হুগো বুমোসকে প্রথম একাদশে রাখেননি কোচ আন্তেনিও লোপেজ হাবাস । তাঁর অনুপস্থিতিতে এটিকে মোহনবাগানের মাঝমাঠের খেলার প্রত্যাশিত জমাট ভাবটা দেখা যায়নি । দ্বিতীয়ার্ধে তিনি নামলেন এবং নিয়ন্ত্রক হয়ে উঠলেন । ফলস্বরূপ এএফসি কাপে টানা দুই ম্যাচে জয় পেল সবুজ মেরুন বাহিনী । মাজিয়াকে হারানোর ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে গোল করলেন লিস্টন কোলাসো, রয় কৃষ্ণ এবং মনবীর সিং । মাজিয়া এফসি-র হয়ে গোল ইব্রাহিম আইসামের ।

প্রথম ম্যাচে হারের ধাক্কা সরিয়ে মাজিয়া এফসি সবুজ মেরুনের বিরুদ্ধে জ্বলে উঠতে চেয়েছিল । তারই ফলশ্রুতিতে করোনিয়িসের পাস থেকে ইব্রাহিম আইসামের গোল ৷ ম্যাচের বয়স তখন 25 মিনিট । এরপর আরও একটি গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল মাজিয়া । এইসময় এটিকে মোহনবাগানকে চূড়ান্ত অগোছালো দেখিয়েছে । ফলে ম্যাচের নিয়ন্ত্রণ সহজেই নিজেদের দখলে নিয়েছিল মালদ্বীপের ক্লাব দলটি । দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের কোচ হাবাস হুগো বুমোসকে মাঠে নামান । তার এই চালেই ব্যাকফুটে চলে যায় মাজিয়া ।

আরও পড়ুন : Sandesh Jhingan : এটিকে মোহনবাগান ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ সন্দেশ

তার আগে 47 মিনিটে পরিবর্ত আশুতোষ গাইকোয়াড়ের সেন্টার থেকে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান লিস্টন কোলাসো । সমতায় ফেরার পরে সবুজ মেরুনের দাপট বাড়তে থাকে । এই সময় হুগো বুমোসের অর্ন্তভুক্তিতে মাঝমাঠের অগোছালো ভাবটা কেটে যায় । তাঁর পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন রয় কৃষ্ণ । ছিয়াত্তর মিনিটে ফের হুগো বুমোসের পাস থেকে দলের তিন নম্বর গোল মনবীর সিংয়ের । টানা পরাজয় এড়াতে বেশ কয়েকবার এটিকে মোহনবাগানের রক্ষণে মাজিয়া আক্রমণ হেনেছিল । কিন্তু সবুজ মেরুন রক্ষণ ভাঙতে পারেনি । এই জয়ের ফলে এএফসি কাপের নক আউটের পথ প্রায় নিশ্চিত করে ফেলল এটিকে মোহনবাগান । কারণ মঙ্গলবার বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পরাজিত না হলেই রয় কৃষ্ণরা পরের পর্বে যাওয়া নিশ্চিত করে ফেলবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.