ফতোরদা, 21 ডিসেম্বর : সরকারিভাবে দায়িত্ব নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে সবুজ মেরুন ডাগ-আউটে জুয়ান ফেরান্দো। পূর্বতন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়েই মেরিনার্সদের জয়ের সরণিতে ফেরালেন নতুন হেডস্যার। নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-2 গোলে হারিয়ে 11 পয়েন্ট নিয়ে ফের প্রথম চারের দৌড়ে চলে এল বাগান (ATK Mohun Bagan beat North East United on Juan Ferrando debut)।
এটিকে মোহনবাগানের হয়ে জোড়া গোল ফরাসি মিডফিল্ডার হুগো বুমোসের (Hugo Boumous scores twice for ATK Mohun Bagan) ৷ একটি গোল লিস্টন কোলাসোর ৷ আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যে দৃষ্টিনন্দন ফুটবলে বিশ্বাসী জুয়ান ফেরান্দো। নাটকীয়ভাবে 24ঘণ্টা আগে দলের দায়িত্ব নিয়ে তিনি নিজের ফুটবল দর্শন মনবীর-কোলাসোদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন, তা বলা যাবে না। তবে পাসিং ফুটবলে প্রতিপক্ষকে দিগভ্রষ্ট করার যে নির্দেশ ফেরান্দো দিয়েছিলেন, তাতে সফল তিনি। এদিন বাগানে পাসিং ফুটবলের ব্যাটন ছিল বুমোসের পায়ে। ফরাসি মিডফিল্ডার বেশ কয়েকটি ম্যাচ পর চেনা ছন্দে নিজেকে মেলে ধরলেন এদিন। আর তাতেই লন্ডভন্ড বাগানে 'শ্রী' ফিরল।
যদিও ম্যাচের দু'মিনিটের মাথায় কর্নারে মাথা ছুঁইয়ে নর্থ ইস্টকে এগিয়ে দিয়েছিলেন মোহনবাগানের প্রাক্তনী ভিপি সুহের। কলকাতা ময়দানে দুই প্রধানের জার্সিতে নজর কাড়তে ব্যর্থ কেরল ফরোয়ার্ড আইএসএল মঞ্চে নজর কাড়ছেন ভালই। শুরুতেই পিছিয়ে পড়ে থমকে না গিয়ে প্রতি-আক্রমণে খালিদ জামিলের দলকে ব্যাকফুটে ঠেলে দেয় মেরিনার্সরা। 47 মিনিটে রয় কৃষ্ণার সেন্টারে বুদ্ধিদীপ্ত হেডে বাগানকে সমতায় ফেরান লিস্টন কোলাসো। তার আগে অন্তত দু'টো সহজ সুযোগ নষ্ট করেন সবুজ মেরুনের মনবীর সিং, রয় কৃষ্ণা।
আরও পড়ুন : ISL Kolkata Derby : আইএসএলে ফিরতি ডার্বি 29 জানুয়ারি
দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার রাশ খালিদ জামিলের ছেলেরা দখলে নিলেও তা স্থায়ী হয়নি ৷ 53 মিনিটে শুভাশিস বসুর পাস থেকে দলকে এগিয়ে দেন ম্যাচের সেরা হুগো বুমোস। 75 মিনিটে পরিবর্ত ফুটবলার জনি কাউকোর ডিফেন্স চেরা পাস থেকে দলের তিন নম্বর গোলটিও তাঁর। শেষবেলায় মাসুদ শেরিফ নর্থ ইস্টের হয়ে ব্যবধান কমালেও জিতেই মাঠ ছাড়ে এটিকে মোহনবাগান। জিতলেও রক্ষণের বেহাল দশা সবুজ-মেরুনের নতুন হেডস্যারের চিন্তা