ETV Bharat / sports

হাবাসই নতুন মরশুমের কোচ, কিবু ভিকুনা নিয়ে কৌশলী ATK

author img

By

Published : Mar 15, 2020, 3:39 PM IST

Updated : Mar 15, 2020, 4:24 PM IST

সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, তাঁরা ফুটবল দল চালনা করতে গিয়ে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলেছেন । গত 2 বছরের ভুল শুধরে তারা এই বছর সফল হয়েছেন ।

atk in kolkata after won isl trophy
হাবাসই নতুন মরসুমের কোচ, কিবু ভিকুনা নিয়ে কৌশলী ATK

কলকাতা, 15 মার্চ : ISL ট্রফি জেতার 24 ঘণ্টার মধ্যে শহরে পা ATK-র । রবিবার দুপুরে পুরো দল নিয়ে ট্রফি প্রদর্শন ও ফুটবলারদের সংবর্ধিত করার ব্যবস্থা করা হয়েছিল । সেখানে চলতি মরশুমের সেরা হওয়ার আনন্দের পাশাপাশি নতুন মরশুমে কীভাবে তারা চলতে চান তার ইঙ্গিত দিলেন ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ।

তৃতীয়বার ISL চ্যাম্পিয়ন ATK ৷ গতকাল চেন্নাই FC-কে 3-1 গোলে হারিয়ে ISL ট্রফি ঘরে তোলে হাবাসের দল ৷ ট্রফি জয়ের 24 ঘণ্টার মধ্যে আজ শহরে পৌঁছল ATK ৷ কোচসহ ফুটবলারদের সংবর্ধনার ব্যবস্থা করা হয় আজ ৷ সংবর্ধনা মঞ্চ থেকে ATK-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বললেন, ‘‘মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন । নতুন মরশুমে দুটো ট্রফি ক্যাবিনেটে থাকার গৌরব নিয়ে মাঠে নামছি । তবে লক্ষ্য বাড়িয়ে সামনে তাকাতে চাই । ঐতিহ্য এবং বাস্তব পরিস্থিতির ভারসাম্য নিয়ে ATK-মোহনবাগান চলবে ৷’’

শহরে সংবর্ধিত ATK

আরও পড়ুন : জাভির জোড়া গোলে তৃতীয় বার ISL জয়ী ATK

আন্তোনিও হাবাসের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি মোহনবাগানের কোচ কিবু ভিকুনার কৃতিত্বের তারিফ করেছেন সঞ্জীব গোয়েঙ্কা । তবে সবুজ-মেরুন কোচ নতুন মরশুমে দলের সঙ্গে কীভাবে যুক্ত থাকতে পারেন তার কোনও ইঙ্গিত তিনি দেননি । ATK কর্ণধার বলেন, ‘‘দু’টো দলের পথচলা সবে শুরু হতে চলেছে । কয়েকমাসের মধ্যে পুরো বিষয়টি বোর্ড অব ডিরেক্টরে আলোচনা হবে এবং সেখানে নেওয়া সিদ্ধান্তে দল চলবে । তাই হাবাসের ব্রিগেডের নতুন কেউ যোগ দেবেন কি না তা এখনই বলা সম্ভব নয় । নতুন ক্লাবের অংশীদারিত্ব মাত্র 20 শতাংশ মোহনবাগানের হাতে থাকলেও তাদের মত স্বাগত ।’’

পাশাপাশি তিনি জানান, ফুটবল দল চালনা করতে গিয়ে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলেছেন তাঁরা । গত দু’বছরের ভুল শুধরে তাঁরা এবছর সফল হয়েছেন । এবারের ভুল শুধরে নতুন বছর নতুন ভাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে ঝাঁপাবেন । সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ঐতিহ্য ও বাস্তবের ভারসাম্য রক্ষা করে চলতে হবে । মোহনবাগানের আবেগ রক্ষা কীভাবে করতে হয় তিনি জানেন । তবে দল চালাতে সেরা ফুটবলাররা জায়গা পাবেন তা বুঝিয়ে দিয়েছেন তিনি । তাই জয়ের আনন্দের আবহে বাস্তবতাও বুঝিয়ে দিচ্ছেন ATK কর্ণধার । তা মোহনবাগানের পক্ষে ভালো না খারাপ, তা সময় বলবে ।

কলকাতা, 15 মার্চ : ISL ট্রফি জেতার 24 ঘণ্টার মধ্যে শহরে পা ATK-র । রবিবার দুপুরে পুরো দল নিয়ে ট্রফি প্রদর্শন ও ফুটবলারদের সংবর্ধিত করার ব্যবস্থা করা হয়েছিল । সেখানে চলতি মরশুমের সেরা হওয়ার আনন্দের পাশাপাশি নতুন মরশুমে কীভাবে তারা চলতে চান তার ইঙ্গিত দিলেন ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ।

তৃতীয়বার ISL চ্যাম্পিয়ন ATK ৷ গতকাল চেন্নাই FC-কে 3-1 গোলে হারিয়ে ISL ট্রফি ঘরে তোলে হাবাসের দল ৷ ট্রফি জয়ের 24 ঘণ্টার মধ্যে আজ শহরে পৌঁছল ATK ৷ কোচসহ ফুটবলারদের সংবর্ধনার ব্যবস্থা করা হয় আজ ৷ সংবর্ধনা মঞ্চ থেকে ATK-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বললেন, ‘‘মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন । নতুন মরশুমে দুটো ট্রফি ক্যাবিনেটে থাকার গৌরব নিয়ে মাঠে নামছি । তবে লক্ষ্য বাড়িয়ে সামনে তাকাতে চাই । ঐতিহ্য এবং বাস্তব পরিস্থিতির ভারসাম্য নিয়ে ATK-মোহনবাগান চলবে ৷’’

শহরে সংবর্ধিত ATK

আরও পড়ুন : জাভির জোড়া গোলে তৃতীয় বার ISL জয়ী ATK

আন্তোনিও হাবাসের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি মোহনবাগানের কোচ কিবু ভিকুনার কৃতিত্বের তারিফ করেছেন সঞ্জীব গোয়েঙ্কা । তবে সবুজ-মেরুন কোচ নতুন মরশুমে দলের সঙ্গে কীভাবে যুক্ত থাকতে পারেন তার কোনও ইঙ্গিত তিনি দেননি । ATK কর্ণধার বলেন, ‘‘দু’টো দলের পথচলা সবে শুরু হতে চলেছে । কয়েকমাসের মধ্যে পুরো বিষয়টি বোর্ড অব ডিরেক্টরে আলোচনা হবে এবং সেখানে নেওয়া সিদ্ধান্তে দল চলবে । তাই হাবাসের ব্রিগেডের নতুন কেউ যোগ দেবেন কি না তা এখনই বলা সম্ভব নয় । নতুন ক্লাবের অংশীদারিত্ব মাত্র 20 শতাংশ মোহনবাগানের হাতে থাকলেও তাদের মত স্বাগত ।’’

পাশাপাশি তিনি জানান, ফুটবল দল চালনা করতে গিয়ে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলেছেন তাঁরা । গত দু’বছরের ভুল শুধরে তাঁরা এবছর সফল হয়েছেন । এবারের ভুল শুধরে নতুন বছর নতুন ভাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে ঝাঁপাবেন । সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ঐতিহ্য ও বাস্তবের ভারসাম্য রক্ষা করে চলতে হবে । মোহনবাগানের আবেগ রক্ষা কীভাবে করতে হয় তিনি জানেন । তবে দল চালাতে সেরা ফুটবলাররা জায়গা পাবেন তা বুঝিয়ে দিয়েছেন তিনি । তাই জয়ের আনন্দের আবহে বাস্তবতাও বুঝিয়ে দিচ্ছেন ATK কর্ণধার । তা মোহনবাগানের পক্ষে ভালো না খারাপ, তা সময় বলবে ।

Last Updated : Mar 15, 2020, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.