কলকাতা, 7 মার্চ : ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে ISL ফাইনালের টিকিট পাওয়ার মধ্যেই বদলার স্বাদ পাওয়া যাবে বলে মনে করছে ATK । কোচ আন্তেনিও লোপেজ হাবাস বলছেন, প্রথম লিগ সেমিফাইনালে এক গোলে জয় বেঙ্গালুরুকে এগিয়ে রাখবে । তবে তাঁরা কঠিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি । এবং প্রয়োজনীয় ব্যবধানে হারিয়ে ISL ফাইনালে যেতে চান । তাই রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ATK বনাম বেঙ্গালুরু FC ম্যাচ ফাইনালের আগেই ফাইনাল বলা চলে ।
রয় কৃষ্ণা, এডু গার্সিয়া, ডেভিড উইলিয়ামস ATK-র আক্রমণের প্রাণ ভোমরা । চলতি ISL-এ ATK-র দাপট এই তিনের দুরন্ত পারফরম্যান্সের ফসল । পাশাপাশি প্রবীর দাস এবং সোসাইরাজ়ের ভালো খেলা প্রতিপক্ষের চিন্তা বাড়ায় । গ্রুপ লিগে যুবভারতী ক্রীড়াঙ্গনে সুনীলদের হারিয়ে ছিল ATK ৷ তবে নক-আউট পর্বে সেই ম্যাচের কথা বলে আত্মতুষ্ট হতে নারাজ দু'বারের চ্যাম্পিয়নরা । বরং নতুনভাবে স্ট্যান্স নিতে চান হাবাস । প্রথম লিগ সেমিফাইনালে ATK-র যাবতীয় আক্রমণ বেঙ্গালুরু রক্ষণের ভিড়ে হারিয়ে গেছিল । সুনীল ছেত্রীরা এক গোলে জিতে কলকাতায় খেলতে এসেছেন । ফলে, প্রতিপক্ষের লকগেট খোলার যাবতীয় দায় বেশি করে ATK-র উপর । অরিন্দম ভট্টাচার্য, ডেভিড উইলিয়ামসকে পাশে নিয়ে হাবাস বলছেন, ‘‘আমার কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ । ম্যাচ জিতে ফাইনালে যাওয়া "পাখির চোখ" আমাদের । কোচ হিসেবে দলকে তৈরি করেছি । দ্রুত গোল করার কথা যেমন মাথায় রাখতে হবে, তেমনই গোল হজম করা চলবে না ।’’
প্রতিপক্ষ কোচের প্রস্তুতির ওয়ান লাইনার জানেন বেঙ্গালুরু FC কোচ কার্লেস কুয়ার্দ । ‘‘কঠিন ম্যাচ অপেক্ষা করছে । ATK শেষ দু'বছর প্লে অফে যেতে পারেনি । অন্যদিকে আমাদের সামনে টানা তিনবার ISL ফাইনালে যাওয়ার সুযোগ ৷’’ বললেন সুনীল, গুরপ্রীত, হরমনজিৎ খাবরাদের হেডস্যার ।
সুনীল ছেত্রীর সঙ্গে এরিক পারতালুর উপস্থিতি ATK-র চিন্তা বাড়িয়েছে । নিশুকুমার কার্ড সমস্যায় খেলতে পারবেন না । তাঁর বদলে বিকল্প তৈরি, বলছেন বেঙ্গালুরু FC-র কোচ । জিতলে হবে না ব্যবধান মাথায় রাখতে হবে । পাশাপাশি টাই-ব্রেকারের চ্যালেঞ্জ সামলাতে হতে পারে বলে সতর্ক ATK । প্রথম লেগে তাঁর ভুলে দল গোল হজম করেছিল বলে স্বীকার করছেন অরিন্দম । তবে ঘরের মাঠে বারের তলায় দাঁড়িয়ে আগের ম্যাচের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান ।
ঘরের মাঠে ATK-র সাফল্যের পরিসংখ্যান ভালো । কোচ হিসেবে আন্তেনিও হাবাস দু'বার ATK-র ঘরে কাপ নিয়ে এসেছিলেন । সেই দু'বার ঘরের মাঠে অপরাজিত ছিল ATK । রবিবার ঘরের মাঠে মিশন বেঙ্গালুরু । পরিসংখ্যান লাল-সাদা জার্সির হয়ে কথা বললেও তা মাথায় রাখতে নারাজ হাবাস । বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জয়ের অঙ্ক কষতে চান তিনি ।