ETV Bharat / sports

হাতাহাতিতে জড়ালেন হাবাস, কেরলের জয়ে নায়ক হোলিচরন - এটিকে

সতীর্থের গোলে ডাগ আউটে আনন্দে মাতলেন এলকো সাতারিরা । অন্যদিকে প্রতিপক্ষের সহাকারী কোচের সঙ্গে হাতাহাতি জড়ালেন ATK কোচ আন্তোনিও হাবাস ।

Habas
হাবাস
author img

By

Published : Jan 13, 2020, 3:19 AM IST

কলকাতা, 13 জানুয়ারি : দু'বার ISL ট্রফি জিতেছে । আর দু'বারই প্রতিপক্ষ ছিল কেরল । কিন্তু এবার উদ্বোধনী ম্যাচেই সেই কেরলের কাছে হেরে যায় ATK । ফলে ঘরের মাঠে সেই ম্যাচের বদলা নেওয়ার পরিকল্পনা নিয়েই ছেলেদের নামিয়েছিলেন হাবাস । কিন্তু হোলিচরনের গোল তাদের সেই লক্ষ্যে জল ঢেলে দেয় । আর তা ঘিরেই কেরলের সহকারী কোচের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ATK কোচ আন্তোনিও হাবাস ।

বক্সের বাইরে থেকে গোলটা করেছিলেন হোলিচরন নার্জারি । কেরল বাস্টার্সের ডাগ আউটে তখন এলকো সাতারি-সহ অন্যরা আনন্দে মেতে উঠেছেন । 70 মিনিটে ATK বনাম কেরল ব্লাস্টার্সের যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল । হোলিচরনের একটি গোলে 14 পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এল কেরল ব্লাস্টার্স । আর 21 পয়েন্ট নিয়ে তিন নম্বরে আটকে থাকল কলকাতা ।

atk vs kerala blasters
কেরলের জয়ে নায়ক হোলিচরন

এইসবের মাঝেই দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কেরল ব্লাস্টার্সের সহকারী কোচ ইসফাক আমেদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন ATK কোচ হাবাস । ফলস্বরূপ হাবাসকে লালকার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন রেফারি মিতাই । ফলে পরের ম্যাচে FC গোয়ার বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারবেন না হাবাস । আসলে ATK যে দু'বার ISL ট্রফি জিতেছে, প্রতি ক্ষেত্রেই তাদের প্রতিপক্ষ ছিল কেরল । কিন্তু চলতি মরশুমে উদ্বোধনী ম্যাচে এই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম গোল করেও ম্যাচ জিততে পারেনি ATK । ফলে ঘরের মাঠে সেই ম্যাচের বদলা নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিলেন খেলোয়াড়রা । কিন্তু হোলিচরনের গোলের কাছে ব্যর্থ হয় হাবাস । একইসঙ্গে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড হারায় ।

atk vs kerala blasters
হোলিচরনের গোলের পর সতীর্থদের উল্লাস ।

ম্যাচের শেষবেলায় এই ঘটনাটি বাদ দিলে রবিবাসরীয় সন্ধ্যায় ATK বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচটি নিতান্তই নিষ্প্রভ । ডেভিড উইলিয়ামস দলে না থাকায় ATK-র আক্রমণের চেনা ছবিটা দেখা যায়নি । রয় কৃষ্ণ প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভিড়ে সুবিধা করতে ব্যর্থ । রয় কৃষ্ণের কাজটি আরও কঠিন হয় সোসাইরাজ ও প্রবীর দাসের কড়া পাহারায় । অন্যদিকে নিজেদের মাঠে তিন পয়েন্ট পাওয়ার পরে কলকাতা থেকেও পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন এলকো সাতোরি ।

কলকাতা, 13 জানুয়ারি : দু'বার ISL ট্রফি জিতেছে । আর দু'বারই প্রতিপক্ষ ছিল কেরল । কিন্তু এবার উদ্বোধনী ম্যাচেই সেই কেরলের কাছে হেরে যায় ATK । ফলে ঘরের মাঠে সেই ম্যাচের বদলা নেওয়ার পরিকল্পনা নিয়েই ছেলেদের নামিয়েছিলেন হাবাস । কিন্তু হোলিচরনের গোল তাদের সেই লক্ষ্যে জল ঢেলে দেয় । আর তা ঘিরেই কেরলের সহকারী কোচের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ATK কোচ আন্তোনিও হাবাস ।

বক্সের বাইরে থেকে গোলটা করেছিলেন হোলিচরন নার্জারি । কেরল বাস্টার্সের ডাগ আউটে তখন এলকো সাতারি-সহ অন্যরা আনন্দে মেতে উঠেছেন । 70 মিনিটে ATK বনাম কেরল ব্লাস্টার্সের যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল । হোলিচরনের একটি গোলে 14 পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এল কেরল ব্লাস্টার্স । আর 21 পয়েন্ট নিয়ে তিন নম্বরে আটকে থাকল কলকাতা ।

atk vs kerala blasters
কেরলের জয়ে নায়ক হোলিচরন

এইসবের মাঝেই দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কেরল ব্লাস্টার্সের সহকারী কোচ ইসফাক আমেদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন ATK কোচ হাবাস । ফলস্বরূপ হাবাসকে লালকার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন রেফারি মিতাই । ফলে পরের ম্যাচে FC গোয়ার বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারবেন না হাবাস । আসলে ATK যে দু'বার ISL ট্রফি জিতেছে, প্রতি ক্ষেত্রেই তাদের প্রতিপক্ষ ছিল কেরল । কিন্তু চলতি মরশুমে উদ্বোধনী ম্যাচে এই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম গোল করেও ম্যাচ জিততে পারেনি ATK । ফলে ঘরের মাঠে সেই ম্যাচের বদলা নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিলেন খেলোয়াড়রা । কিন্তু হোলিচরনের গোলের কাছে ব্যর্থ হয় হাবাস । একইসঙ্গে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড হারায় ।

atk vs kerala blasters
হোলিচরনের গোলের পর সতীর্থদের উল্লাস ।

ম্যাচের শেষবেলায় এই ঘটনাটি বাদ দিলে রবিবাসরীয় সন্ধ্যায় ATK বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচটি নিতান্তই নিষ্প্রভ । ডেভিড উইলিয়ামস দলে না থাকায় ATK-র আক্রমণের চেনা ছবিটা দেখা যায়নি । রয় কৃষ্ণ প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভিড়ে সুবিধা করতে ব্যর্থ । রয় কৃষ্ণের কাজটি আরও কঠিন হয় সোসাইরাজ ও প্রবীর দাসের কড়া পাহারায় । অন্যদিকে নিজেদের মাঠে তিন পয়েন্ট পাওয়ার পরে কলকাতা থেকেও পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন এলকো সাতোরি ।

Intro:বক্সের বাইরে থেকে হোলিচরন নার্জারি যখন গোলমুখী শট জালে জড়াতেই কেরালা ব্লাস্টার্সের ডাগ আউটে এলকো সাতারি সহ বাকিরা আনন্দে মাতলেন।ম্যাচের 70 মিনিটে একমাত্র গোলেই কলকাতা বনাম কেরলের ফুটবল যুদ্ধের নিষ্পত্তি হল। এই জয়ের ফলে 14পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এল কেরালা ব্লাস্টার্স। 21পয়েন্ট নিয়ে তিন নম্বরে আটকে থাকল কলকাতা।
আইএসএলের ইতিহাসে এটিকে বনাম কেরালার ফুটবল যুদ্ধ মানেই ঘটনার ঘনঘটা।পরিসংখ্যান বলছে এটিকে দুবার আইএসএল ট্রফি জিতেছে।ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল কেরালা। ফলে মাঠে এই দুই দলের দ্বৈরথ মানেই আড্রিনালিন ক্ষরণ।চলতি মরসুম তার ব্যাতিক্রম নয়।উদ্বোধনী ম্যাচে কেরলের বিরুদ্ধে প্রথমে গোল করেও ম্যাচ জিততে পারেনি কলকাতা।ঘরের মাঠে সেই ম্যাচের বদলা নেওয়ার মানসিকতা নিয়ে নেমেছিলেন।কিন্তু দিনের শেষে বদলা নিতে ব্যর্থ আন্তেনিও হাবাস।একই সঙ্গে তার দল ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড হারাল। শুধু তাই নয় এটিকে কোচ অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়লেন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কেরালার সহকারী কোচ ইসফাক আমেদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হাবাস।কেরালার ডাগ আউটে গিয়ে তিনি ইসফাকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।ফলসরূপ হাবাস কে লালকার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন রেফারি মিতাই।এর ফলে পরের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারবেন না হাবাস।
ম্যাচের শেষবেলায় এই ঘটনাটি বাদ দিলে রবিবাসরীয় সন্ধ্যায় এটিকে বনাম কেরালা ম্যাচটি নিতান্তই নিষ্প্রভ।ডেভিড উইলিয়ামস ছিলেন না কলকাতা দলে।ফলে কলকাতা দলের আক্রমণের চেনা ছবিটা দেখা যায়নি।রয় কৃষ্ণ প্রতিপক্ষ ডিফেন্ডার দের ভিড়ে সুবিধা করতে ব্যর্থ। রয় কৃষ্ণের কাজটি আরও কঠিন হয় সোসাইরাজ ও প্রবীর দাস কেরালার কড়া পাহারায় নিষ্প্রভ হতেই কলকাতার খেলা বিবর্ন।
নিজেদের মাঠে তিন পয়েন্ট পাওয়ার পরে কলকাতা থেকেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন এলকো সাতোরি।


Body:ড্র


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.