কলকাতা, 13 জানুয়ারি : দু'বার ISL ট্রফি জিতেছে । আর দু'বারই প্রতিপক্ষ ছিল কেরল । কিন্তু এবার উদ্বোধনী ম্যাচেই সেই কেরলের কাছে হেরে যায় ATK । ফলে ঘরের মাঠে সেই ম্যাচের বদলা নেওয়ার পরিকল্পনা নিয়েই ছেলেদের নামিয়েছিলেন হাবাস । কিন্তু হোলিচরনের গোল তাদের সেই লক্ষ্যে জল ঢেলে দেয় । আর তা ঘিরেই কেরলের সহকারী কোচের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ATK কোচ আন্তোনিও হাবাস ।
বক্সের বাইরে থেকে গোলটা করেছিলেন হোলিচরন নার্জারি । কেরল বাস্টার্সের ডাগ আউটে তখন এলকো সাতারি-সহ অন্যরা আনন্দে মেতে উঠেছেন । 70 মিনিটে ATK বনাম কেরল ব্লাস্টার্সের যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল । হোলিচরনের একটি গোলে 14 পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এল কেরল ব্লাস্টার্স । আর 21 পয়েন্ট নিয়ে তিন নম্বরে আটকে থাকল কলকাতা ।
![atk vs kerala blasters](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-03-atk-kerala-match-pix-7203838_12012020223017_1201f_1578848417_988.jpg)
এইসবের মাঝেই দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কেরল ব্লাস্টার্সের সহকারী কোচ ইসফাক আমেদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন ATK কোচ হাবাস । ফলস্বরূপ হাবাসকে লালকার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন রেফারি মিতাই । ফলে পরের ম্যাচে FC গোয়ার বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারবেন না হাবাস । আসলে ATK যে দু'বার ISL ট্রফি জিতেছে, প্রতি ক্ষেত্রেই তাদের প্রতিপক্ষ ছিল কেরল । কিন্তু চলতি মরশুমে উদ্বোধনী ম্যাচে এই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম গোল করেও ম্যাচ জিততে পারেনি ATK । ফলে ঘরের মাঠে সেই ম্যাচের বদলা নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিলেন খেলোয়াড়রা । কিন্তু হোলিচরনের গোলের কাছে ব্যর্থ হয় হাবাস । একইসঙ্গে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড হারায় ।
![atk vs kerala blasters](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-03-atk-kerala-match-pix-7203838_12012020223017_1201f_1578848417_626.jpg)
ম্যাচের শেষবেলায় এই ঘটনাটি বাদ দিলে রবিবাসরীয় সন্ধ্যায় ATK বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচটি নিতান্তই নিষ্প্রভ । ডেভিড উইলিয়ামস দলে না থাকায় ATK-র আক্রমণের চেনা ছবিটা দেখা যায়নি । রয় কৃষ্ণ প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভিড়ে সুবিধা করতে ব্যর্থ । রয় কৃষ্ণের কাজটি আরও কঠিন হয় সোসাইরাজ ও প্রবীর দাসের কড়া পাহারায় । অন্যদিকে নিজেদের মাঠে তিন পয়েন্ট পাওয়ার পরে কলকাতা থেকেও পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন এলকো সাতোরি ।