ETV Bharat / sports

জয়ের হ্যাটট্রিকে ISL শীর্ষে ATK - ISL শীর্ষে ATK

ঘরের মাঠে জামশেদপুর FC-কে 3-1 গোলে হারাল অ্যাতলেতিকো দ্য কলকাতা ৷ চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ISL টেবিলে এক নম্বরে ATK ৷

দেখুন
author img

By

Published : Nov 10, 2019, 5:14 AM IST

কলকাতা, 10 নভেম্বর : প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের হ্যাটট্রিক অ্যাতলেতিকো দ্য কলকাতার ৷ চেন্নাইয়ান FC , হায়দরাবাদ FC-র পর জামশেদপুরের বিরুদ্ধে 3-1 গোলে জয় ছিনিয়ে নিল আন্তেনিও লোপেজ় হাবাসের ছেলেরা । জোড়া গোল করে ম্যাচের নায়ক রয় কৃষ্ণা ৷ অপর গোলটি করেছেন লুইস গার্সিয়া । জামশেদপুর FC-র হয়ে একমাত্র গোল ক্যাস্টেলের ।

চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তালিকায় এক নম্বরে থাকা ATK-র পরের তিন দল FC গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড ও জামশেদপুর FC । প্রাকৃতিক দুর্যোগে কলকাতায় ATK বনাম জামশেদপুর ম্যাচ হওয়া নিয়ে সন্দেহ ছিল । কিন্তু প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই স্প্যানিশ কোচের ফুটবল যুদ্ধে আদতে জিতল ফুটবল । ATK-র ডাগ আউটে বসে উদ্বোধনী ISL জিতেছেন হাবাস । তাঁর খেতাব জয়ের ভিত গড়েছিল ঘরের মাঠের অপরাজিত থাকার পরিসংখ্যান । এবারও চার ম্যাচে ATK-র পারফরম্যান্স গ্রাফে যেন হাবাসের খেতাব জয়ের বছরের ইঙ্গিত দিচ্ছে ।

তিকিতাকা বনাম তিকিতাকার যুদ্ধের সাফল্য লুকিয়ে মাঝমাঠ দখলে । তাই বিরতির আগে পর্যন্ত শুধুই দুই দলের মিডফিল্ডারদের বল দখলে রাখার লড়াই । এবারের ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স হাবাসকে অনেকটাই স্বস্তি দিয়েছে ৷ এর সঙ্গে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং লুইস গার্সিয়াদের ধারাবাহিকতা ATK-কে লিগ শীর্ষে পৌঁছে দিয়েছে । জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে রয় কৃষ্ণা জানিয়েছিলেন ডেভিড উইলিয়ামস তাঁর কাজ সহজ করে দিয়েছেন ৷ অস্ট্রেলিয়ার 'এ লিগ'-র স্ট্রাইকারের কথায় যে কোনও ভুল নেই তা স্কোরবোর্ডে প্রমাণিত ।

90 মিনিটের ফুটবলে দু'দলের মোট চার গোলের তিনটি পেনাল্টি থেকে । যা প্রমান করে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার আবহ । প্রথম ম্যাচ থেকে ATK নিশ্চিত পেনাল্টি না পাওয়ার অভিযোগ করে আসছে । শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই অভিযোগে প্রলেপ পড়ল । 57 ও 70 মিনিটে রয় কৃষ্ণার গোল পেনাল্টি থেকে । 85 মিনিটে জামশেদপুর FC-র ব্যবধান কমানো ক্যাস্টেলের গোলও পেনাল্টি থেকে ।

কলকাতা, 10 নভেম্বর : প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের হ্যাটট্রিক অ্যাতলেতিকো দ্য কলকাতার ৷ চেন্নাইয়ান FC , হায়দরাবাদ FC-র পর জামশেদপুরের বিরুদ্ধে 3-1 গোলে জয় ছিনিয়ে নিল আন্তেনিও লোপেজ় হাবাসের ছেলেরা । জোড়া গোল করে ম্যাচের নায়ক রয় কৃষ্ণা ৷ অপর গোলটি করেছেন লুইস গার্সিয়া । জামশেদপুর FC-র হয়ে একমাত্র গোল ক্যাস্টেলের ।

চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তালিকায় এক নম্বরে থাকা ATK-র পরের তিন দল FC গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড ও জামশেদপুর FC । প্রাকৃতিক দুর্যোগে কলকাতায় ATK বনাম জামশেদপুর ম্যাচ হওয়া নিয়ে সন্দেহ ছিল । কিন্তু প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই স্প্যানিশ কোচের ফুটবল যুদ্ধে আদতে জিতল ফুটবল । ATK-র ডাগ আউটে বসে উদ্বোধনী ISL জিতেছেন হাবাস । তাঁর খেতাব জয়ের ভিত গড়েছিল ঘরের মাঠের অপরাজিত থাকার পরিসংখ্যান । এবারও চার ম্যাচে ATK-র পারফরম্যান্স গ্রাফে যেন হাবাসের খেতাব জয়ের বছরের ইঙ্গিত দিচ্ছে ।

তিকিতাকা বনাম তিকিতাকার যুদ্ধের সাফল্য লুকিয়ে মাঝমাঠ দখলে । তাই বিরতির আগে পর্যন্ত শুধুই দুই দলের মিডফিল্ডারদের বল দখলে রাখার লড়াই । এবারের ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স হাবাসকে অনেকটাই স্বস্তি দিয়েছে ৷ এর সঙ্গে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং লুইস গার্সিয়াদের ধারাবাহিকতা ATK-কে লিগ শীর্ষে পৌঁছে দিয়েছে । জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে রয় কৃষ্ণা জানিয়েছিলেন ডেভিড উইলিয়ামস তাঁর কাজ সহজ করে দিয়েছেন ৷ অস্ট্রেলিয়ার 'এ লিগ'-র স্ট্রাইকারের কথায় যে কোনও ভুল নেই তা স্কোরবোর্ডে প্রমাণিত ।

90 মিনিটের ফুটবলে দু'দলের মোট চার গোলের তিনটি পেনাল্টি থেকে । যা প্রমান করে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার আবহ । প্রথম ম্যাচ থেকে ATK নিশ্চিত পেনাল্টি না পাওয়ার অভিযোগ করে আসছে । শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই অভিযোগে প্রলেপ পড়ল । 57 ও 70 মিনিটে রয় কৃষ্ণার গোল পেনাল্টি থেকে । 85 মিনিটে জামশেদপুর FC-র ব্যবধান কমানো ক্যাস্টেলের গোলও পেনাল্টি থেকে ।

Intro:জয়ই অভ্যাস এখন এটিকের। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে চেন্নাইয়িন এফসি, হায়দরাবাদ, জামশেদপুর বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেদের। ম্যাচের ফল কলকাতার পক্ষে 3-1। রয় কৃষ্ণা র জোড়া গোলের পাশে গোল লুইস গার্সিয়ার। জামশেদপুর এফসির হয়ে গোল ক্যাস্টেলের। গোল না করলেও গোলের রাস্তা বানিয়ে যোগ্য সঙ্গত এটিকের ডেভিড উইলিয়ামসের। ম্যাচের সেরা রয় কৃষ্ণা।
চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা এটিকের পরের তিন দল এফসি গোয়া,নর্থ ইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি। প্রাকৃতিক দূর্যোগ বুলবুল বিধ্বস্ত কলকাতায় এটিকে বনাম জামশেদপুর ম্যাচ হওয়া নিয়ে ছিল সন্দেহ। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে দুই স্প্যানিশ কোচের ফুটবল যুদ্ধ আদতে ফুটবলের জয়।
এটিকের ডাগ আউটে বসে দুবার আইএসএল জিতেছেন হাবাস। দুবারই তার খেতাব জয়ের ভিত গড়েছিল ঘরের মাঠের অপরাজিত থাকার পরিসংখ্যান। এবারও চার ম্যাচে এটিকের পারফরম্যান্স গ্রাফে যেন হাবাসের খেতাব জয়ের বছরের ইঙ্গিত বাহী।
তিকিতাকা বনাম তিকিতাকার যুদ্ধের সাফল্য লুকিয়ে মাঝমাঠ দখলে। তাই বিরতির আগে পর্যন্ত শুধুই মিডফিল্ডারদের বল দখলে রাখার লড়াই। এবারের লাল সাদা দলে ভারতীয় ফুটবলারদের ভালো খেলা আরও বেশি কার্যকরী ও তীক্ষ্ম হয়ে উঠেছে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং লুইস গার্সিয়ার ধারাবাহিক ভালো ফুটবল। জামশেদপুর এর বিরুদ্ধে নামার আগে রয় কৃষ্ণা বলেছিলেন তার কাজ সহজ হয়েছে ডেভিড উইলিয়ামসের কারনে। অস্ট্রেলিয়ার এ লিগের স্ট্রাইকারের কথায় যে খাদ নেই তা স্কোরবোর্ডে প্রমাণিত।
নব্বই মিনিটের ফুটবলে দুদলের মোট চার গোলের তিনটি পেনাল্টি থেকে। যা প্রমান করে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা র আবহ।
নিশ্চিত পেনাল্টি না পাওয়ার অভিযোগ প্রথম ম্যাচ থেকে করে আসছে এটিকে। শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গন সেই অভিযোগে প্রলেপ দিল। 57 ও 70 মিনিটে রয় কৃষ্ণার গোল পেনাল্টি থেকে। 85 মিনিটে জামশেদপুর এফসির ব্যবধান কমানো ক্যাসটেলের গোলও পেনাল্টি থেকে। ম্যাচের নব্বই প্লাস মিনিটে ডেভিড উইলিয়ামস এর পাস থেকে লুইস গার্সিয়ার গোল এটিকের জয় নিশ্চিত করে।



Body:এটিকে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.