কলকাতা, 11 জুন : রাজ্যে খেলাধূলা কবে থেকে শুরু হবে ? এই নিয়ে আলোচনার জন্য শুক্রবার রাজ্যের 17টি সংস্থার সঙ্গে বৈঠক ডাকলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ ওই বৈঠকে খেলাধূলা শুরু নিয়ে সংস্থাগুলির মত শোনা হবে ৷ তারপরই এনিয়ে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হতে পারে ৷
ইতিমধ্যেই IFA সচিব জয়দীপ মুখার্জি CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলেছেন । CAB তাদের মরশুম বাতিল করার কথা ঘোষণা করেছে । নতুন মরশুম নতুনভাবে শুরু করার কথা বলেছে তারা । IFA নতুন ফুটবল মরশুম শুরু করার কথা এখনও বলতে পারেনি। এই মরশুমে ফুটবল শুরু করা যে কঠিন হবে তা মানছেন সকলে । অন্তত প্রিমিয়ার ডিভিশনের এ এবং বি গ্রুপের খেলা করার কথা ভাবা হচ্ছে । এই মর্মে চিঠি দিয়ে ক্লাবগুলোর মত জানতে চেয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ।
শুক্রবারের বৈঠকে ছোটো সংস্থাগুলো তাদের অবস্থানের কথা জানাবে । অ্যাথলেটিক্স সংস্থা ফেডারেশনের দিকে তাকিয়ে । সেখান থেকে ক্যালেন্ডার প্রকাশিত না হলে রাজ্য অ্যাথলেটিক্স কোনও পরিকল্পনা করতে পারবে না । বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন 30 জুনের আগে কিছু বলতে পারবে না। কারণ আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশ না করা হলে তারা সূচি তৈরি করতে পারবে না। একইভাবে অথৈ জলে রাজ্য সাঁতার । এদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই গলফ, টেবিল টেনিস এবং টেনিসের অনুশীলন শুরু অনুমতি দিয়েছে।