ETV Bharat / sports

জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু অরিন্দম, প্রবীরদের

author img

By

Published : Dec 5, 2020, 10:17 PM IST

চলতি আইএসএলে প্রথম ম্যাচ থেকে পুরোনো ছন্দে প্রবীর । যদিও নিজের তিন ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুশি নন । বলছেন মাত্র চল্লিশ শতাংশ খেলা খেলতে পেরেছেন । নিজের খেলার খামতির কারণ খুঁজে পেয়েছেন প্রবীর । বলছেন সাতমাস খেলার মধ্যে না থাকার কারণেই এই ছন্দহীনতা ।

এটিকে মোহনবাগান
এটিকে মোহনবাগান

কলকাতা, 5 ডিসেম্বর : আইএসএল যত গড়াচ্ছে ততই দুর্ভেদ্য হয়ে উঠছেন অরিন্দম ভট্টাচার্য । এটিকে মোহনবাগানের লাস্ট লাইন অব ডিফেন্স দলের ধারাবাহিক সাফল্যের প্রথম কথা । বাঙালি গোলরক্ষকের সাহসী গোলরক্ষণ কোচ আন্তেনিও লোপেজ হাবাসের চিন্তা দূর করেছে । দলে একাধিক প্রতিশ্রুতিমান ভালো গোলরক্ষক থাকলেও এটিকে-মোহনবাগান কোচের প্রথম পছন্দ অরিন্দম ।

আইএসএলের প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করেছে সবুজ মেরুন ব্রিগেড । রয় কৃষ্ণ নিয়মিত গোল করছেন । তাই তাঁর ধারাবাহিক সাফল্যে পুরো দল অনুপ্রাণিত । শনিবার বিকেলে জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করল এটিকে মোহনবাগান । জয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করার পরে এবার জয়ের অভ্যাস আরও ভালো করে গড়ে তোলা লক্ষ্য চোখ সবুজ মেরুন ফুটবলারদের ।

দুরন্ত ফর্মে থাকা প্রবীর দাস গত তিন ম্যাচে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন । জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করার দিনে বাঙালি উইংব্যাক বলছেন, "যেকোনও প্রতিযোগিতায় প্রথম দিকের ম্যাচগুলো কঠিন হয় । কারণ টুর্নামেন্ট যত এগোয় তত অন্যদলগুলো গুছিয়ে নেয় । ফলে প্রতিযোগিতা কঠিন হয়ে যায় । এই অবস্থায় তিনটি ম্যাচ জয়ের সুবিধা আমরা পাব । আপাতত সামনে জামশেদপুর এফসি ম্যাচ । প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিন । তাছাড়া মনে রাখতে হবে, জয়ের হ্যাটট্রিক করলেও যেকোনও ম্যাচ শুরু হয় শূন্য থেকে । তাই আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই ।"

এটিকে মোহনবাগান
জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু বাগানে

প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, " প্রতিপক্ষ জামশেদপুর যথেষ্ট শক্তিশালী । ওদের আক্রমণভাগের বিদেশি ফুটবলাররা গোলের মধ্যে রয়েছে । তাই আমাদের রক্ষণ আরও জমাট করতে হবে । ওদের নিয়ে হোমওয়ার্ক করার চেয়েও আমাদের উন্নতি প্রয়োজন । না হলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা যাবে না ।"

চলতি আইএসএলে প্রথম ম্যাচ থেকে পুরোনো ছন্দে প্রবীর । যদিও নিজের তিন ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুশি নন । বলছেন মাত্র চল্লিশ শতাংশ খেলা খেলতে পেরেছেন । নিজের খেলার খামতির কারণ খুঁজে পেয়েছেন প্রবীর । বলছেন সাতমাস খেলার মধ্যে না থাকার কারণেই এই ছন্দহীনতা । এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য বলছেন চলতি আইএসএলে যেকটি দলের ভারতীয় ফুটবলাররা বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো খেলছে তাদের মধ্যে আছে জামশেদপুর এবং হায়দরাবাদ । তাই জামশেদপুর এফসির বিরুদ্ধে দলের ভারতীয় ফুটবলারদের ভালো খেলতে হবে। আপাতত প্রথম পর্বের শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে রাখাই পাখির চোখ । তবে তাঁর গোল না খাওয়ার জন্য শুধু মাত্র নিজে কৃতিত্ব নিতে রাজি নন অরিন্দম । বলেছেন দল ভালো খেলায় তিনি দূর্ভেদ্য হয়ে গিয়েছেন । প্রতিকূলতা সরিয়ে দলগত সংহতি এটিকে মোহনবাগানের সাফল্যের গোপন কথা ।

কলকাতা, 5 ডিসেম্বর : আইএসএল যত গড়াচ্ছে ততই দুর্ভেদ্য হয়ে উঠছেন অরিন্দম ভট্টাচার্য । এটিকে মোহনবাগানের লাস্ট লাইন অব ডিফেন্স দলের ধারাবাহিক সাফল্যের প্রথম কথা । বাঙালি গোলরক্ষকের সাহসী গোলরক্ষণ কোচ আন্তেনিও লোপেজ হাবাসের চিন্তা দূর করেছে । দলে একাধিক প্রতিশ্রুতিমান ভালো গোলরক্ষক থাকলেও এটিকে-মোহনবাগান কোচের প্রথম পছন্দ অরিন্দম ।

আইএসএলের প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করেছে সবুজ মেরুন ব্রিগেড । রয় কৃষ্ণ নিয়মিত গোল করছেন । তাই তাঁর ধারাবাহিক সাফল্যে পুরো দল অনুপ্রাণিত । শনিবার বিকেলে জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করল এটিকে মোহনবাগান । জয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করার পরে এবার জয়ের অভ্যাস আরও ভালো করে গড়ে তোলা লক্ষ্য চোখ সবুজ মেরুন ফুটবলারদের ।

দুরন্ত ফর্মে থাকা প্রবীর দাস গত তিন ম্যাচে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন । জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করার দিনে বাঙালি উইংব্যাক বলছেন, "যেকোনও প্রতিযোগিতায় প্রথম দিকের ম্যাচগুলো কঠিন হয় । কারণ টুর্নামেন্ট যত এগোয় তত অন্যদলগুলো গুছিয়ে নেয় । ফলে প্রতিযোগিতা কঠিন হয়ে যায় । এই অবস্থায় তিনটি ম্যাচ জয়ের সুবিধা আমরা পাব । আপাতত সামনে জামশেদপুর এফসি ম্যাচ । প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিন । তাছাড়া মনে রাখতে হবে, জয়ের হ্যাটট্রিক করলেও যেকোনও ম্যাচ শুরু হয় শূন্য থেকে । তাই আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই ।"

এটিকে মোহনবাগান
জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু বাগানে

প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, " প্রতিপক্ষ জামশেদপুর যথেষ্ট শক্তিশালী । ওদের আক্রমণভাগের বিদেশি ফুটবলাররা গোলের মধ্যে রয়েছে । তাই আমাদের রক্ষণ আরও জমাট করতে হবে । ওদের নিয়ে হোমওয়ার্ক করার চেয়েও আমাদের উন্নতি প্রয়োজন । না হলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা যাবে না ।"

চলতি আইএসএলে প্রথম ম্যাচ থেকে পুরোনো ছন্দে প্রবীর । যদিও নিজের তিন ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুশি নন । বলছেন মাত্র চল্লিশ শতাংশ খেলা খেলতে পেরেছেন । নিজের খেলার খামতির কারণ খুঁজে পেয়েছেন প্রবীর । বলছেন সাতমাস খেলার মধ্যে না থাকার কারণেই এই ছন্দহীনতা । এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য বলছেন চলতি আইএসএলে যেকটি দলের ভারতীয় ফুটবলাররা বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো খেলছে তাদের মধ্যে আছে জামশেদপুর এবং হায়দরাবাদ । তাই জামশেদপুর এফসির বিরুদ্ধে দলের ভারতীয় ফুটবলারদের ভালো খেলতে হবে। আপাতত প্রথম পর্বের শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে রাখাই পাখির চোখ । তবে তাঁর গোল না খাওয়ার জন্য শুধু মাত্র নিজে কৃতিত্ব নিতে রাজি নন অরিন্দম । বলেছেন দল ভালো খেলায় তিনি দূর্ভেদ্য হয়ে গিয়েছেন । প্রতিকূলতা সরিয়ে দলগত সংহতি এটিকে মোহনবাগানের সাফল্যের গোপন কথা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.