বুয়েনস আইরেস, 27 নভেম্বর : প্রিয় নীল সাদা 10 নম্বর জার্সি ও আর্জেন্টিনার জাতীয় পতাকায় চির নিদ্রায় শায়িত হলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ বুয়েনস আইরেস শহরের বাইরে বেলা ভিস্তা কবরস্থানে তাঁর পিতা মাতার কবরের পাশেই সমাধিস্থ করা হল ফুটবলের রাজপুত্রকে ৷
বুয়েনস আইরেসের রাজপথ থেকে ইট্যালির নাপোলি শোকস্তব্ধ ফুটবল বিশ্ব ৷ প্রিয় হিরোকে শেষবারের জন্য দেখতে বুয়েনস আইরেসের রাস্তাতেও জনজোয়ার দেখা গেল ৷ ভিড় সামলাতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ও রাবার বুলেট ব্যবহার করতে হল ৷ তবে তাতেও সরানো গেল না মারাদোনা ভক্তদের ৷
রাজপুত্রকে সমাধিস্থ করার সময় ছিলেন পরিবারের সদস্যরা ও কয়েকজন বন্ধু-বান্ধব ৷ কফিনের উপরে পাতা ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা ৷ ছিল জাতীয় দলের 10 নম্বর জার্সিও ৷ বুধবার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার 60 বছর বয়সে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ফুটবল মহলে ৷