ETV Bharat / sports

Argentina vs Venezuela: বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুয়েলাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা - আর্জেন্টিনা

10 জনের ভেনিজুয়েলার বিরুদ্ধে জিততে বেগ পেতে হয়নি আর্জেন্টিনার ৷ 2022 বিশ্বকাপ কোয়ালিফায়ারে লিওনেল মেসিদের পরের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ৷

Messi
Messi
author img

By

Published : Sep 3, 2021, 2:56 PM IST

Updated : Sep 3, 2021, 4:19 PM IST

কারাকাস, 3 সেপ্টেম্বর: কোপা আমেরিকা চ্য়াম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নেমে দুরন্ত আর্জেন্টিনা ৷ শুক্রবার সকালে প্রতিপক্ষের মাঠে 2022 বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুয়েলাকে 3-1 গোলে হারায় মেসি অ্য়ান্ড কোং ৷

কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিরুদ্ধে জিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারে দক্ষিণ আমেরিকা গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা ৷ পরের ম্য়াচে লিওনেল মেসিরা খেলবেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ৷ 2022 বিশ্বকাপ কোয়ালিফায়ারে এদিন তাদের সপ্তম ম্য়াচে নেমেছিল আর্জেন্টিনা ৷ ম্য়াচের 32 মিনিটে মেসিকে কড়া ট্য়াকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভেনিজুয়েলার আদ্রিয়ান মার্টিনেজ ৷ ফলে বাকি ম্য়াচে 10 জনের প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ পেতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনা ৷

ম্য়াচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ ৷ আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি আসে ম্য়াচের 71 মিনিটে ৷ মেসি ও মার্টিনেজের বল আদানপ্রদানের মাঝে বল পেয়ে গোলটি করেন জোয়াকিন কোরেয়া ৷ এর এক মিনিট পরেই লিওনেল স্কালোনির দলের হয়ে তৃতীয় গোলটি করেন অ্য়াঞ্জেল কোরেয়া ৷ আর ভেনিজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন ইয়েফেরসন সতেলদো ৷

ম্যাচের ৭০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখেছিল আর্জেন্টিনা ৷ 10 জনের প্রতিপক্ষের বিরুদ্ধে স্কালোনির দল গোলের উদ্দেশে মোট 17টি শট নেয় ৷ যার 10টি লক্ষ্যে রখাতে সক্ষম হয়েছিলেন আর্জেন্টিনা খেলোয়াড়রা। এর মধ্য় তিনটি জালে জড়াতে পারেন স্কালোনির ছেলেরা ৷ আর ভেনেজুয়েলার ফুটবলাররা সাতটি শটের মধ্য় মাত্র তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছিলেন ৷

বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল মেসি অ্য়ান্ড কোং। কোপা আমেরিকায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আগে বিশ্বকাপ কোয়ালিফায়ারে চিলির সঙ্গে 1-1 এবং কলম্বিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। সাত ম্যাচে চারটি জয় ও তিনটি ড্র করা আর্জেন্টিনার পয়েন্ট 15।

কারাকাস, 3 সেপ্টেম্বর: কোপা আমেরিকা চ্য়াম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নেমে দুরন্ত আর্জেন্টিনা ৷ শুক্রবার সকালে প্রতিপক্ষের মাঠে 2022 বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুয়েলাকে 3-1 গোলে হারায় মেসি অ্য়ান্ড কোং ৷

কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিরুদ্ধে জিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারে দক্ষিণ আমেরিকা গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা ৷ পরের ম্য়াচে লিওনেল মেসিরা খেলবেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ৷ 2022 বিশ্বকাপ কোয়ালিফায়ারে এদিন তাদের সপ্তম ম্য়াচে নেমেছিল আর্জেন্টিনা ৷ ম্য়াচের 32 মিনিটে মেসিকে কড়া ট্য়াকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভেনিজুয়েলার আদ্রিয়ান মার্টিনেজ ৷ ফলে বাকি ম্য়াচে 10 জনের প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ পেতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনা ৷

ম্য়াচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ ৷ আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি আসে ম্য়াচের 71 মিনিটে ৷ মেসি ও মার্টিনেজের বল আদানপ্রদানের মাঝে বল পেয়ে গোলটি করেন জোয়াকিন কোরেয়া ৷ এর এক মিনিট পরেই লিওনেল স্কালোনির দলের হয়ে তৃতীয় গোলটি করেন অ্য়াঞ্জেল কোরেয়া ৷ আর ভেনিজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন ইয়েফেরসন সতেলদো ৷

ম্যাচের ৭০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখেছিল আর্জেন্টিনা ৷ 10 জনের প্রতিপক্ষের বিরুদ্ধে স্কালোনির দল গোলের উদ্দেশে মোট 17টি শট নেয় ৷ যার 10টি লক্ষ্যে রখাতে সক্ষম হয়েছিলেন আর্জেন্টিনা খেলোয়াড়রা। এর মধ্য় তিনটি জালে জড়াতে পারেন স্কালোনির ছেলেরা ৷ আর ভেনেজুয়েলার ফুটবলাররা সাতটি শটের মধ্য় মাত্র তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছিলেন ৷

বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল মেসি অ্য়ান্ড কোং। কোপা আমেরিকায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আগে বিশ্বকাপ কোয়ালিফায়ারে চিলির সঙ্গে 1-1 এবং কলম্বিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। সাত ম্যাচে চারটি জয় ও তিনটি ড্র করা আর্জেন্টিনার পয়েন্ট 15।

Last Updated : Sep 3, 2021, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.