কলকাতা, 17 সেপ্টেম্বর : উজবেকিস্তানের এফসি নাসাফ দলের বিরুদ্ধে 22 সেপ্টেম্বর এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান ৷ সেই ম্যাচের জন্য 22 সদস্যের দল বেছে নিলেন আন্তেনিও লোপেজ হাবাস ৷ এই ম্যাচের প্রস্তুতি শিবির দুবাইতে করছেন সবুজ মেরুন কোচ ৷ রবিবার উজবেকিস্তান উড়ে যাবেন রয় কৃষ্ণারা ৷ তার আগে দল ঘোষণা করলেন হাবাস ৷ ভিসা সমস্যায় হুগো বুমোসকে পাচ্ছেন না হাবাস ৷ মালদ্বীপে জনি কাউকো না গেলেও উজবেকিস্তানে যাচ্ছেন তিনি ৷ সেখানেই এফসি নাসাফের বিরুদ্ধে ফিনল্যান্ডের এই মিডফিলডারের অভিষেক হবে এটিকে মোহনবাগানের হয়ে ৷
ইতিমধ্যেই অনুশীলনে ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন জনি কাউকো । তাঁর থেকে দুরন্ত ফুটবল খেলার আশায় রয়েছে দলও । এছাড়াও সুস্থ হয়ে মাঠে ফেরা সোসাইরাজ, প্রবীর দাসও ছন্দে রয়েছেন বলে এটিকে সূত্রে খবর ৷ ইতিমধ্যে, দল নিয়ে পরীক্ষা নীরিক্ষা করেছেন হাবাস ৷ উজবেকিস্তানের মাটিতে পৌঁছে অন্তত তিনটি প্র্যাকটিস সেশন চাইছেন সবুজ মেরুন কোচ ৷ তার পরেই বাইশ জনের দল থেকে প্রথম একাদশ বাছবেন তিনি ৷ এএফসি কাপের পরের পর্বে যাওয়ার লড়াইয়ে সফল হতে হাবাসের ছেলেরা মরিয়া ৷ ধারে ভারে প্রতিপক্ষ দল এগিয়ে থাকলেও, নিজেদের ক্ষমতায় আস্থা রাখছে এটিকে মোহনবাগান ৷
আরও পড়ুন : SC East Bengal: লালহলুদ জার্সিতে এবার ড্যানিয়েল চিমা
মোহনবাগানের এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনালের বাইশ জনের দল এইরকম ৷ দলে 3 জন গোলকিপার রয়েছেন ৷ তাঁরা হলেন, অমরিন্দর সিং, অভিলাষ পাল, আরশ আনোয়ার ৷ ডিফেন্ডার প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বসু এবং সুমিত রাঠি, মিডফিল্ডার জনি কাউকো, লেনি রডরিগেজ, লিস্টন কোলাসো, প্রবীর দাস, সোসাইরাজ, বিদ্যানন্দ সিং, এগসন সিং, শেখ সাহিল, রবি বাহাদুর রানা এবং অভিষেক ধনঞ্জয় ৷ ফরওয়ার্ডে রয়েছেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, কিয়ান নাসিরি ৷
আরও পড়ুন : ATK Mohun Bagan: মিশন উজবেকিস্তান নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন রয় কৃষ্ণ