ETV Bharat / sports

কোরোনা আতঙ্ক, আই লিগ-সহ সমস্ত ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত AIFF-র - AIFF

একটি বিবৃতি দিয়ে AIFF -এর তরফে জানানো হয়, "কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও পরিবার সুরক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে সমস্ত খেলা বাতিল করা হল ।"

image
ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত AIFF-র
author img

By

Published : Mar 15, 2020, 5:45 AM IST

দিল্লি, 15 মার্চ : COVID-19-এর প্রভাব ভারতীয় ফুটবলে । রুদ্ধ দ্বারে হয়েছে ISL-এর ফাইনাল ম্যাচ । এবার আই লিগ-সহ দেশজুড়ে সমস্ত টুর্নামেন্ট আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF।

একটি বিবৃতি দিয়ে AIFF -এর তরফে জানানো হয়, "কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও পরিবার সুরক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে সমস্ত খেলা বাতিল করা হল ।" কোরোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে বহু টুর্নামেন্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে । এমন কি, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে IPL-সহ সমস্ত ম্যাচ 15 এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ।

AIFF-এর বিবৃতিতে আরও বলা হয়, "মানুষের স্বাস্থ্যের ও জীবনের গুরুত্ব দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন । AIFF মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখবে । সরকারের নির্দেশ অনুযায়ী, সিদ্ধান্ত নেওয়া হবে । আজ থেকে হিরো আই লিগের সমস্ত ম্যাচ সাসপেন্ড করা হল । একই সঙ্গে হিরো দ্বিতীয় ডিভিশন, গোল্ডেন বেবি লিগ, হিরে ইয়ুথ লিগ ও ন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

দিল্লি, 15 মার্চ : COVID-19-এর প্রভাব ভারতীয় ফুটবলে । রুদ্ধ দ্বারে হয়েছে ISL-এর ফাইনাল ম্যাচ । এবার আই লিগ-সহ দেশজুড়ে সমস্ত টুর্নামেন্ট আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF।

একটি বিবৃতি দিয়ে AIFF -এর তরফে জানানো হয়, "কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও পরিবার সুরক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে সমস্ত খেলা বাতিল করা হল ।" কোরোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে বহু টুর্নামেন্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে । এমন কি, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে IPL-সহ সমস্ত ম্যাচ 15 এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ।

AIFF-এর বিবৃতিতে আরও বলা হয়, "মানুষের স্বাস্থ্যের ও জীবনের গুরুত্ব দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন । AIFF মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখবে । সরকারের নির্দেশ অনুযায়ী, সিদ্ধান্ত নেওয়া হবে । আজ থেকে হিরো আই লিগের সমস্ত ম্যাচ সাসপেন্ড করা হল । একই সঙ্গে হিরো দ্বিতীয় ডিভিশন, গোল্ডেন বেবি লিগ, হিরে ইয়ুথ লিগ ও ন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.