কলকাতা, 22 জুলাই : ফুটবল মরশুমের নতুন রূপরেখা কী হতে চলেছে ? তা নিয়ে ফের আলোচনায় বসলেন ফেডারেশন কর্তারা । ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, সচিব কুশল দাস, আই লিগের CEO সুনন্দ ধর সহ অন্যরা ।
কঠিন সময়ে বাড়তি উদ্যোগ নিয়ে বল গড়ানোর কথা বলেন সুব্রত দত্ত । ISL, আই লিগ কবে ও কোথায় হবে তা নিয়েও একপ্রস্থ আলোচনা হয়েছে ।
FSDL এবছরের ISL একটি জায়গায় করতে চায় । কোরোনা সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইতিমধ্যেই তারা গোয়া এবং কেরালার সরকারের সঙ্গে কথা বলছে । পুরো পরিস্থিতির দিকে নজর রেখে ব্যবস্থা নেওয়া হবে । আই লিগ কমিটি কলকাতাকে আই লিগের সাম্ভাব্য ভেনু হিসেবে ভেবে রেখেছে । তবে তা বাস্তবায়িত হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দিলে । ফেডারেশন কর্তারা লিগের দিনক্ষণ নিয়ে আলোচনা করেছেন ।
এছাড়াও একাধিক ইয়ুথ লিগের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে । দ্বিতীয় ডিভিশন আই লিগ সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা ।