ETV Bharat / sports

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, জানিয়ে দিল ফেডারেশন - আইলিগ

কোরোনার প্রকোপ এবং তার জেরে লকডাউনের কারণে 14 মার্চের পর আর আই লিগের বল গড়ায়নি । এই অবস্থায় স্থগিত হয়ে থাকা আইলিগের ভবিষ্যৎ নির্ণয় করাটা জরুরি ছিল । যদিও আই লিগ স্থগিত হওয়ার আগেই 16ম্যাচে 39 পয়েন্ট নিয়ে খেতাব জিতে নিয়েছিল মোহনবাগান ।

আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, জানিয়ে দিল ফেডারেশন
আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, জানিয়ে দিল ফেডারেশন
author img

By

Published : Apr 18, 2020, 9:27 PM IST

Updated : Apr 19, 2020, 11:22 AM IST

কলকাতা, 18 এপ্রিল: আনুষ্ঠানিকভাবে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । শনিবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তের সভাপতিত্বে এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন ফেডারেশনের কর্তারা । যেখানে উপস্থিত ছিলেন সচিব কুশল দাস, আইলিগ CEO সুনন্দ ধর ও বাকি সদস্যরা ।

কোরোনার প্রকোপ এবং তার জেরে লকডাউনের কারণে 14 মার্চের পর আর আই লিগের বল গড়ায়নি । এই অবস্থায় স্থগিত হয়ে থাকা আই লিগের ভবিষ্যৎ নির্ণয় করাটা জরুরি ছিল । যদিও আই লিগ স্থগিত হওয়ার আগেই 16ম্যাচে 39 পয়েন্ট নিয়ে খেতাব জিতে নিয়েছিল মোহনবাগান । বাকি থাকা চারটি ম্যাচে জয় পেলেও নিকটতম প্রতিপক্ষের পক্ষে কিবু ভিকুনার দলকে টপকে যাওয়া সম্ভব ছিল না । তাই শনিবার লিগ কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে মোহনবাগানকে এবারের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল ফেডারেশন ।

আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, জানিয়ে দিল ফেডারেশন
আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, জানিয়ে দিল ফেডারেশন

লিগ শেষ না হওয়ায় বাকি স্থানাধিকারীদের নাম ঘোষণা করা হয়নি । তবে বাকি দলগুলোর মধ্যে পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হবে । একইভাবে অবনমন না থাকার কথাও বলা হয়েছে এই বৈঠকে । ইতিমধ্যে ইস্টবেঙ্গল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে তাদের রানার্স হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিল । কারণ লিগ যখন শেষ হয়েছে তখন পয়েন্টের বিচারে ইস্টবেঙ্গল ছিল দ্বিতীয় স্থানে । যদিও লাল-হলুদের সেই দাবি খারিজ হয়।

এদিকে আই লিগের দ্বিতীয় ডিভিশনের ভবিষ্যৎ কোন পথে তা একটা বড় প্রশ্ন । লকডাউনের ফলে আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু করার ব্যাপারে দোলাচলে ফেডারেশন । তারা বিষয়টি ফেডারেশনের কার্যকরী কমিটির ওপর ছাড়তে চায় ।

কলকাতা, 18 এপ্রিল: আনুষ্ঠানিকভাবে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । শনিবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তের সভাপতিত্বে এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন ফেডারেশনের কর্তারা । যেখানে উপস্থিত ছিলেন সচিব কুশল দাস, আইলিগ CEO সুনন্দ ধর ও বাকি সদস্যরা ।

কোরোনার প্রকোপ এবং তার জেরে লকডাউনের কারণে 14 মার্চের পর আর আই লিগের বল গড়ায়নি । এই অবস্থায় স্থগিত হয়ে থাকা আই লিগের ভবিষ্যৎ নির্ণয় করাটা জরুরি ছিল । যদিও আই লিগ স্থগিত হওয়ার আগেই 16ম্যাচে 39 পয়েন্ট নিয়ে খেতাব জিতে নিয়েছিল মোহনবাগান । বাকি থাকা চারটি ম্যাচে জয় পেলেও নিকটতম প্রতিপক্ষের পক্ষে কিবু ভিকুনার দলকে টপকে যাওয়া সম্ভব ছিল না । তাই শনিবার লিগ কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে মোহনবাগানকে এবারের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল ফেডারেশন ।

আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, জানিয়ে দিল ফেডারেশন
আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, জানিয়ে দিল ফেডারেশন

লিগ শেষ না হওয়ায় বাকি স্থানাধিকারীদের নাম ঘোষণা করা হয়নি । তবে বাকি দলগুলোর মধ্যে পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হবে । একইভাবে অবনমন না থাকার কথাও বলা হয়েছে এই বৈঠকে । ইতিমধ্যে ইস্টবেঙ্গল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে তাদের রানার্স হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিল । কারণ লিগ যখন শেষ হয়েছে তখন পয়েন্টের বিচারে ইস্টবেঙ্গল ছিল দ্বিতীয় স্থানে । যদিও লাল-হলুদের সেই দাবি খারিজ হয়।

এদিকে আই লিগের দ্বিতীয় ডিভিশনের ভবিষ্যৎ কোন পথে তা একটা বড় প্রশ্ন । লকডাউনের ফলে আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু করার ব্যাপারে দোলাচলে ফেডারেশন । তারা বিষয়টি ফেডারেশনের কার্যকরী কমিটির ওপর ছাড়তে চায় ।

Last Updated : Apr 19, 2020, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.