দিল্লি, 26 জানুয়ারি : ভারতের প্রাক্তন গোলকিপার প্রশান্ত ডোরার মৃত্য়ুতে শোকপ্রকাশ করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ আজ কলকাতায় তাঁর মৃত্য়ু হয় ৷ আন্তর্জাতিক ফুটবলে নেপালের বিরুদ্ধে কাঠমান্ডুতে প্রশান্ত ডোরা তাঁর ডেবিউ করেন ৷ সাফ কাপে 1999 সালে সেই ম্য়াচ খেলেছিলেন তিনি ৷ যেখানে ভারতীয় ফুটবল দল ব্রোঞ্জ পদক জিতেছিল ৷ তিনি ভারতের হয়ে 4টি ম্য়াচে প্রতিনিধিত্ব করেছিলেন ৷
গত 28 ডিসেম্বর থেকে কলকাতায় একটি হাসপাতালে ভরতি ছিলেন প্রশান্ত ডোরা ৷ এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্য়াটেল তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘‘প্রশান্ত ডোরা আর নেই, এই খবরটা শুনে খুবই মর্মাহত হয়েছি ৷ আমি শোকপ্রকাশ করি ৷’’ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস বলেন, ‘‘প্রশান্ত ডোরা একজন আন্তর্জাতিক মানের গোলকিপার ছিলেন ৷ যিনি আন্তর্জাতিক স্তরে ও ঘরোয়া ফুটবলে তাঁর অবদান রেখেছেন ৷ আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷’’
আরও পড়ুন : সব চেষ্টা ব্যর্থ, প্রয়াত প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা
2000 ও 2001 সালে ডোরা বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছিলেন ৷ ক্লাব স্তরে কলকাতা ময়দানের তিন বড় দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, এছাড়াও টালিগঞ্জ অগ্রগামী ও জেটিসি-র হয়ে খেলেছেন প্রশান্ত ডোরা ৷