ETV Bharat / sports

Copa America 2021 : বিরক্ত নেইমার ! কিন্তু কেন...

ইনস্টাগ্রামে নেইমার একটি ছবি পোস্ট করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘কোথায় ব্রাজিল তার পরের ম্যাচ খেলতে চলেছে ?’’ ছবিটি 2012 সালের অলিম্পিক্সের সময় ওয়েম্বলি স্টেডিয়ামের ৷ পেরুকে 4-0 গোলে হারানোর দিনেও রিওর মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নেইমার ৷

নেইমার
নেইমার
author img

By

Published : Jun 29, 2021, 11:57 AM IST

রিও ডি জেনিইরো , 29 জুন : ফের একবার কোপা আমেরিকার মাঠ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ৷ চিলির বিরুদ্ধে শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রিও ডি জেনিইরোর নিলটন স্যান্টোস স্টেডিয়ামে খেলবে ব্রাজিল ৷ যে স্টেডিয়াম নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে ৷

ইনস্টাগ্রামে নেইমার একটি ছবি পোস্ট করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘কোথায় ব্রাজিল তার পরের ম্যাচ খেলতে চলেছে ?’’ ছবিটি 2012 সালের অলিম্পিক্সের সময় ওয়েম্বলি স্টেডিয়ামের ৷ পেরুকে 4-0 গোলে হারানোর দিনেও রিওর মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নেইমার ৷

আরও পড়ুন : Euro 2020 : ফেডেরার দেশে ফুটবলের সূর্যোদয়, ফ্রান্সকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

তবে নেইমার একা নন, আর্জিন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কোলানি ও নিলটন স্যান্টোসের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ৷ সপ্তাহন্তে ব্রাজিলিয়ান মিডিয়া রিপোর্ট করে যে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে কুইয়েবার পানটালান এরিনায় খেলতে চায় ৷ কারণ অবশ্যই রিও ডি জেনিইরো নিলটন স্যান্টোসের মাঠ ৷ তবে ব্রাজিল জিতলেও সেমিফাইনালেও এই একই স্টেডিয়ামে খেলবেন নেইমাররা ৷

রিও ডি জেনিইরো , 29 জুন : ফের একবার কোপা আমেরিকার মাঠ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ৷ চিলির বিরুদ্ধে শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রিও ডি জেনিইরোর নিলটন স্যান্টোস স্টেডিয়ামে খেলবে ব্রাজিল ৷ যে স্টেডিয়াম নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে ৷

ইনস্টাগ্রামে নেইমার একটি ছবি পোস্ট করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘কোথায় ব্রাজিল তার পরের ম্যাচ খেলতে চলেছে ?’’ ছবিটি 2012 সালের অলিম্পিক্সের সময় ওয়েম্বলি স্টেডিয়ামের ৷ পেরুকে 4-0 গোলে হারানোর দিনেও রিওর মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নেইমার ৷

আরও পড়ুন : Euro 2020 : ফেডেরার দেশে ফুটবলের সূর্যোদয়, ফ্রান্সকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

তবে নেইমার একা নন, আর্জিন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কোলানি ও নিলটন স্যান্টোসের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ৷ সপ্তাহন্তে ব্রাজিলিয়ান মিডিয়া রিপোর্ট করে যে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে কুইয়েবার পানটালান এরিনায় খেলতে চায় ৷ কারণ অবশ্যই রিও ডি জেনিইরো নিলটন স্যান্টোসের মাঠ ৷ তবে ব্রাজিল জিতলেও সেমিফাইনালেও এই একই স্টেডিয়ামে খেলবেন নেইমাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.