ETV Bharat / sports

কলকাতায় বাতিল প্রাক বিশ্বকাপ ম্যাচ, হতাশ আফগান অধিনায়ক

প্রায় একযুগ ধরে ভারতীয় ক্লাব ফুটবলে খেলার নিরিখে এই দেশ তার কাছে সেকেন্ড হোম । প্রথমে মুম্বই, তারপর গোয়া হয়ে কেরালার ক্লাবে খেলছেন জোহিব ইসলাম আমিরি ।

জোহিব ইসলাম আমিরি
জোহিব ইসলাম আমিরি
author img

By

Published : May 6, 2020, 9:00 PM IST

কলকাতা, 6 মে: কানায় কানায় পূর্ণ যুবভারতীতে ভারতীয় দলের মোকাবিলা করা হবে না জেনে হতাশ আফগানিস্তানের অধিনায়ক জোহিব ইসলাম আমিরি । 9 জুন কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপ ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের । কিন্তু কোরোনা আতঙ্কে বাকি সব ফুটবল টুর্নামেন্টের মতো বাতিল করা হয়েছে প্রাক বিশ্বকাপ ম্যাচও । ফুটবল পাগল কলকাতার দর্শকের সামনে ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোসের সীমা নেই আফগান অধিনায়কের ।

কলকাতায় নিজেদের ফুটবল নৈপুণ্য দেখানোর জন্য মুখিয়ে ছিল আফগানিস্তান । বিশেষ করে অধিনায়ক জোহিব ইসলাম আমিরি । গোকুলাম কেরালা FC-র হয়ে খেলার সুবাদে কলকাতার দর্শক ভরা স্টেডিয়ামে খেলার উত্তেজনাটা ভালোমতোই অনুভব করেছেন তিনি । জাতীয় দলের সতীর্থদেরও সেই গল্প শুনিয়েছেন । পাশাপাশি কলকাতাবাসীর ফুটবল প্রেমের কথাও অজানা নেই তাঁর । আফগানিস্তানের জাতীয় দলের সতীর্থরা আমিরির কাছে ভারতীয় ফুটবল নিয়ে খবর নিয়েছেন । আমিরির কথায়, "কলকাতায় খেলার ঘোষণা হওয়ায় আমরা সকলেই আনন্দিত হয়েছিলাম । সতীর্থরা আমাকে ভারতীয় ফুটবল নিয়ে জিজ্ঞাসা করেছিল ।" তিনি আরও বলেছেন, "ফুটবল প্রেমের সেরা শহরে খেলতে যাচ্ছি । এটা ভেবেই খুশি ছিলাম । ওখানে মাঠের চরিত্র অসাধারণ । দর্শক ভরতি স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতাটাই আলাদা ।"

প্রাক বিশ্বকাপ প্রথম পর্বের ম্যাচের একটি মুহূর্ত
প্রাক বিশ্বকাপ প্রথম পর্বের ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর কয়েকমাসের মধ্যে তিলোত্তমায় আরও একটি প্রাক বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা ছিল । স্বাভাবিকভাবে আগ্রহ তুঙ্গে ছিল ফুটবলপ্রেমীদের । আমিরি বলছেন, তাঁরা ভারতে খেলতে আসার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন । কিন্তু ম্যাচ বাতিল হতেই হতাশ হয়ে পড়েন ।
2011সাল থেকে ভারতীয় ক্লাব ফুটবলে খেলছেন আমিরি । এখানকার ফুটবল মহলে বেশ পরিচিত এবং জনপ্রিয় মুখ তিনি । প্রায় একযুগ ধরে ভারতীয় ক্লাব ফুটবলে খেলার নিরিখে এই দেশ তার কাছে সেকেন্ড হোম । প্রথমে মুম্বই, তারপর গোয়া হয়ে কেরালার ক্লাবে খেলছেন আমিরি । গত নভেম্বরে ভারতের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল আফগানিস্তান ।

কলকাতা, 6 মে: কানায় কানায় পূর্ণ যুবভারতীতে ভারতীয় দলের মোকাবিলা করা হবে না জেনে হতাশ আফগানিস্তানের অধিনায়ক জোহিব ইসলাম আমিরি । 9 জুন কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপ ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের । কিন্তু কোরোনা আতঙ্কে বাকি সব ফুটবল টুর্নামেন্টের মতো বাতিল করা হয়েছে প্রাক বিশ্বকাপ ম্যাচও । ফুটবল পাগল কলকাতার দর্শকের সামনে ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোসের সীমা নেই আফগান অধিনায়কের ।

কলকাতায় নিজেদের ফুটবল নৈপুণ্য দেখানোর জন্য মুখিয়ে ছিল আফগানিস্তান । বিশেষ করে অধিনায়ক জোহিব ইসলাম আমিরি । গোকুলাম কেরালা FC-র হয়ে খেলার সুবাদে কলকাতার দর্শক ভরা স্টেডিয়ামে খেলার উত্তেজনাটা ভালোমতোই অনুভব করেছেন তিনি । জাতীয় দলের সতীর্থদেরও সেই গল্প শুনিয়েছেন । পাশাপাশি কলকাতাবাসীর ফুটবল প্রেমের কথাও অজানা নেই তাঁর । আফগানিস্তানের জাতীয় দলের সতীর্থরা আমিরির কাছে ভারতীয় ফুটবল নিয়ে খবর নিয়েছেন । আমিরির কথায়, "কলকাতায় খেলার ঘোষণা হওয়ায় আমরা সকলেই আনন্দিত হয়েছিলাম । সতীর্থরা আমাকে ভারতীয় ফুটবল নিয়ে জিজ্ঞাসা করেছিল ।" তিনি আরও বলেছেন, "ফুটবল প্রেমের সেরা শহরে খেলতে যাচ্ছি । এটা ভেবেই খুশি ছিলাম । ওখানে মাঠের চরিত্র অসাধারণ । দর্শক ভরতি স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতাটাই আলাদা ।"

প্রাক বিশ্বকাপ প্রথম পর্বের ম্যাচের একটি মুহূর্ত
প্রাক বিশ্বকাপ প্রথম পর্বের ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর কয়েকমাসের মধ্যে তিলোত্তমায় আরও একটি প্রাক বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা ছিল । স্বাভাবিকভাবে আগ্রহ তুঙ্গে ছিল ফুটবলপ্রেমীদের । আমিরি বলছেন, তাঁরা ভারতে খেলতে আসার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন । কিন্তু ম্যাচ বাতিল হতেই হতাশ হয়ে পড়েন ।
2011সাল থেকে ভারতীয় ক্লাব ফুটবলে খেলছেন আমিরি । এখানকার ফুটবল মহলে বেশ পরিচিত এবং জনপ্রিয় মুখ তিনি । প্রায় একযুগ ধরে ভারতীয় ক্লাব ফুটবলে খেলার নিরিখে এই দেশ তার কাছে সেকেন্ড হোম । প্রথমে মুম্বই, তারপর গোয়া হয়ে কেরালার ক্লাবে খেলছেন আমিরি । গত নভেম্বরে ভারতের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল আফগানিস্তান ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.