কাবুল, 19 অগস্ট : তালিবানিদের হাত থেকে বাঁচতে চেয়েছিলেন ৷ এতটাই মরিয়া ছিলেন যে বিমানের চাকায় উঠে পড়েন ৷ আর তাতেই সমাপ্তি ঘটল এক ফুটবল প্রতিভার ৷ সেদিন কাবুল বিমানবন্দরের অদূরে আমেরিকার কার্গো বিমান থেকে পড়ে মৃত্যু হয়েছে আফগানিস্তানে জাতীয় দলের এক ফুটবলারের ৷ নাম জাকি আনওয়ারি ৷ USAF বোয়িং C-17 বিমান থেকে পড়ে 19 বছরের জাকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা আরিয়ানা ৷
গত রবিবার আফগানিস্তানে তালিবানরা কব্জা করতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে যায় ৷ সোমবার কাবুল বিমানবন্দরে মারমারি করে বিমানে উঠতে দেখা যায় অসংখ্য় মানুষকে ৷ USAF বোয়িং C-17 বিমানে সেদিন উঠে পড়েন 640 জন যাত্রী ৷ যাঁরা বিমানের ভেতর জায়গা পাননি তাঁরা বিমানের চাকা অথবা ডানার খাঁজে বসে পড়েন ৷ তাঁদের মধ্যেই একজন ছিলেন জাকি ৷ ল্যান্ডিং গিয়ারে নিজেদের বেঁধে ফেলেন ৷ কিন্তু আকাশে বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই গা শিউরে ওঠা দৃশ্য দেখা যায় ৷ বিমান থেকে পরপর দুজন মানুষকে নিচে পড়ে যেতে দেখা যায় ৷ পরে জানা যায় তাঁরা দুই ভাই রেজা এবং কবীর ৷ বিমানবন্দরের কাছাকাছি একটি বাড়ির ছাদে গিয়ে পড়ে তাঁদের দেহ ৷
আরও পড়ুন : Taliban in Afghanistan: কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল
এমনই মর্মান্তিক পরিণতি হয়েছে আনওয়ারির সঙ্গেও ৷ বিমানের চাকায় দেহাবশেষ পাওয়া গিয়েছিল ৷ সেই দেহাবশেষ যে আনওয়ারির তা এতদিনের জানা গিয়েছে ৷ 19 বছরের আনওয়ারি আফগানিস্তানের যুব দলের সদস্য ছিলেন ৷ সংবাদ সংস্থা আরিয়ানাকে আনওয়ারির মৃত্যুর খবর জানিয়েছে দেশের স্পোর্টস জেনারেল ডিরেক্টরেট ৷ এদিকে আজ কাবুলে ভারতীয় দূতাবাসের 150 জন কর্মীকে নিয়ে দিল্লি আসে এয়ার ইন্ডিয়ার বিমান ৷