ETV Bharat / sports

বাংলাদেশের কাছে আটকে গেলেন সুনীলরা

author img

By

Published : Oct 15, 2019, 11:39 PM IST

Updated : Oct 16, 2019, 1:15 AM IST

যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের পক্ষে স্কোরলাইন 1-1। বাংলাদেশের হয়ে গোল করেন সাদউদ্দিন । ম্যাচের 42 মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল 22 নম্বর জার্সিধারী সাদউদ্দিনের ।

বাংলাদেশের কাছে আটকে গেলেন সুনীলরা

কলকাতা, 15 অক্টোবর : ব্র্যানডনের কর্নার থেকে আদিলের হেড জালে জড়াতেই জেগে উঠল যুবভারতী ক্রীড়াঙ্গন । পিছিয়ে থাকার যন্ত্রণা সরিয়ে মিরাকেলের আশায় মাঠে উপস্থিত হাজার তেষট্টি দর্শক । কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র হারের লজ্জা বাঁচালেও প্রাক-বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার আশা ভারতের প্রায় শেষ ।

বাংলাদেশের প্রতি আক্রমণ ও ইয়াসিনের কাছে থমকে গেল ভারত । যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের পক্ষে স্কোরলাইন 1-1। বাংলাদেশের হয়ে গোল করেন সাদউদ্দিন । ম্যাচের 42 মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল 22 নম্বর জার্সিধারী সাদউদ্দিনের ।

2003 সালে শেষবার ভারতের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল বাংলাদেশ । পরবর্তী দু'বার বাংলাদেশের নিশ্চিত জয়ে কাঁটা ছড়িয়ে ছিলেন সুনীল ছেত্রী । এবারও ভারত অধিনায়ক চেষ্টায় খামতি রাখেননি । কিন্তু শেষরক্ষা হল না ।

কলকাতা, 15 অক্টোবর : ব্র্যানডনের কর্নার থেকে আদিলের হেড জালে জড়াতেই জেগে উঠল যুবভারতী ক্রীড়াঙ্গন । পিছিয়ে থাকার যন্ত্রণা সরিয়ে মিরাকেলের আশায় মাঠে উপস্থিত হাজার তেষট্টি দর্শক । কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র হারের লজ্জা বাঁচালেও প্রাক-বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার আশা ভারতের প্রায় শেষ ।

বাংলাদেশের প্রতি আক্রমণ ও ইয়াসিনের কাছে থমকে গেল ভারত । যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের পক্ষে স্কোরলাইন 1-1। বাংলাদেশের হয়ে গোল করেন সাদউদ্দিন । ম্যাচের 42 মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল 22 নম্বর জার্সিধারী সাদউদ্দিনের ।

2003 সালে শেষবার ভারতের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল বাংলাদেশ । পরবর্তী দু'বার বাংলাদেশের নিশ্চিত জয়ে কাঁটা ছড়িয়ে ছিলেন সুনীল ছেত্রী । এবারও ভারত অধিনায়ক চেষ্টায় খামতি রাখেননি । কিন্তু শেষরক্ষা হল না ।

Intro:ব্র্যানডনের কর্নার থেকে আদিলের হেড জালে জড়াতেই জেগে উঠল যুবভারতী ক্রীড়াঙ্গন।পিছিয়ে থাকার যন্ত্রণা সরিয়ে মিরাক্যালের আশায় মাঠে উপস্থিত হাজার তেষট্টি দর্শক।কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র হারের লজ্জা বাচালেও প্রাক বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার ভারতের আশা শেষ।
বাংলাদেশের প্রতিআক্রমন ও ইয়াসিনের কাছে থমকে গেল ভারত। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের পক্ষে স্কোরলাইন 1-1.।বাংলাদেশের হয়ে গোল সাদ উদ্দিনের। ম্যাচের 42 মিনিটে জামাল ভুইয়ার ফ্রিকিকে মাথা ছুইয়ে গোল বাইশ নম্বর জার্সিধারী সাদ উদ্দিনের।
2003 সালে শেষবার ভারতের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল বাংলাদেশ। পরবর্তী দুবার বাংলাদেশের নিশ্চিত জয়ে কাটা ছড়িয়ে ছিলেন সুনীল ছেত্রী। ভারত অধিনায়ক চেষ্টায় খামতি রাখেননি। কিন্তু গোলমুখে ব্যর্থতা ভারতকে জিততে দিল না।


Body:ভারত


Conclusion:
Last Updated : Oct 16, 2019, 1:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.