চণ্ডীগড়, 17 অক্টোবর : ইনস্টা লাইভ সেশনে যুজবেন্দ্র চাহালকে করা জাতিবিদ্বেষমূলক মন্তব্যের জেরে হরিয়ানা হিসার জেলা পুলিশের হাতে গ্রেফতার হলেন ক্রিকেটার যুবরাজ সিং ৷ যদিও পরে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি ৷
ঘটনার সূত্রপাত 2020 সালের জুনে ৷ অতিমারি পরিস্থিতিতে দেশজুড়ে যখন স্তব্ধ সমস্তকিছু ৷ তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই ভরসা ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যাথলিটদের ৷ এহেন পরিস্থিতিতে জাতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে আড্ডা দিয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ৷
সেখানে জাতীয় দলের রিস্ট-স্পিনার যুজবেন্দ্র চাহালের সোশ্যাল মিডিয়ায় অতিসক্রিয়তা নিয়ে যুবিকে প্রশ্ন করেন রোহিত ৷ তার পরিপ্রেক্ষিতেই চাহালকে একটি জাতিবিদ্বেষমূলক মন্তব্য করে বসেন 2011 বিশ্বজয়ের নায়ক ৷ গোটা বিষয়টি নিছক মজার ছলে হলেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ছয় ছক্কার নায়ককে ৷
ঘটনা এখানেই থেমে থাকেনি ৷ পরবর্তীতে হরিয়ানার হানসি পুলিশ স্টেশনে যুবরাজের নামে দায়ের হয় মামলা ৷ তার ভিত্তিতেই এদিন যুবরাজের গ্রেফতারি ৷ যদিও পঞ্জাব- হরিয়ানা হাইকোর্ট আগেই এই মামলায় আসরে নেমেছিল ৷ মামলার পরিপ্রেক্ষিতে ক্ষমাপ্রার্থী যুবরাজ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ৷ সেই মোতাবেক হাইকোর্ট যুবরাজকে গ্রেফতারির বিষয়ে জানিয়েছিল, গ্রেফতার করলেও অন্তর্বর্তী জামিন দিতে হবে ৷
আরও পড়ুন : ভাবনায় দ্রাবিড়কে রেখেই বিরাটদের কোচের পদে আবেদন চাইল বিসিসিআই
তাই রবিবার আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতের নির্দেশেই হিসার জেলা পুলিশের কাছে গিয়েছিলেন যুবি ৷ কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর চণ্ডীগড় ছাড়েন তিনি ৷