ETV Bharat / sports

Avi Barot dies : হার্ট অ্যাটাক ! মাত্র 29 বছর বয়সে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের - অভি বারোট

শুক্রবার বিজয়া দশমীর দিন সৌরাষ্ট্রের হয়ে রণজি খেলা এই ক্রিকেটারের মৃত্যু হয় ৷ অনূর্ধ্ব -19 ভারতীয় দলের অধিনায়ক ছিলেন অভি ৷

Avi Barot dies
Avi Barot dies
author img

By

Published : Oct 16, 2021, 11:16 AM IST

রাজকোট, 16 অক্টোবর : জীবন বড়ই অনিশ্চয় ৷ মাত্র 29 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার অভি বারোট ৷ শুক্রবার বিজয়া দশমীর দিন সৌরাষ্ট্রের হয়ে রণজি খেলা এই ক্রিকেটারের মৃত্যু হয় ৷ একসময় অনূর্ধ্ব -19 ভারতীয় দলের অধিনায়ক ছিলেন অভি ৷ তাঁর প্রয়াণের খবর জানিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ তরুণ ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক বার্তা জানানোর পাশাপাশি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে সৌরাষ্ট্রের ক্রিকেট সংস্থা ৷

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়দেব শাহ বলেছেন, "অত্যন্ত বেদনাদায়ক খবর ৷ ও দারুণ টিমমেট ছিল ৷ ক্রিকেটের স্কিল ছিল দেখার মতো ৷ সাম্প্রতিককালে খেলা প্রতিটি ঘরোয়া ম্যাচে ও দারুণ পারফর্ম করেছিল ৷ বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ভাল মানুষ ৷ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত প্রতিটি মানুষ শোকে বিহ্বল ৷" সৌরাষ্ট্র ছাড়াও হরিয়ানা এবং গুজরাতের হয়েও খেলেছেন অভি ৷

অভির কেরিয়ার

ডানহাতি উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলতেন অভি বারোট ৷ এছাড়া অফস্পিনও করতে পারতেন ৷ কেরিয়ারে 38টি প্রথম শ্রেণির ম্যাচ, 38টি লিস্ট এ ম্যাচ এবং 20টি ঘরোয়া টি-20 ম্যাচ খেলেছেন ৷ প্রথম শ্রেণির কেরিয়ারের 1547 রান রয়েছে তাঁর ৷ লিস্ট এ ম্যাচে 1030 রান এবং টি-20তে 717 রান সংগ্রহ করেছেন তিনি ৷ 2019-20 মরশুমে বাংলাকে হারিয়ে রণজি খেতাব জিতেছিল সৌরাষ্ট্র ৷ সেই দলের সদস্য ছিলেন অভি বারোট ৷ সৌরাষ্ট্রের হয়ে 21টি রণজি ট্রফি ম্যাচ খেলেছেন তিনি ৷

আরও পড়ুন : Rahul Dravid : বিরাটদের কোচ হচ্ছেন দ্রাবিড়, টি-20 বিশ্বকাপের পর নেবেন দায়িত্ব

2011 সালে ভারতীয় অনূর্ধ্ব 19 টিমের অধিনায়ক ছিলেন অভি ৷ ঘরোয়া টি-20তে একমাত্র শতরান করেছিলেন তিনি ৷ সেবছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান করেন ৷

রাজকোট, 16 অক্টোবর : জীবন বড়ই অনিশ্চয় ৷ মাত্র 29 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার অভি বারোট ৷ শুক্রবার বিজয়া দশমীর দিন সৌরাষ্ট্রের হয়ে রণজি খেলা এই ক্রিকেটারের মৃত্যু হয় ৷ একসময় অনূর্ধ্ব -19 ভারতীয় দলের অধিনায়ক ছিলেন অভি ৷ তাঁর প্রয়াণের খবর জানিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ তরুণ ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক বার্তা জানানোর পাশাপাশি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে সৌরাষ্ট্রের ক্রিকেট সংস্থা ৷

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়দেব শাহ বলেছেন, "অত্যন্ত বেদনাদায়ক খবর ৷ ও দারুণ টিমমেট ছিল ৷ ক্রিকেটের স্কিল ছিল দেখার মতো ৷ সাম্প্রতিককালে খেলা প্রতিটি ঘরোয়া ম্যাচে ও দারুণ পারফর্ম করেছিল ৷ বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ভাল মানুষ ৷ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত প্রতিটি মানুষ শোকে বিহ্বল ৷" সৌরাষ্ট্র ছাড়াও হরিয়ানা এবং গুজরাতের হয়েও খেলেছেন অভি ৷

অভির কেরিয়ার

ডানহাতি উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলতেন অভি বারোট ৷ এছাড়া অফস্পিনও করতে পারতেন ৷ কেরিয়ারে 38টি প্রথম শ্রেণির ম্যাচ, 38টি লিস্ট এ ম্যাচ এবং 20টি ঘরোয়া টি-20 ম্যাচ খেলেছেন ৷ প্রথম শ্রেণির কেরিয়ারের 1547 রান রয়েছে তাঁর ৷ লিস্ট এ ম্যাচে 1030 রান এবং টি-20তে 717 রান সংগ্রহ করেছেন তিনি ৷ 2019-20 মরশুমে বাংলাকে হারিয়ে রণজি খেতাব জিতেছিল সৌরাষ্ট্র ৷ সেই দলের সদস্য ছিলেন অভি বারোট ৷ সৌরাষ্ট্রের হয়ে 21টি রণজি ট্রফি ম্যাচ খেলেছেন তিনি ৷

আরও পড়ুন : Rahul Dravid : বিরাটদের কোচ হচ্ছেন দ্রাবিড়, টি-20 বিশ্বকাপের পর নেবেন দায়িত্ব

2011 সালে ভারতীয় অনূর্ধ্ব 19 টিমের অধিনায়ক ছিলেন অভি ৷ ঘরোয়া টি-20তে একমাত্র শতরান করেছিলেন তিনি ৷ সেবছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.