ETV Bharat / sports

WTC Final : যুগ্ম বিজয়ী নাকি শেষ মুহূর্তে বাজিমাত করবে কেউ ; নজর সাউদাম্পটনে - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র অথবা টাই হলে ভারত ও নিউজ়িল্যান্ড উভয় দলকে যুগ্ম জয়ী ঘোষণা করা হবে ৷ সেক্ষেত্রে আর্থিক পুরস্কার দুটো দলকে সমানভাবে ভাগ করে দিতে হবে ৷ বিজয়ী দলকে 1.6 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ রানার্স দলের জন্য 800,000 মার্কিন ডলার আর্থিক পুরস্কার রাখা হয়েছে ৷ দুটো মিলিয়ে মোর্ট অর্থ দাঁড়াচ্ছে 2.4 মিলিয়ন মার্কিন ডলার ৷ ফলে দুটি দল 1.2 মিলিয়ন মার্কিন ডলার করে ঘরে নিয়ে যাবে ৷

wtc final
wtc final
author img

By

Published : Jun 23, 2021, 4:41 PM IST

সাউদাম্পটন, 23 জুন : পাঁচদিন ধরে সাউদাম্পটনে খেলে গেল বৃষ্টি ৷ এবার পালা কোহলি-পূজারাদের ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আজ শেষদিন ৷ ক্রিকেটের আদিতম ফরম্যাটের সেরা কে তা আজই চূড়ান্ত হয়ে যাবে ৷ আবার নাও হতে পারে ৷ তিন রকমের ফলাফলের সম্ভাবনা রয়েছে ৷ ম্যাচ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে হয় ফাইনাল ড্র হবে না হলে যেকোনও একটা দল বাজিমাত করবে ৷

ইতিমধ্যেই ষষ্ঠদিনের (রিজার্ভ ডে) খেলা শুরু হয়েছে ৷ সাউদাম্পটনে আবহাওয়া বলছে, আজ সারাদিন বিঘ্ন ঘটাবে না বৃষ্টি ৷ বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা আধঘণ্টা পর শুরু হয়েছিল ৷ আজ অবশ্য নির্দিষ্ট সময়ে খেলা শুরু হয়েছে ৷ বোলারদের দারুণ পারফরম্যান্সে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডকে 249 রানে গুটিয়ে দেয় ভারত ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে রোহিত শর্মা ও শুভমন গিলের উইকেট খুইয়ে 64 রান করেছিল ভারত ৷

আর্থিক পুরস্কার দুটি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে
আর্থিক পুরস্কার দুটি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে

ফাইনাল জিততে হলে ভারতের কী করণীয় ?

পঞ্চম দিনের শেষে ক্রিজে ছিলেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি ৷ তবে ম্যাচ শুরু হতেই বিরাট ও পূজারার গুরুত্বপূর্ণ উইকেট খুইয়েছে ভারত ৷ ক্রিজে নেমেছেন অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থ ৷ এই দুজনের উপর ভারতীয় সমর্থকদের চোখ ৷ জিততে হলে রাহানে-পন্থকে দ্রুত রান তোলায় মন দিতে হবে ৷

কঠিন পরিস্থিতিতে ক্রিজ আঁকড়ে ধরে পড়ে থেকে স্কোর এগিয়ে নিয়ে যেতে ওস্তাদ রাহানে ৷ অন্যদিকে এমন পরিস্থিতিতে ঋষভ পন্থের ব্যাট জ্বলে ওঠে ৷ অস্ট্রেলিয়া সফরেই এর প্রমাণ মিলেছে ৷ ভারতীয় সমর্থকরা বলছেন, ভারতীয় দলকে 180 থেকে 200 রানের আশপাশে স্কোর খাড়া করতে হবে ৷ এই স্কোর তুলতে পারলে বাকি কাজটা দলের বোলিং ব্রিগেড বুঝে নেবে ৷

ড্র হলে দুটি দলই এই গদার অধিকারী হবে
ড্র হলে দুটি দলই এই গদার অধিকারী হবে

মাস্টার ব্লাস্টারের পরামর্শ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ভারতীয় দলকে পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ ম্যাচ শুরুর আগে টুইটারে সচিন লিখেছেন, দিনের প্রথম 10 ওভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ প্রথম সেশনেই স্পষ্ট হয়ে যাবে ম্যাচের ভবিষ্যৎ কী হতে চলেছে ৷ ভারতীয় ব্যাটসম্যানদের রান রেট 2.3 এর আশপাশে রাখতে হবে ৷ দু দলের তরফে আজ অন্যরকম কিছু কৌশল দেখার অপেক্ষায় রয়েছি ৷

  • First 10 overs today will be critical & the 1st session will decide in which direction the match will head.

    India will have to plan the day backwards & with the match run-rate hovering around 2.3 rpo, we will see some different use of tactics by both sides today.#WTC21 #INDvNZ

    — Sachin Tendulkar (@sachin_rt) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিউজ়িল্যান্ডের কাছেও রয়েছে সুযোগ

কিউয়িরা চাইবে যত দ্রুত সম্ভব ভারতকে গুটিয়ে দেওয়ার ৷ খেলা শুরুর আধঘণ্টার মধ্যে পূজারা ও কোহলিকে ফিরিয়েছে তারা ৷ ভারতকে যদি 150-র আশপাশে গুটিয়ে দিতে পারে তাহলে দ্রুত রান তুলে লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা তারা করবেই ৷ অতএব ফলাফল কী হতে পারে তা কেউ জানে না ৷

ফাইনাল ড্র হলে কী হবে ?

আইসিসি আগেই জানিয়ে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র অথবা টাই হলে ভারত ও নিউজ়িল্যান্ড উভয় দলকে যুগ্ম জয়ী ঘোষণা করা হবে ৷ সেক্ষেত্রে আর্থিক পুরস্কার দুটো দলকে সমানভাবে ভাগ করে দিতে হবে ৷ বিজয়ী দলকে 1.6 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ রানার্স দলের জন্য 800,000 মার্কিন ডলার আর্থিক পুরস্কার রাখা হয়েছে ৷ দুটো মিলিয়ে মোর্ট অর্থ দাঁড়াচ্ছে 2.4 মিলিয়ন মার্কিন ডলার ৷ ফলে দুটি দল 1.2 মিলিয়ন মার্কিন ডলার করে ঘরে নিয়ে যাবে ৷

WTC ফাইনাল ট্রফির কী হবে ?

অতীতে আইসিসি টেস্টের গদা (ট্রফি) তুলে দেওয়া হত টেস্টে শীর্ষে থাকা দলকে ৷ বছরের একটি নির্ধারিত সময়ে টেস্ট ক্রমতালিকার শীর্ষে থাকা দলের হাতে গদা ও আর্থিক পুরস্কার দেওয়া হত ৷ এখন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলের হাতে গদা ও আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ কিন্তু ফাইনাল ড্র হলে ভারত ও নিউজ়িল্যান্ড উভয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ৷ পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল না হওয়া পর্যন্ত ট্রফি থাকবে দুটি দলের কাছে ৷

সাউদাম্পটন, 23 জুন : পাঁচদিন ধরে সাউদাম্পটনে খেলে গেল বৃষ্টি ৷ এবার পালা কোহলি-পূজারাদের ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আজ শেষদিন ৷ ক্রিকেটের আদিতম ফরম্যাটের সেরা কে তা আজই চূড়ান্ত হয়ে যাবে ৷ আবার নাও হতে পারে ৷ তিন রকমের ফলাফলের সম্ভাবনা রয়েছে ৷ ম্যাচ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে হয় ফাইনাল ড্র হবে না হলে যেকোনও একটা দল বাজিমাত করবে ৷

ইতিমধ্যেই ষষ্ঠদিনের (রিজার্ভ ডে) খেলা শুরু হয়েছে ৷ সাউদাম্পটনে আবহাওয়া বলছে, আজ সারাদিন বিঘ্ন ঘটাবে না বৃষ্টি ৷ বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা আধঘণ্টা পর শুরু হয়েছিল ৷ আজ অবশ্য নির্দিষ্ট সময়ে খেলা শুরু হয়েছে ৷ বোলারদের দারুণ পারফরম্যান্সে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডকে 249 রানে গুটিয়ে দেয় ভারত ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে রোহিত শর্মা ও শুভমন গিলের উইকেট খুইয়ে 64 রান করেছিল ভারত ৷

আর্থিক পুরস্কার দুটি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে
আর্থিক পুরস্কার দুটি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে

ফাইনাল জিততে হলে ভারতের কী করণীয় ?

পঞ্চম দিনের শেষে ক্রিজে ছিলেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি ৷ তবে ম্যাচ শুরু হতেই বিরাট ও পূজারার গুরুত্বপূর্ণ উইকেট খুইয়েছে ভারত ৷ ক্রিজে নেমেছেন অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থ ৷ এই দুজনের উপর ভারতীয় সমর্থকদের চোখ ৷ জিততে হলে রাহানে-পন্থকে দ্রুত রান তোলায় মন দিতে হবে ৷

কঠিন পরিস্থিতিতে ক্রিজ আঁকড়ে ধরে পড়ে থেকে স্কোর এগিয়ে নিয়ে যেতে ওস্তাদ রাহানে ৷ অন্যদিকে এমন পরিস্থিতিতে ঋষভ পন্থের ব্যাট জ্বলে ওঠে ৷ অস্ট্রেলিয়া সফরেই এর প্রমাণ মিলেছে ৷ ভারতীয় সমর্থকরা বলছেন, ভারতীয় দলকে 180 থেকে 200 রানের আশপাশে স্কোর খাড়া করতে হবে ৷ এই স্কোর তুলতে পারলে বাকি কাজটা দলের বোলিং ব্রিগেড বুঝে নেবে ৷

ড্র হলে দুটি দলই এই গদার অধিকারী হবে
ড্র হলে দুটি দলই এই গদার অধিকারী হবে

মাস্টার ব্লাস্টারের পরামর্শ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ভারতীয় দলকে পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ ম্যাচ শুরুর আগে টুইটারে সচিন লিখেছেন, দিনের প্রথম 10 ওভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ প্রথম সেশনেই স্পষ্ট হয়ে যাবে ম্যাচের ভবিষ্যৎ কী হতে চলেছে ৷ ভারতীয় ব্যাটসম্যানদের রান রেট 2.3 এর আশপাশে রাখতে হবে ৷ দু দলের তরফে আজ অন্যরকম কিছু কৌশল দেখার অপেক্ষায় রয়েছি ৷

  • First 10 overs today will be critical & the 1st session will decide in which direction the match will head.

    India will have to plan the day backwards & with the match run-rate hovering around 2.3 rpo, we will see some different use of tactics by both sides today.#WTC21 #INDvNZ

    — Sachin Tendulkar (@sachin_rt) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিউজ়িল্যান্ডের কাছেও রয়েছে সুযোগ

কিউয়িরা চাইবে যত দ্রুত সম্ভব ভারতকে গুটিয়ে দেওয়ার ৷ খেলা শুরুর আধঘণ্টার মধ্যে পূজারা ও কোহলিকে ফিরিয়েছে তারা ৷ ভারতকে যদি 150-র আশপাশে গুটিয়ে দিতে পারে তাহলে দ্রুত রান তুলে লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা তারা করবেই ৷ অতএব ফলাফল কী হতে পারে তা কেউ জানে না ৷

ফাইনাল ড্র হলে কী হবে ?

আইসিসি আগেই জানিয়ে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র অথবা টাই হলে ভারত ও নিউজ়িল্যান্ড উভয় দলকে যুগ্ম জয়ী ঘোষণা করা হবে ৷ সেক্ষেত্রে আর্থিক পুরস্কার দুটো দলকে সমানভাবে ভাগ করে দিতে হবে ৷ বিজয়ী দলকে 1.6 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ রানার্স দলের জন্য 800,000 মার্কিন ডলার আর্থিক পুরস্কার রাখা হয়েছে ৷ দুটো মিলিয়ে মোর্ট অর্থ দাঁড়াচ্ছে 2.4 মিলিয়ন মার্কিন ডলার ৷ ফলে দুটি দল 1.2 মিলিয়ন মার্কিন ডলার করে ঘরে নিয়ে যাবে ৷

WTC ফাইনাল ট্রফির কী হবে ?

অতীতে আইসিসি টেস্টের গদা (ট্রফি) তুলে দেওয়া হত টেস্টে শীর্ষে থাকা দলকে ৷ বছরের একটি নির্ধারিত সময়ে টেস্ট ক্রমতালিকার শীর্ষে থাকা দলের হাতে গদা ও আর্থিক পুরস্কার দেওয়া হত ৷ এখন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলের হাতে গদা ও আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ কিন্তু ফাইনাল ড্র হলে ভারত ও নিউজ়িল্যান্ড উভয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ৷ পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল না হওয়া পর্যন্ত ট্রফি থাকবে দুটি দলের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.