সাউদাম্পটন, 23 জুন : হুবহু এক ডেলিভারি ৷ প্যাভিলিয়নের পথে যাঁকে ফেরালেন সেই ব্যক্তিটিও এক ৷ আর উইকেট পাওয়ার পর বন্য উদযাপনটাও মিলে গিয়েছে ৷ শুধু মাঝে পাঁচ বছরের ব্যবধান ৷ ঠিক যেভাবে 2016 সালে বিজে ওয়াটলিংকে আউট করেছিলেন, আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে একই ভঙ্গিমায় কিউয়ি উইকেটকিপার ব্যাটসম্যানকে আউট করলেন বঙ্গ পেসার মহম্মদ শামি ৷
আজ সাউদাম্পটনে আগুন ঝরিয়েছেন কোহলির নির্ভরযোগ্য পেসার শামি ৷ ফাইনাল টেস্টের পঞ্চম দিনে চারটি উইকেট ঝুলিতে পুরেছেন ৷ তাঁর শিকারের মধ্য়ে রয়েছেন রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন এবং বিজে ওয়াটলিং ৷ তার মধ্যে 35 বছরের কিউয়ি উইকেটকিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকে দুরন্ত ডেলিভারিতে বোল্ড আউট করেন শামি ৷ যে ভঙ্গিমায় ওয়াটলিংকে তিনি ফেরালেন তাতে পাঁচ বছর আগের স্মৃতি ফিরিয়েছেন শামি ৷ 2016 সালে হুবহু এক ভঙ্গিমায় ওয়াটলিংকে বোল্ড আউট করার এক ভিডিয়ো খুঁজে পেয়েছেন ক্রিকেট প্রেমীরা ৷
-
Shami to Watling 5 years apart pic.twitter.com/vZjGPvtMEs
— KiII Bill Pandey (@93off58) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shami to Watling 5 years apart pic.twitter.com/vZjGPvtMEs
— KiII Bill Pandey (@93off58) June 22, 2021Shami to Watling 5 years apart pic.twitter.com/vZjGPvtMEs
— KiII Bill Pandey (@93off58) June 22, 2021
আরও পড়ুন : WTC Final : পেসারদের সাঁড়াশি আক্রমণে নিউজ়িল্যান্ড অলআউট 249 রানে
এদিন ফের ভারতীয়দের ত্রাতা হয়ে ওঠেন মহম্মদ শামি ৷ অতীতেও বেশ কয়েকবার এমন পরিস্থিতিতে জ্বলে উঠতে দেখা গিয়েছে বাংলার এই পেসারকে ৷ তবে এবারের মঞ্চটা সম্পূর্ণ আলাদা ৷ টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে নিজেকে প্রমাণ করার মতো কিছু ছিল না শামির ৷ তবে ছিল উইকেট তুলে নেওয়ার খিদে ৷ সেই খিদের জোরেই একে একে প্যাভিলিয়নে ফেরালেন রস টেলর, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম ও কাইল জেমিসনকে ৷ বুঝিয়ে দিলেন কেন তাঁকে ভারতের সেরা টেস্ট বোলার বলা হয় ৷