ETV Bharat / sports

WTC final: বোলিং হাতে চোট পেলেন ইশান্ত, করতে হল তিনটি স্টিচ

author img

By

Published : Jun 25, 2021, 8:56 AM IST

বায়ো বাবল থেকে 20 দিনের ছাড় পাবেন ভারতীয় ক্রিকেটাররা ৷ ইংল্যান্ড সিরিজ়ের জন্য ফের তাঁদের বায়ো বাবলে ফিরতে হবে কোহলি, রোহিতদের ৷ জুলাইয়ের 14 তারিখে ফের বায়ো বাবলে ফিরবেন ক্রিকেটাররা ৷ 3 অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে ভারত ৷

ইশান্ত শর্মা
ইশান্ত শর্মা

সাউদাম্পটন, 25 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব হাতছাড়া হয়েছে ৷ তবে ভারতীয় শিবিরের দুর্দশা কমার নামই নেই ৷ এবার হাতে চোট পেলেন দলের অন্যতম বোলিং অস্ত্র ইশান্ত শর্মা ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময়ে একটি বল আটকাতে গিয়ে হাতে চোট পান তিনি ৷ তাঁর হাতে তিনটি স্টিচ করা হয়েছে ৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলেই চিকিৎসকদের ধারণা ৷

একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘‘ ইশান্ত তাঁর ডান হাতে চোট পেয়েছেন ৷ তাঁর হাতে তিনটি স্টিচ করতে হয়েছে ৷ তবে অগাস্টের 4 তারিখ থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে তাঁর সার্ভিস পাওয়া যাবে ৷

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

এরপর বায়ো বাবল থেকে 20 দিনের ছাড় পাবেন ভারতীয় ক্রিকেটাররা ৷ ইংল্যান্ড সিরিজ়ের জন্য ফের তাঁদের বায়ো বাবলে ফিরতে হবে কোহলি, রোহিতদের ৷ জুলাইয়ের 14 তারিখে ফের বায়ো বাবলে ফিরবেন ক্রিকেটাররা ৷ 3 অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে ভারত ৷

সাউদাম্পটন, 25 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব হাতছাড়া হয়েছে ৷ তবে ভারতীয় শিবিরের দুর্দশা কমার নামই নেই ৷ এবার হাতে চোট পেলেন দলের অন্যতম বোলিং অস্ত্র ইশান্ত শর্মা ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময়ে একটি বল আটকাতে গিয়ে হাতে চোট পান তিনি ৷ তাঁর হাতে তিনটি স্টিচ করা হয়েছে ৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলেই চিকিৎসকদের ধারণা ৷

একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘‘ ইশান্ত তাঁর ডান হাতে চোট পেয়েছেন ৷ তাঁর হাতে তিনটি স্টিচ করতে হয়েছে ৷ তবে অগাস্টের 4 তারিখ থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে তাঁর সার্ভিস পাওয়া যাবে ৷

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

এরপর বায়ো বাবল থেকে 20 দিনের ছাড় পাবেন ভারতীয় ক্রিকেটাররা ৷ ইংল্যান্ড সিরিজ়ের জন্য ফের তাঁদের বায়ো বাবলে ফিরতে হবে কোহলি, রোহিতদের ৷ জুলাইয়ের 14 তারিখে ফের বায়ো বাবলে ফিরবেন ক্রিকেটাররা ৷ 3 অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.