সাউদাম্পটন, 23 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত দিন ৷ টেস্ট ইতিহাসের প্রথম সেরা টেস্ট দলের মুকুট কার মাথায় উঠবে, তা বুধবারই ঠিক হয়ে যাবে ৷ ষষ্ঠ দিনে রোজ বল স্টেডিয়ামে যে অবস্থায় খেলা শুরু হবে, তাতে ম্যাচের ফলাফল যে কোনও দিকে গড়াতে পারে ৷ ভারত জিতবে, নাকি নিউজিল্যান্ড ? নাকি খেতাব ভাগ করে নেবে দুই দল ৷ উত্তর জানা যাবে দিনের শেষেই ৷ বৃষ্টির কারণে প্রথম এবং চতুর্থ দিনের খেলা না হওয়ায়, রিসার্ভ ডে তে খেলা পৌঁছেছে ৷
ষষ্ঠ দিনে ভারত কী জয়ের জন্য এগোবে, নাকি ট্রফি ভাগ করেই খুশি থাকবে কোহলি বাহিনী ?
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপকে প্রথম ইনিংসে ধরাশায়ী করা মহম্মদ শামির কথায়, ভারত প্রথমে সাবধানেই খেলবে এবং যথেষ্ট রান স্কোর বোর্ডে তুলে নিতে চাইবে ৷ ব্যাকআপ রান স্কোর বোর্ডে উঠে গেলে, তখনই নিউজিল্যান্ডের সামনে টার্গেট দেওয়ার কথা ভাববে ভারতীয় দল ৷
পঞ্চম দিনে বিধ্বংসী বোলিং করে, চার উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে এগিয়ে দিয়েছেন শামি ৷ পঞ্চম দিনের শেষে শুভমন গিল এবং রোহিত শর্মার উইকেট হারিয়ে 64 রান তুলেছে ভারত ৷ দ্বিতীয় ইনিংসে কিউয়িদের থেক 32 রানে এগিয়ে কোহলিরা ৷ অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারা ক্রিজে রয়েছেন ৷ এই অবস্থায় পঞ্চম দিনের শেষে প্রেস কনফারেন্সে শামি বলেন, বৃষ্টির কারণে টেস্টে অনেকটা সময় নষ্ট হয়েছে ৷ আমরা সবেমাত্র দ্বিতীয় ইনিংস শুরু করেছি ৷ স্কোরবোর্ডে ভাল রান তোলাই প্রধান লক্ষ্য আমাদের ৷
আরও পড়ুন : WTC Final : 32 রানে এগিয়ে ভারত, বুধে কি ফয়সালা ?
ভারত কত রানে ডিক্লেয়ার করতে পারে?
এই প্রসঙ্গে শামির বক্তব্য, "আমাদের বেশি সংখ্যক রান তুলে নেওয়ার চেষ্টা করতে হবে ৷ স্কোরবোর্ডে ভাল রান উঠলে, নিউজিল্যান্ডের উপর চাপ পড়বে ৷ সেক্ষেত্রে কতটা সময় বাকি থাকছে এবং ওরা কীভাবে খেলবে, সেটাই দেখার ৷ তবে এখন খেলার যা পরিস্থিতি, তাতে খেলার ফলাফল ড্র হলেও ভারত খুব একটা অখুশি হবে না বলেই জানান ভারতীয় তারকা পেসার ৷" শামির কথায়, ইংল্যান্ডের এই পরিস্থিতিতে 10 উইকেট নিতে সময় লাগে ৷ এবং তার জন্য একটি সঠিক পরিকল্পনার প্রয়োজন ৷ কিন্তু সবার আগে স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে হবে, যার উপর ভিত্তি করে লড়াই করা সম্ভব ৷
আরও পড়ুন : WTC final : পুরনো শিকার, উদযাপনটাও এক; শামির দুরন্ত ডেলিভারি ফেরাল পাঁচ বছর আগের স্মৃতি
টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ভাল বল করে, এবং দলকে সাহায্য করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি ভারতীয় স্পিডস্টার ৷ "আমি জানি অধিনায়ক আমার থেকে কী চান এবং দল আমার থেকে কী প্রত্যাশা করে ৷ আমরা নিয়ন্ত্রিত লাইনে বল করে, নিউজিল্যন্ডের ব্যাটসম্যানদের উপর চাপ বাড়িয়েছি ৷ সেখান থেকেই উইকেট এসেছে ৷ আমি আক্রমণাত্মক বোলার, এবং সর্বদা উইকেট নেওয়ার চেষ্টা করি ৷ আমার দায়িত্ব পালন করতে পেরে, আমি খুশি" বলেন শামি ৷ তবে পাঁচ উইকেট না পাওয়ায় হতাশ নন শামি ৷ তাঁর কথায়, দেশের হয়ে খেলতে গেলে নিজস্ব রেকর্ডের কথা ভাবলে চলে না ৷