সাউদাম্পটন, 23 জুন : ক্রিকেট মাঠের খুব প্রচলিত একটি কথা ৷ ক্যাচ মিস মানে ম্যাচ মিস ৷ আজ থেকে বাইশ বছর আগে এই কথার মর্ম হার্শেল গিবসের চেয়ে বেশি আর কেউ উপলব্ধি করেননি ৷ 1999 বিশ্বকাপের ফাইনালে স্টিভ ওয়ার ক্যাচ মিস করেছিলেন গিবস ৷ সেই স্মৃতি ফিরে এল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজ়িল্যান্ডের মাঠে ৷ আজকের পর ক্যাচ ছাড়ার এই বিখ্যাত উক্তিটি গিবসের পর হাড়ে হাড়ে উপলব্ধি করবেন ভারতের চেতেশ্বর পূজারাও ৷
সাউদাম্পটনের রোজ বোলের মাঠে ভারতের হয়ে কি ট্রফিটা ফেলে দিয়ে এলেন চেতেশ্বর পূজারাই ? এই প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া ৷ দ্বিতীয় ইনিংসে নিউজ়িল্যান্ডের উইকেট ফেলতে কালঘাম ছুটে যাচ্ছিল ভারতীয় বোলারদের ৷ সেখানে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান রস টেলরের সহজ ক্যাচ ফেলেন চেতেশ্বর পূজারা ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পূজারার এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না ভারতীয়রা ৷
-
Pujara is so habituated to leaving the balls that he left one while fielding.#INDvNZ #WTCFinal2021 #ICCWTCFinal pic.twitter.com/P1yAeOpRr4
— Bhuvan Tendulkar (@battingwizard) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pujara is so habituated to leaving the balls that he left one while fielding.#INDvNZ #WTCFinal2021 #ICCWTCFinal pic.twitter.com/P1yAeOpRr4
— Bhuvan Tendulkar (@battingwizard) June 23, 2021Pujara is so habituated to leaving the balls that he left one while fielding.#INDvNZ #WTCFinal2021 #ICCWTCFinal pic.twitter.com/P1yAeOpRr4
— Bhuvan Tendulkar (@battingwizard) June 23, 2021
ঘটনাটি নিউজ়িল্যান্ডের ইনিংসের 31তম ওভারে ঘটে ৷ বল করছিলেন জসপ্রীত বুমরা ৷ ওভারের চতুর্থ বলে রস টেলরের সহজ ক্যাচ ছেড়ে দেন প্রথম স্লিপে দাঁড়ানাে পূজারা ৷ উইকেটের জন্য চাতক পাখির মতো বসে থাকা ভারতীয় সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেয় ৷ একজন লেখেন, "ক্যাচ ফেলে ফাইনাল ট্রফিটা নিউজ়িল্যান্ডের নামে লিখে দিল পূজারা ৷" অন্য একজন লেখেন, "এর মূল্য ভারতকে চোকাতে হবে ৷" গোটা ম্যাচে একটিও উইকেট নিতে পারেননি জসপ্রীত বুমরা ৷ ওই মিসে তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইকেটহীনই রইলেন ৷
আরও পড়ুন : ICC Rankings : অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন জাদেজা
এদিক ফাইনালে ব্যাট হাতেও পুরোপুরি ব্যর্থ হয়েছেন পূজারা ৷ প্রথম ইনিংসে 8 রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটের অবদান মাত্র 15 ৷ কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে থাকা ভারতীয় শিবিরকে ভরসা দিতে পারেননি তিনি ৷ ভারতের এই টেস্ট স্পেশালিস্টের ব্যাট অস্ট্রেলিয়া ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও নীরব ছিল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তিনি পুরোপুরি ব্যর্থ ৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ভারত জিতে যাওয়ায় পূজারার ব্যর্থতা নিয়ে মাথা ঘামায়নি ক্রিকেট প্রেমীরা ৷ কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর ব্যর্থতায় প্রবল সমালোচনা শুরু হয়ে গিয়েছে ৷ ভারতের ঐতিহাসিক হারের কারণের অন্যতম মনে করা হচ্ছে তাঁর দুই ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ও রস টেলরের ক্যাচ মিস ৷ যা ম্যাচ মিসের সামিল হল ৷