ETV Bharat / sports

WTC Final : আপনি স্পিনের কিছু বোঝেন ? প্রশ্ন শেন ওয়ার্নকে, হেসে কুটোপাটি নেটিজেনরা - শেন ওয়ার্ন স্পিন বোঝেন কিনা প্রশ্ন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের প্রথম একাদশে স্পিনার না থাকায় হতাশা প্রকাশ করেন শেন ওয়ার্ন ৷ আর তাতেই অদ্ভুত প্রশ্নের মুখে পড়লেন তিনি ৷

shane warne
shane warne
author img

By

Published : Jun 20, 2021, 7:34 AM IST

সাউদাম্পটন, 20 জুন : কেউ যদি অমিতাভ বচ্চনকে অভিনয়টা ভালো করে শিখতে বলে ! বা সচিন তেন্ডুলকরকে ব্যাটিংটা শিখে নেওয়ার পরামর্শ দেন ৷ বিরজু মহারাজ বা প্রভু দেবাকে বলেন, যান নাচটা গিয়ে শিখে আসুন ৷ বা লতা মঙ্গেশকরকে সুর, তালের জ্ঞান দেন ৷ শুনে আপনার যেমন অনুভূতি হবে ঠিক তেমনই অনুভূতি হচ্ছে শেন ওয়ার্নের অনুরাগীদের ৷ শুধু ওয়ার্নের অনুরাগীরাই নন, গোটা ক্রিকেট জগতকে ভাবতে বাধ্য করছে একটি প্রশ্ন ৷ টুইটারে এই ব্যক্তি অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে প্রশ্ন করেছেন, আপনি স্পিনের কিছু বোঝেন !!!

কিন্তু কী কারণে এমন অদ্ভুত প্রশ্ন ৷ ঘটনার সূত্রপাত ওয়ার্নের করা একটি টুইট নিয়ে ৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারত তিন পেসার ও দুই স্পিনার নিয়ে প্রথম একাদশ সাজিয়েছে ৷ অন্যদিকে নিউজ়িল্যান্ড টিম ম্যানেজমেন্ট সেদিক মাড়ায়নি ৷ তারা চার স্পেশালিস্ট পেস বোলার নিয়ে নেমেছে ৷ এরই সঙ্গে রাখা হয়েছে পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে ৷ দলে কোনও স্পিনার নেই ৷ যা নিয়ে অসন্তুোষ প্রকাশ করেন শেন ওয়ার্ন ৷

ওয়ার্ন মনে করেন, যে পিচে বল সুইং করে, সেখানে বলে টার্নও দেখা যাবে ৷ টুইটারে তিনি লেখেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ড কোনও স্পিনার না খেলানোয় হতাশ ৷ কারণ এই উইকেটে ভাল স্পিন দেখা যাবে ৷ ইতিমধ্যে ফুটমার্ক তৈরি হতে শুরু করেছে ৷ মনে রাখতে হবে পিচে সিম থাকলে স্পিনও থাকবে ৷ যদি আবহওয়া ব্যাঘাত না ঘটায়, ভারত 275 থেকে 300 -র বেশি করলেই নিউজ়িল্যান্ডের কাছে খেলা শেষ ৷"

আরও পড়ুন : WTC Final : ভারত 275-র বেশি করলে খেলা শেষ নিউজ়িল্যান্ডের, মত শেন ওয়ার্নের

ওয়ার্নের এই টুইটের কমেন্ট বক্সে Macca নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, আপনি কি জানেন স্পিন কীভাবে কাজ করে ? বোঝেন কীভাবে বল ঘোরে ? প্রশ্নটা এমন একজনকে যিনি নিজের কেরিয়ারে ওয়ান ডে ও টেস্ট মিলিয়ে এক হাজার উইকেট নিয়েছেন ৷ শুধুমাত্র টেস্ট ফরম্যাটে যাঁর উইকেটের সংখ্যা 708 ৷ বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা যাঁর ঘূর্ণিতে কুপোকাত হতেন ৷ সেই অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে আজকাল এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ৷ আর নেটিজেনরা হাসবে না কাঁদবে ভেবে কুল পাচ্ছে না ৷

ওয়ার্নের টুইটের নিচে ওই ব্যক্তির মন্তব্য
ওয়ার্নের টুইটের নিচে ওই ব্যক্তির মন্তব্য

বিষয়টি নিয়ে ওয়ার্ন মাথা না ঘামালেও তাঁর অনুরাগীরা ছেড়ে কথা বলেননি ৷ ব্যপক ট্রোল হতে হয়েছে ওই ব্যক্তিকে ৷ অসংখ্য মিমে ভরে গিয়েছে টুইটার ৷ ওয়ার্নকে নিয়ে মজা করতে ছাড়েননি দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ বীরু লেখেন, এই মন্তব্য ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো ৷ ওয়ার্নের উদ্দেশে লেখেন, "এবার স্পিনটা বোঝার চেষ্টা করুন ৷" ফেসবুকে কবি শ্রীজাত মজা করে লেখেন, "আমার আর কোনও দুঃখ রইল না ৷"

দেখে নিন নেটিজেনদের প্রতিক্রিয়া...

  • Yes
    Shane Warne doesnt know how to spin
    Sachin doesnt know how to bat
    McGrath doesnt know how to bowl
    Rhodes doesnt know how to field

    Please suggest them and coach them when you get some time...#Cricket #WTC2021 #WTC #WTCFinal

    — Vamsi Krishna (@vamsikrisd) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাউদাম্পটন, 20 জুন : কেউ যদি অমিতাভ বচ্চনকে অভিনয়টা ভালো করে শিখতে বলে ! বা সচিন তেন্ডুলকরকে ব্যাটিংটা শিখে নেওয়ার পরামর্শ দেন ৷ বিরজু মহারাজ বা প্রভু দেবাকে বলেন, যান নাচটা গিয়ে শিখে আসুন ৷ বা লতা মঙ্গেশকরকে সুর, তালের জ্ঞান দেন ৷ শুনে আপনার যেমন অনুভূতি হবে ঠিক তেমনই অনুভূতি হচ্ছে শেন ওয়ার্নের অনুরাগীদের ৷ শুধু ওয়ার্নের অনুরাগীরাই নন, গোটা ক্রিকেট জগতকে ভাবতে বাধ্য করছে একটি প্রশ্ন ৷ টুইটারে এই ব্যক্তি অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে প্রশ্ন করেছেন, আপনি স্পিনের কিছু বোঝেন !!!

কিন্তু কী কারণে এমন অদ্ভুত প্রশ্ন ৷ ঘটনার সূত্রপাত ওয়ার্নের করা একটি টুইট নিয়ে ৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারত তিন পেসার ও দুই স্পিনার নিয়ে প্রথম একাদশ সাজিয়েছে ৷ অন্যদিকে নিউজ়িল্যান্ড টিম ম্যানেজমেন্ট সেদিক মাড়ায়নি ৷ তারা চার স্পেশালিস্ট পেস বোলার নিয়ে নেমেছে ৷ এরই সঙ্গে রাখা হয়েছে পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে ৷ দলে কোনও স্পিনার নেই ৷ যা নিয়ে অসন্তুোষ প্রকাশ করেন শেন ওয়ার্ন ৷

ওয়ার্ন মনে করেন, যে পিচে বল সুইং করে, সেখানে বলে টার্নও দেখা যাবে ৷ টুইটারে তিনি লেখেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ড কোনও স্পিনার না খেলানোয় হতাশ ৷ কারণ এই উইকেটে ভাল স্পিন দেখা যাবে ৷ ইতিমধ্যে ফুটমার্ক তৈরি হতে শুরু করেছে ৷ মনে রাখতে হবে পিচে সিম থাকলে স্পিনও থাকবে ৷ যদি আবহওয়া ব্যাঘাত না ঘটায়, ভারত 275 থেকে 300 -র বেশি করলেই নিউজ়িল্যান্ডের কাছে খেলা শেষ ৷"

আরও পড়ুন : WTC Final : ভারত 275-র বেশি করলে খেলা শেষ নিউজ়িল্যান্ডের, মত শেন ওয়ার্নের

ওয়ার্নের এই টুইটের কমেন্ট বক্সে Macca নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, আপনি কি জানেন স্পিন কীভাবে কাজ করে ? বোঝেন কীভাবে বল ঘোরে ? প্রশ্নটা এমন একজনকে যিনি নিজের কেরিয়ারে ওয়ান ডে ও টেস্ট মিলিয়ে এক হাজার উইকেট নিয়েছেন ৷ শুধুমাত্র টেস্ট ফরম্যাটে যাঁর উইকেটের সংখ্যা 708 ৷ বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা যাঁর ঘূর্ণিতে কুপোকাত হতেন ৷ সেই অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে আজকাল এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ৷ আর নেটিজেনরা হাসবে না কাঁদবে ভেবে কুল পাচ্ছে না ৷

ওয়ার্নের টুইটের নিচে ওই ব্যক্তির মন্তব্য
ওয়ার্নের টুইটের নিচে ওই ব্যক্তির মন্তব্য

বিষয়টি নিয়ে ওয়ার্ন মাথা না ঘামালেও তাঁর অনুরাগীরা ছেড়ে কথা বলেননি ৷ ব্যপক ট্রোল হতে হয়েছে ওই ব্যক্তিকে ৷ অসংখ্য মিমে ভরে গিয়েছে টুইটার ৷ ওয়ার্নকে নিয়ে মজা করতে ছাড়েননি দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ বীরু লেখেন, এই মন্তব্য ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো ৷ ওয়ার্নের উদ্দেশে লেখেন, "এবার স্পিনটা বোঝার চেষ্টা করুন ৷" ফেসবুকে কবি শ্রীজাত মজা করে লেখেন, "আমার আর কোনও দুঃখ রইল না ৷"

দেখে নিন নেটিজেনদের প্রতিক্রিয়া...

  • Yes
    Shane Warne doesnt know how to spin
    Sachin doesnt know how to bat
    McGrath doesnt know how to bowl
    Rhodes doesnt know how to field

    Please suggest them and coach them when you get some time...#Cricket #WTC2021 #WTC #WTCFinal

    — Vamsi Krishna (@vamsikrisd) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.