ETV Bharat / sports

‘‘সেট হও এবং দেরিতে খেলো’’, ইংল্যান্ডে সফল হতে রাহানের গুরুমন্ত্র!

author img

By

Published : Jun 14, 2021, 8:37 PM IST

ইংল্যান্ডের মাটিতে সফল হতে গেলে, একজন ব্যাটসম্যানকে যতটা সম্ভব দেরিতে শট খেলতে হবে ৷ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আগে বিসিসিআই টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷

wtc-final-2021-batsmen-need-to-get-set-and-play-late-to-score-runs-in-england-says-ajinkya-rahane
‘‘সেট হও এবং দেরিতে খেলো’’, ইংল্যান্ডে সফল হতে রাহানের গুরুমন্ত্র!

সাউদাম্পটন, 14 জুন : ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে সফল হওয়ার গুরুমন্ত্র শোনালেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ ইংল্যান্ডে রান পেতে হলে, ‘‘সেট হও এবং দেরিতে খেলো’’ ৷ প্রসঙ্গত, আগামী শুক্রবার 18 জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC FINAL 2021) ফাইনাল শুরু হচ্ছে ৷ যেখানে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ যে ম্যাচের পর জুলাইয়ের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলিরা ৷

বিসিসিআই টিভিতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে রাহানে জানিয়েছেন, ‘‘একজন ব্যাটম্যান হিসেবে যে কেউ বলতে পারেন, যে তিনি কঠিন পরিস্থিতি এবং আবহাওয়ায় খেলতে পছন্দ করেন ৷ ইংল্যান্ড এমন একটা জায়গা, যেখানকার পিচে আপনি সেট হয়ে গেলে, ব্যাট করা খুব সহজ হয়ে যায় ৷ আমি সব সময় বিশ্বাস করি যত কাছে এবং দেরিতে আপনি খেলবেন, আপনার জন্য তা ততটাই ভাল ৷’’

তবে, একজন ব্যাটসম্যান হিসেবে রাহানের বিশ্বাস করেন যে, মাঠে নেমে এক মুহূর্তের জন্যও তিনি সেট হতে পারেন না ৷ এমনকি 70-80 রান করে ফেললেও নয় ৷ কারণ মাত্র একটা বল লাগে একজন ব্যাটসম্যানকে আউট করতে ৷’’ 33 বছরের ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে (WTC FINAL 2021) 17 টেস্টে 1095 রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন ৷ তাঁর কথায় ফাইলানে পৌঁছানোর রাস্তাটা কখনই সহজ ছিল না ভারতের কাছে ৷

আরও পড়ুন : WTC Final : বিরাটদের মুখোমুখি হওয়ার আগে টেস্টে এক নম্বরে নিউজ়িল্যান্ড

অজিঙ্ক রাহানে জানিয়েছেন, বিগত দু’বছর ধরে একটি দল হিসেবে ভারত লাগাতার টেস্ট ম্য়াচ খেলে গেছে ৷ যার ফল হিসেবে আজকে একটি দল হিসেবে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC FINAL 2021) ফাইনালে উঠেছে ৷ আর এই যাত্রাটা কখনই সুখকর ছিল না ৷ কারণ, একজন ক্রিকেটার হিসেবে তিনি জানতেন, প্রত্যেক ম্যাচে তাঁকে তাঁর সেরাটা দিতে হবে ৷

সাউদাম্পটন, 14 জুন : ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে সফল হওয়ার গুরুমন্ত্র শোনালেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ ইংল্যান্ডে রান পেতে হলে, ‘‘সেট হও এবং দেরিতে খেলো’’ ৷ প্রসঙ্গত, আগামী শুক্রবার 18 জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC FINAL 2021) ফাইনাল শুরু হচ্ছে ৷ যেখানে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ যে ম্যাচের পর জুলাইয়ের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলিরা ৷

বিসিসিআই টিভিতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে রাহানে জানিয়েছেন, ‘‘একজন ব্যাটম্যান হিসেবে যে কেউ বলতে পারেন, যে তিনি কঠিন পরিস্থিতি এবং আবহাওয়ায় খেলতে পছন্দ করেন ৷ ইংল্যান্ড এমন একটা জায়গা, যেখানকার পিচে আপনি সেট হয়ে গেলে, ব্যাট করা খুব সহজ হয়ে যায় ৷ আমি সব সময় বিশ্বাস করি যত কাছে এবং দেরিতে আপনি খেলবেন, আপনার জন্য তা ততটাই ভাল ৷’’

তবে, একজন ব্যাটসম্যান হিসেবে রাহানের বিশ্বাস করেন যে, মাঠে নেমে এক মুহূর্তের জন্যও তিনি সেট হতে পারেন না ৷ এমনকি 70-80 রান করে ফেললেও নয় ৷ কারণ মাত্র একটা বল লাগে একজন ব্যাটসম্যানকে আউট করতে ৷’’ 33 বছরের ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে (WTC FINAL 2021) 17 টেস্টে 1095 রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন ৷ তাঁর কথায় ফাইলানে পৌঁছানোর রাস্তাটা কখনই সহজ ছিল না ভারতের কাছে ৷

আরও পড়ুন : WTC Final : বিরাটদের মুখোমুখি হওয়ার আগে টেস্টে এক নম্বরে নিউজ়িল্যান্ড

অজিঙ্ক রাহানে জানিয়েছেন, বিগত দু’বছর ধরে একটি দল হিসেবে ভারত লাগাতার টেস্ট ম্য়াচ খেলে গেছে ৷ যার ফল হিসেবে আজকে একটি দল হিসেবে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC FINAL 2021) ফাইনালে উঠেছে ৷ আর এই যাত্রাটা কখনই সুখকর ছিল না ৷ কারণ, একজন ক্রিকেটার হিসেবে তিনি জানতেন, প্রত্যেক ম্যাচে তাঁকে তাঁর সেরাটা দিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.