ETV Bharat / sports

Wriddhiman Saha: বাংলা ছেড়ে এবার পড়শি ত্রিপুরার হয়ে খেলবেন ঋদ্ধি, সামলাবেন মেন্টর পদও - বাংলা ছেড়ে পড়শি ত্রিপুরার হয়ে খেলবেন ঋদ্ধি

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে ত্রিপুরার হয়ে খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে ৷ ক্রিকেটারের পাশাপাশি মেন্টর হয়ে ত্রিপুরায় যোগদান করতে চলেছেন বছর সাঁইত্রিশের বঙ্গ স্টাম্পার-ব্যাটার (Wriddhiman Saha to join Tripura cricket team as player cum mentor) ৷

Wriddhiman Saha to play for Tripura
বাংলা ছেড়ে এবার পড়শি ত্রিপুরার হয়ে খেলবেন ঋদ্ধি
author img

By

Published : Jul 5, 2022, 4:07 PM IST

আগরতলা, 5 জুলাই: গত শনিবার সিএবি-তে গিয়ে বাংলার সঙ্গে মধুচন্দ্রিমায় ইতি টেনে এসেছিলেন ৷ জানিয়েছিলেন একাধিক রাজ্যের হয়ে খেলার প্রস্তাব রয়েছে তাঁর কাছে ৷ তবে পড়শি রাজ্য ত্রিপুরার হয়ে খেলতেই বেশি আগ্রহী ছিলেন ঋদ্ধিমান সাহা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়তে চলেছে ৷ ক্রিকেটারের পাশাপাশি মেন্টর হয়ে ত্রিপুরায় যোগদান করতে চলেছেন বছর সাঁইত্রিশের বঙ্গ স্টাম্পার-ব্যাটার (Wriddhiman Saha to join Tripura cricket team as player cum mentor) ৷

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সচিব কিশোর দাস সংবাদসংস্থা পিটিআই-কে এ ব্যাপারে বলেছেন, "সাহার (ঋদ্ধিমান) সঙ্গে আমাদের বিশদে আলোচনা হয়েছে ৷ ও আমাদের রাজ্যের হয়ে খেলতে রাজি হয়েছে ৷ সিনিয়র দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে ক্রিকেটারের পাশাপাশি মেন্টর পদের দায়িত্ব সামলাবেন তিনি ৷" বঙ্গ স্টাম্পার-ব্যাটার কবে ত্রিপুরার হয়ে চুক্তি সই করবেন ? উত্তরে কিশোর দাস জানান, সব ঠিক থাকলে 15 জুলাই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন ঋদ্ধি ৷ দেশের হয়ে 40টি টেস্ট খেলা ক্রিকেটারের যোগদানে ত্রিপুরা দল যে সমৃদ্ধ হবে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট আধিকারিক ৷

আরও পড়ুন : ঋদ্ধি আর বাংলার নন, ভিনরাজ্যের হয়ে খেলার ছাড়পত্র পেলেন পাপালি

যদিও ঋদ্ধিকে সিনিয়র দলের অধিনায়ক করা হবে কি না, সে ব্যাপারে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন যুগ্ম-সচিব ৷ প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া রঞ্জি মরশুমে গ্রুপ পর্বে বাংলার হয়ে না-খেলার কারণে পাপালি(ঋদ্ধির ডাকনাম)-র দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন সিএবি-র এক উচ্চপদস্থ আধিকারিক ৷ তাতেই মনোক্ষুণ্ণ হন ঋদ্ধি ৷ পরবর্তী পদক্ষেপ হিসেবে ভিনরাজ্যের হয়ে মাঠে নামার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বাংলার বহুযুদ্ধের সৈনিক ৷ সেইমতো শনিবার ইডেনে গিয়ে এনওসি নিয়ে আসেন ঋদ্ধিমান।

আগরতলা, 5 জুলাই: গত শনিবার সিএবি-তে গিয়ে বাংলার সঙ্গে মধুচন্দ্রিমায় ইতি টেনে এসেছিলেন ৷ জানিয়েছিলেন একাধিক রাজ্যের হয়ে খেলার প্রস্তাব রয়েছে তাঁর কাছে ৷ তবে পড়শি রাজ্য ত্রিপুরার হয়ে খেলতেই বেশি আগ্রহী ছিলেন ঋদ্ধিমান সাহা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়তে চলেছে ৷ ক্রিকেটারের পাশাপাশি মেন্টর হয়ে ত্রিপুরায় যোগদান করতে চলেছেন বছর সাঁইত্রিশের বঙ্গ স্টাম্পার-ব্যাটার (Wriddhiman Saha to join Tripura cricket team as player cum mentor) ৷

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সচিব কিশোর দাস সংবাদসংস্থা পিটিআই-কে এ ব্যাপারে বলেছেন, "সাহার (ঋদ্ধিমান) সঙ্গে আমাদের বিশদে আলোচনা হয়েছে ৷ ও আমাদের রাজ্যের হয়ে খেলতে রাজি হয়েছে ৷ সিনিয়র দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে ক্রিকেটারের পাশাপাশি মেন্টর পদের দায়িত্ব সামলাবেন তিনি ৷" বঙ্গ স্টাম্পার-ব্যাটার কবে ত্রিপুরার হয়ে চুক্তি সই করবেন ? উত্তরে কিশোর দাস জানান, সব ঠিক থাকলে 15 জুলাই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন ঋদ্ধি ৷ দেশের হয়ে 40টি টেস্ট খেলা ক্রিকেটারের যোগদানে ত্রিপুরা দল যে সমৃদ্ধ হবে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট আধিকারিক ৷

আরও পড়ুন : ঋদ্ধি আর বাংলার নন, ভিনরাজ্যের হয়ে খেলার ছাড়পত্র পেলেন পাপালি

যদিও ঋদ্ধিকে সিনিয়র দলের অধিনায়ক করা হবে কি না, সে ব্যাপারে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন যুগ্ম-সচিব ৷ প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া রঞ্জি মরশুমে গ্রুপ পর্বে বাংলার হয়ে না-খেলার কারণে পাপালি(ঋদ্ধির ডাকনাম)-র দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন সিএবি-র এক উচ্চপদস্থ আধিকারিক ৷ তাতেই মনোক্ষুণ্ণ হন ঋদ্ধি ৷ পরবর্তী পদক্ষেপ হিসেবে ভিনরাজ্যের হয়ে মাঠে নামার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বাংলার বহুযুদ্ধের সৈনিক ৷ সেইমতো শনিবার ইডেনে গিয়ে এনওসি নিয়ে আসেন ঋদ্ধিমান।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.