ETV Bharat / sports

ICC World Cup 2023: আউটফিল্ডের ঘাস বদল, বিশ্বকাপে নতুন রূপে ধরমশালা স্টেডিয়াম - ICC World Cup

Dharamshala Cricket Ground for ICC Cricket World Cup: আজ ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ আয়োজিত হতে চলেছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ধরমশালা স্টেডিয়ামে ৷ সেই স্টেডিয়ামের বদলে যাওয়া রূপ নিয়ে ইটিভি ভারতের মীনাক্ষী রাও কথা বললেন সংস্থার মিডিয়া সচিব মোহিত সুদের সঙ্গে ৷

Image Courtesy: HPCA X
Image Courtesy: HPCA X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 1:52 PM IST

ধরমশালা, 22 অক্টোবর: সবুজের বলয়ে ঘেরা ধরমশালা ক্রিকেট স্টেডিয়ামের বলয়ের বাইরে স্বচ্ছ উজ্জ্বল ধৌলাধর পাহাড় ৷ যে কেউ অবাক হয়ে যেতে পারে, একটি ঢালু পাহাড়কে কেটে এই সুন্দর ক্রিকেটের মঞ্চ গড়ে তুলেছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ প্রাকৃতিক শোভায় ভরা ধরমশালা ক্রিকেট স্টেডিয়াম ৷ আর সেই মাঠেই আজ হতে চলেছে 2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেরা দু’টি দলের লিগ পর্যায়ের ম্যাচ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কিন্তু, পাহাড়ের উপর অত্যাধুনিক ব্যবস্থাপনা-সহ এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে নিপুণ ইঞ্জিনিয়ারিং দক্ষতা রয়েছে ৷ এই মাঠে 21 হাজার 800 জন দর্শক বসে খেলা দেখতে পারেন ৷ যেখানে দ্বিতীয়বার আইসিসি-র কোনও টুর্নামেন্টের আসর বসেছে ৷ তাই পুরো স্টেডিয়াম আইসিসি-র রংয়ে রাঙিয়ে উঠেছে ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে 1457 মিটার উঁচুতে অবস্থিত এই ক্রিকেট স্টেডিয়াম পৃথিবীর সর্বোচ্চ ক্রিকেট মাঠ ৷ যে মাঠে দলাই লামা বসে ক্রিকেট ম্যাচ দেখেছেন ৷

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিডিয়া সচিব মোহিত সুদ ৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে জায়গা ছিল ৷ কিন্তু, এই ভাবনা একমাত্র অনুরাগ ঠাকুরের মধ্যে আসতে পারে ৷ যার দৃষ্টিভঙ্গিতে এই ঢালু পাহাড়ের টুকরোকে কেটে স্টেডিয়াম তৈরি করা হয়েছে ৷ আর সেই পাহাড়, যার নিচে দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে ৷ এই কল্পনা তাঁরই মস্তিষ্ক প্রসূত হতে পারে ৷ এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম হিসাবে পরিতিত ৷’’

আরও পড়ুন: নিউজিল্যান্ড ম্যাচই ভারতের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করবে, মত প্রাক্তন জাতীয় নির্বাচকের

সুদ বলেন, ‘‘আগে স্টেডিয়ামে বারমুডা ঘাস ব্যবহার করা হত ৷ কিন্তু, গতবছর মাঠের ঘাস বদলানো হয়েছে ৷ বারমুডার বদলে রাই ঘাস দিয়ে মাঠের আউট ফিল্ড তৈরি করা হয় ৷’’ তিনি জানান, তুষারপাত, বৃষ্টির কারণে আদ্রতা থাকায় বারো মাস ঘাস সবুজ এবং মজবুত থাকে ৷ তবে, আউট ফিল্ডে জায়গায় জায়গায় ঘাসের পরিমাণ কম ৷ যার জেরে সেই অংশগুলি রুক্ষ হয়ে রয়েছে ৷ যা নিয়ে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিডিয়া সচিবের বক্তব্য, মাঠ কিছুটা রুক্ষ হলেও, তা ফিল্ডারদের কোনও সমস্যা করবে না ৷

ধরমশালা, 22 অক্টোবর: সবুজের বলয়ে ঘেরা ধরমশালা ক্রিকেট স্টেডিয়ামের বলয়ের বাইরে স্বচ্ছ উজ্জ্বল ধৌলাধর পাহাড় ৷ যে কেউ অবাক হয়ে যেতে পারে, একটি ঢালু পাহাড়কে কেটে এই সুন্দর ক্রিকেটের মঞ্চ গড়ে তুলেছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ প্রাকৃতিক শোভায় ভরা ধরমশালা ক্রিকেট স্টেডিয়াম ৷ আর সেই মাঠেই আজ হতে চলেছে 2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেরা দু’টি দলের লিগ পর্যায়ের ম্যাচ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কিন্তু, পাহাড়ের উপর অত্যাধুনিক ব্যবস্থাপনা-সহ এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে নিপুণ ইঞ্জিনিয়ারিং দক্ষতা রয়েছে ৷ এই মাঠে 21 হাজার 800 জন দর্শক বসে খেলা দেখতে পারেন ৷ যেখানে দ্বিতীয়বার আইসিসি-র কোনও টুর্নামেন্টের আসর বসেছে ৷ তাই পুরো স্টেডিয়াম আইসিসি-র রংয়ে রাঙিয়ে উঠেছে ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে 1457 মিটার উঁচুতে অবস্থিত এই ক্রিকেট স্টেডিয়াম পৃথিবীর সর্বোচ্চ ক্রিকেট মাঠ ৷ যে মাঠে দলাই লামা বসে ক্রিকেট ম্যাচ দেখেছেন ৷

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিডিয়া সচিব মোহিত সুদ ৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে জায়গা ছিল ৷ কিন্তু, এই ভাবনা একমাত্র অনুরাগ ঠাকুরের মধ্যে আসতে পারে ৷ যার দৃষ্টিভঙ্গিতে এই ঢালু পাহাড়ের টুকরোকে কেটে স্টেডিয়াম তৈরি করা হয়েছে ৷ আর সেই পাহাড়, যার নিচে দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে ৷ এই কল্পনা তাঁরই মস্তিষ্ক প্রসূত হতে পারে ৷ এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম হিসাবে পরিতিত ৷’’

আরও পড়ুন: নিউজিল্যান্ড ম্যাচই ভারতের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করবে, মত প্রাক্তন জাতীয় নির্বাচকের

সুদ বলেন, ‘‘আগে স্টেডিয়ামে বারমুডা ঘাস ব্যবহার করা হত ৷ কিন্তু, গতবছর মাঠের ঘাস বদলানো হয়েছে ৷ বারমুডার বদলে রাই ঘাস দিয়ে মাঠের আউট ফিল্ড তৈরি করা হয় ৷’’ তিনি জানান, তুষারপাত, বৃষ্টির কারণে আদ্রতা থাকায় বারো মাস ঘাস সবুজ এবং মজবুত থাকে ৷ তবে, আউট ফিল্ডে জায়গায় জায়গায় ঘাসের পরিমাণ কম ৷ যার জেরে সেই অংশগুলি রুক্ষ হয়ে রয়েছে ৷ যা নিয়ে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিডিয়া সচিবের বক্তব্য, মাঠ কিছুটা রুক্ষ হলেও, তা ফিল্ডারদের কোনও সমস্যা করবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.