ETV Bharat / sports

Dhoni Birthday: প্রমাণ সাইজ কেক, বিশাল কাট-আউট ! 41-এ পা দিয়ে শুভেচ্ছায় ভাসছেন ধোনি - Dhoni Birthday

কোথাও ধোনির ছবি দেওয়া প্রমাণ সাইজ কেক এসেছে ৷ সোশাল মিডিয়া ধোনির ছবি, ভিডিয়োতে উপচে পড়ছে ৷ প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি সেহওয়াগ, কাইফরা (MS Dhoni Turns 41) ।

Dhoni
Dhoni
author img

By

Published : Jul 7, 2022, 10:43 AM IST

রাঁচি, 7 জুলাই: এদিন 41 বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি । ক্যাপটেন কুল নিজে বিদেশে (পড়ুন ইংল্যান্ড) থাকলেও দেশে ঘড়ির কাঁটা 12টা বাজার পর থেকেই সেলিব্রেশন শুরু করে দিয়েছেন মাহির অনুগামীরা ৷ কোথাও ধোনির ছবি দেওয়া প্রমাণ সাইজ কেক এসেছে ৷ সোশাল মিডিয়া ধোনির ছবি, ভিডিয়োতে উপচে পড়ছে ৷ প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি সেহওয়াগ, কাইফরা । শুভেচ্ছা বার্তা এসেছে আইসিসি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে (MS Dhoni Turns 41) ৷

18 বছর বয়সে বিহারের হয়ে রণজিতে ডেবিউ । পেশাদারি ক্রিকেটে প্রথমবার । 68 রানে নট আউট ছিলেন সেই ম্যাচে । 2002-03 মরশুম । প্রথমে রণজি, তারপর দেওধর ট্রফি । পাঁচটি অর্ধ শতরান । লোয়ার অর্ডারে তাঁর দূরপাল্লার শট নজর কেড়েছিল সকলের । ঘরোয়া ক্রিকেটে একের পর এক ভালো পারফর্ম্যান্সে ডাক পেলেন ইন্ডিয়া-এ দলে । মাত্র 6 ইনিংসে 362 রান । গড় 72.40 । এর মধ্যে পাকিস্তান-এ দলের বিরুদ্ধে ছিল দু'টি সেঞ্চুরি ।

তাঁর দুরন্ত পারফরম্যান্স সহজেই নজর কাড়ে দাদা ও জন রাইটের । 2004 সালের 23 ডিসেম্বর । বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে নামেন এক লম্বা চুলের ছেলে । শূন্য রানে আউট হয়ে যান । পরে সেই লম্বা চুলের ছেলে বদলে দেন ভারতীয় ক্রিকেটের রূপরেখা । ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে নিজেকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে যান ।

  • The man who could do it all ☝️

    Celebrate MS Dhoni's birthday by reliving this rare milestone from ICC Champions Trophy 2009 📺

    — ICC (@ICC) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তিনি ম্যান ইউ-র ফ্যান, কিশোর কুমারের ভক্ত; চেনেন এই ধোনিকে ?

কিন্তু ক্রিকেটার-অধিনায়ক ধোনির কেরিয়ারে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত 2011 সালের বিশ্বকাপ জয় । ফাইনালে 275 রান টার্গেট । শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চাপে ছিল ভারত । তিন নম্বর উইকেট পড়তে টুর্নামেন্টে ভারতের সেরা ব্যাটসম্যান যুবরাজ সিংকে না পাঠিয়ে নিজে নামেন ধোনি । তারপর বাকিটা ইতিহাস । ছয় মেরে দেশকে বিশ্বকাপ জেতান ধোনি । যে ছবি ভারতের ক্রিকেট সভ্যতায় অবিস্মরণীয় হয়ে রয়েছে ।

রাঁচি, 7 জুলাই: এদিন 41 বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি । ক্যাপটেন কুল নিজে বিদেশে (পড়ুন ইংল্যান্ড) থাকলেও দেশে ঘড়ির কাঁটা 12টা বাজার পর থেকেই সেলিব্রেশন শুরু করে দিয়েছেন মাহির অনুগামীরা ৷ কোথাও ধোনির ছবি দেওয়া প্রমাণ সাইজ কেক এসেছে ৷ সোশাল মিডিয়া ধোনির ছবি, ভিডিয়োতে উপচে পড়ছে ৷ প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি সেহওয়াগ, কাইফরা । শুভেচ্ছা বার্তা এসেছে আইসিসি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে (MS Dhoni Turns 41) ৷

18 বছর বয়সে বিহারের হয়ে রণজিতে ডেবিউ । পেশাদারি ক্রিকেটে প্রথমবার । 68 রানে নট আউট ছিলেন সেই ম্যাচে । 2002-03 মরশুম । প্রথমে রণজি, তারপর দেওধর ট্রফি । পাঁচটি অর্ধ শতরান । লোয়ার অর্ডারে তাঁর দূরপাল্লার শট নজর কেড়েছিল সকলের । ঘরোয়া ক্রিকেটে একের পর এক ভালো পারফর্ম্যান্সে ডাক পেলেন ইন্ডিয়া-এ দলে । মাত্র 6 ইনিংসে 362 রান । গড় 72.40 । এর মধ্যে পাকিস্তান-এ দলের বিরুদ্ধে ছিল দু'টি সেঞ্চুরি ।

তাঁর দুরন্ত পারফরম্যান্স সহজেই নজর কাড়ে দাদা ও জন রাইটের । 2004 সালের 23 ডিসেম্বর । বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে নামেন এক লম্বা চুলের ছেলে । শূন্য রানে আউট হয়ে যান । পরে সেই লম্বা চুলের ছেলে বদলে দেন ভারতীয় ক্রিকেটের রূপরেখা । ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে নিজেকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে যান ।

  • The man who could do it all ☝️

    Celebrate MS Dhoni's birthday by reliving this rare milestone from ICC Champions Trophy 2009 📺

    — ICC (@ICC) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তিনি ম্যান ইউ-র ফ্যান, কিশোর কুমারের ভক্ত; চেনেন এই ধোনিকে ?

কিন্তু ক্রিকেটার-অধিনায়ক ধোনির কেরিয়ারে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত 2011 সালের বিশ্বকাপ জয় । ফাইনালে 275 রান টার্গেট । শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চাপে ছিল ভারত । তিন নম্বর উইকেট পড়তে টুর্নামেন্টে ভারতের সেরা ব্যাটসম্যান যুবরাজ সিংকে না পাঠিয়ে নিজে নামেন ধোনি । তারপর বাকিটা ইতিহাস । ছয় মেরে দেশকে বিশ্বকাপ জেতান ধোনি । যে ছবি ভারতের ক্রিকেট সভ্যতায় অবিস্মরণীয় হয়ে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.