ETV Bharat / sports

Carlos Brathwaite daughter's name : পয়মন্ত ইডেনের নামে কন্যাসন্তানের নামকরণ ক্যারিবিয়ান তারকার - Eden Rose Brathwaite

6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটের কন্যাসন্তান ৷ সেই একরত্তির নামের সঙ্গে জুড়ে দিলেন ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের নাম (Carlos Brathwaite daughter's name) ৷

Carlos Brathwaite
ইডেন
author img

By

Published : Feb 10, 2022, 8:25 AM IST

Updated : Feb 10, 2022, 8:37 AM IST

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি : ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের মাঠই তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে ৷ এই মাঠেই 2016 সালের টি-20 বিশ্বকাপে শেষ ওভারে পরপর ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে খেতাব জেতান ৷ ওই মুহূর্তটিকে কখনও ভুলবেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট ৷ নিজের ক্রিকেট কেরিয়ারের সেই স্মরণীয় মুহূর্তটিকে চিরকাল মনে রাখতে চান ৷ তাই সদ্যোজাত কন্যাসন্তানের নামে পয়া ইডেনের নাম জুড়ে দিলেন তিনি (Carlos Brathwaite daughter's name) ৷

গত 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে ব্রেথওয়েটের ফুটফুটে কন্যাসন্তান ৷ সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন ৷ হাসপাতাল থেকে কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, "তোমার আগমনের জন্য অপেক্ষা করাটাও আনন্দের ৷ তোমাকে ভালবাসায় মুড়ে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি ৷" পোস্টে স্ত্রী জেসি পার্পলের প্রতি ভালবাসা ব্যক্ত করেন ৷ তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে সদ্যোজাত কন্যার নাম ৷ চমক দিয়ে ক্যারিবীয় অলরাউন্ডার লেখেন, "মনে রাখবেন নামটা ৷ ইডেন রোজ ব্রেথওয়েট (Eden Rose Brathwaite) ৷ জন্ম তারিখ 2.6.2022 ৷"

ইডেনে 2016-র সেই বিশ্বকাপ ফাইনালের রাতে ক্যারিবিয়ানদের 156 রানের টার্গেট দেয় ইংল্যান্ড ৷ রান তাড়া করতে নেমে মার্লন স্যামুয়েলস 85 রানের ইনিংস খেলেন ৷ এরপর ম্যাচের শেষদিকে ওঠে ব্রেথওয়েট ঝড় ৷ শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 19 রান ৷ বেন স্টোকসের বলে পরপর চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে জয় সুনিশ্চিত করেন ৷ ব্রেথওয়েটের কেরিয়ারের একটি স্মরণীয় দিন ৷ যেটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জয় ৷

আরও পড়ুন : India beat West Indies : প্রথম সিরিজেই নেতা হিসেবে বাজিমাত রোহিতের

33 বছরের এই তারকা অলরাউন্ডার শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন 2019 সালের অগস্টে ৷ তবে জাতীয় দল থেকে বাদ পড়লেও বিশ্বজুড়ে টি-20 ফ্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন ৷ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ৷ বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের অংশ ছিলেন ৷ চলতি বছরে আইপিএলের মেগা নিলামে বাছাই ক্রিকেটারদের মধ্যে একজন ব্রেথওয়েট ৷

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি : ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের মাঠই তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে ৷ এই মাঠেই 2016 সালের টি-20 বিশ্বকাপে শেষ ওভারে পরপর ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে খেতাব জেতান ৷ ওই মুহূর্তটিকে কখনও ভুলবেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট ৷ নিজের ক্রিকেট কেরিয়ারের সেই স্মরণীয় মুহূর্তটিকে চিরকাল মনে রাখতে চান ৷ তাই সদ্যোজাত কন্যাসন্তানের নামে পয়া ইডেনের নাম জুড়ে দিলেন তিনি (Carlos Brathwaite daughter's name) ৷

গত 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে ব্রেথওয়েটের ফুটফুটে কন্যাসন্তান ৷ সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন ৷ হাসপাতাল থেকে কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, "তোমার আগমনের জন্য অপেক্ষা করাটাও আনন্দের ৷ তোমাকে ভালবাসায় মুড়ে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি ৷" পোস্টে স্ত্রী জেসি পার্পলের প্রতি ভালবাসা ব্যক্ত করেন ৷ তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে সদ্যোজাত কন্যার নাম ৷ চমক দিয়ে ক্যারিবীয় অলরাউন্ডার লেখেন, "মনে রাখবেন নামটা ৷ ইডেন রোজ ব্রেথওয়েট (Eden Rose Brathwaite) ৷ জন্ম তারিখ 2.6.2022 ৷"

ইডেনে 2016-র সেই বিশ্বকাপ ফাইনালের রাতে ক্যারিবিয়ানদের 156 রানের টার্গেট দেয় ইংল্যান্ড ৷ রান তাড়া করতে নেমে মার্লন স্যামুয়েলস 85 রানের ইনিংস খেলেন ৷ এরপর ম্যাচের শেষদিকে ওঠে ব্রেথওয়েট ঝড় ৷ শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 19 রান ৷ বেন স্টোকসের বলে পরপর চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে জয় সুনিশ্চিত করেন ৷ ব্রেথওয়েটের কেরিয়ারের একটি স্মরণীয় দিন ৷ যেটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জয় ৷

আরও পড়ুন : India beat West Indies : প্রথম সিরিজেই নেতা হিসেবে বাজিমাত রোহিতের

33 বছরের এই তারকা অলরাউন্ডার শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন 2019 সালের অগস্টে ৷ তবে জাতীয় দল থেকে বাদ পড়লেও বিশ্বজুড়ে টি-20 ফ্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন ৷ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ৷ বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের অংশ ছিলেন ৷ চলতি বছরে আইপিএলের মেগা নিলামে বাছাই ক্রিকেটারদের মধ্যে একজন ব্রেথওয়েট ৷

Last Updated : Feb 10, 2022, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.