ETV Bharat / sports

WTC Final 2023: কেন ঘরের মাঠে গতিশীল ব্যাটিং উইকেট তৈরি হবে না ? ফাইনালে হারের পর রাহুলকে প্রশ্ন সৌরভের - WTC Final 2023

টেস্টে ঘরের মাঠে পেস ও ব্যাটিং সহায়ক পিচ তৈরির পক্ষে সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে, আইসিসি খেতাব জয় সম্ভব বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তাঁর সঙ্গে সহমত হরভজন সিংও ৷ নিজে স্পিনার হয়েও আধুনিক ক্রিকেটের সঙ্গে বদলের কথা শোনা গেল তাঁর মুখেও ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023
author img

By

Published : Jun 11, 2023, 8:05 PM IST

লন্ডন, 11 জুন: কেন ভারতীয় দল ঘরের মাঠে ভালো ব্যাটিং ও পেস সহায়ক উইকেটে টেস্ট ম্যাচ খেলবে না ? প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর প্রশ্নটা সরাসরি করলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে ৷ সৌরভের এই প্রশ্নকে সমর্থন করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং ৷ তবে, রাহুলের কী জবাব ? তাঁর মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জয়ের শতকরা হার বেশি রাখতে বাধ্য হয়ে স্পিনিং উইকেট চাওয়া হয় ঘরের মাঠের টেস্টে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দু'শোরও বেশি রানে হেরে প্রশ্নের মুখে ভারতের পেস বোলিং এবং সেই সঙ্গে টপ-অর্ডার ব্যাটিং ৷ আর সেটা খুবই স্বাভাবিক ৷ একই পিচে যেখানে প্রতিপক্ষ দু’টি বিভাগের দারুণ পারফর্ম্যান্স করছেন, সেখানে কেন বিশ্বমানের ভারতীয় পেস বোলার এবং ব্যাটার পারবেন না ? আর এই প্রশ্নের জবাবটা ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের শো'য়ে কোচ রাহুল দ্রাবিড় পর্যন্ত নিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর তাঁকে পূর্ণ সমর্থনও করলেন হরভজন সিং ৷

দু’জনের মতেই, ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে খেলার অভ্যেস ভারতকে বদলাতে হবে ৷ তা না হলে, কোনওদিন বিদেশের মাটিতে বা নিরপেক্ষ মাঠে আইসিসি ট্রফি জেতা সম্ভব নয় বলে জানালেন সৌরভ ৷ এদিন সম্প্রচারকারী চ্যানেলে 2021-23 টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটিংয়ের প্রথম 5 জনের ঘরের মাঠে গড় রানের পরিসংখ্যা তুলে ধরা হয় ৷ সেটি রাহুলকে দেখিয়ে সৌরভ প্রশ্ন করেন, কেন এই বেহাল দশা ভারতীয় ব্যাটিংয়ের ?

আরও পড়ুন: পঞ্চমদিনে 'তাসের ঘর' ভারতীয় ব্যাটিং, রোহিতদের 209 রানে হারিয়ে টেস্টে বিশ্বসেরা অজিরা

যার জবাব কার্যত ছিলই না ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে ৷ তাঁর জবাবেই সেটা স্পষ্ট ছিল ৷ রাহুল বলেন, ‘‘অবশ্যই এটা চিন্তার বিষয় ৷ কিন্তু, প্রথম পাঁচজন ব্যাটার নিজেরা নিজেদের ক্ষেত্রে এক একজন সেরা ক্রিকেটার ৷ তাঁদের নিজেদের বুঝতে হবে কীভাবে ইনিংস গড়তে হবে পরিস্থিতি বুঝে ৷ সাপোর্ট স্টাফরা সবসময় পিছন থেকে সাহায্য করার জন্য রয়েছেন ৷’’ কিন্তু, সমস্যাটা ঠিক কোথায় ? তার জবাবটা সৌরভের পরের প্রশ্নেই লুকিয়ে ছিল ৷ কেন ফাইনাল ম্যাচ পুরোপুরি বাউন্স ও গতিতে ভরা উইকেটে খেলতে হবে ৷ একথা জেনেও কেন ভারত ঘরের মাঠে টার্নিং উইকেটে খেলবে ?

যা নিয়ে রাহুলের যুক্তি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার প্রতিযোগিতা অনেক কঠিন ৷ তাই প্রথম তিন দলের মধ্যে থেকে ফাইনালে ওঠার সুযোগ তৈরি করতে জয় খুব জরুরি ৷ তাই ঘরের মাঠের পরিস্থিতিকে ব্যবহার করে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলাই আসল লক্ষ্য টার্নিং উইকেটে খেলার ৷ কিন্তু, রাহুলের এই যুক্তি মানতে চাননি সৌরভ এবং হরভজন ৷ ভাজ্জি নিজে একজন স্পিনার হয়েও, পেস সহায়ক উইরকেটের পক্ষে সওয়াল করেছেন ৷

আরও পড়ুন: ওভালে 'কেলেঙ্কারি'! গ্রিনের বিতর্কিত ক্যাচ নিয়ে সোশালে সরব খোদ শুভমন

সৌরভের বক্তব্যকে টেনে তিনি বলেন, ‘‘ঘরের মাঠে স্পিনাররা 2-3 দিনে প্রতিপক্ষকে অল-আউট করে ম্যাচ শেষ করে দিচ্ছেন ৷ সেখানে পেসারদের কোনও কাজ থাকছে না ৷ তাঁদের ব্যবহার করা যাচ্ছে না ৷ নতুন বলে কিছুটা বল করলেও, পরের দিকে 3 জন স্পিনার মিলে বাকি কাজ শেষ করে দিচ্ছে ৷ এভাবে পেসারদের টেস্টে বোলিং ও উইকেট তোলার সুযোগ থাকছে না ৷ যার প্রভাব বিদেশের মাটিতে পড়ছে ৷ শুরুতে ছন্দ ফিরে পেতেই ম্যাচের অর্ধেক সময় বেরিয়ে যাচ্ছে ৷ এমনকি সিরিজের 2 টো ম্যাচ শেষ হয়ে যায় ৷’’

আরও পড়ুন: শেষদিনে হাতে 7 উইকেট, আরও 280 রান করলেই খরা কাটবে ভারতের

সেই একই যুক্তি ব্যাটারদের ক্ষেত্রেও দিয়েছেন ভাজ্জি ৷ তিনি জানান, উইকেটে বাড়তি স্পিন থাকায় ভারতীয় ব্যাটাররা বিশ্বমানের হওয়া সত্ত্বেও আউট হয়ে যাচ্ছেন ৷ ফলে ঘরের মাঠে গড় রান কারও 26 তো কারও 27 ৷ যা কখনই তাঁদের ব্যাটিং মানকে নির্ণয় করতে পারে না ৷ তাই ভালো ব্যাটিং উইকেট বানানোর দাবি তুলেছেন সৌরভ এবং হরভজন সিং ৷ যেখানে ব্যাটাররা রানও পাবেন এবং পেসাররা নতুন বলে উইকেট তুলবেন এবং পুরনো বলে রিভার্স স্যুইং পাবেন ৷ আর অশ্বিনের মতো বিশ্বমানের বোলাররা যে কোনও পিচ থেকে উইকেট খুঁজে নিতে পারেন বলে মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

লন্ডন, 11 জুন: কেন ভারতীয় দল ঘরের মাঠে ভালো ব্যাটিং ও পেস সহায়ক উইকেটে টেস্ট ম্যাচ খেলবে না ? প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর প্রশ্নটা সরাসরি করলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে ৷ সৌরভের এই প্রশ্নকে সমর্থন করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং ৷ তবে, রাহুলের কী জবাব ? তাঁর মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জয়ের শতকরা হার বেশি রাখতে বাধ্য হয়ে স্পিনিং উইকেট চাওয়া হয় ঘরের মাঠের টেস্টে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দু'শোরও বেশি রানে হেরে প্রশ্নের মুখে ভারতের পেস বোলিং এবং সেই সঙ্গে টপ-অর্ডার ব্যাটিং ৷ আর সেটা খুবই স্বাভাবিক ৷ একই পিচে যেখানে প্রতিপক্ষ দু’টি বিভাগের দারুণ পারফর্ম্যান্স করছেন, সেখানে কেন বিশ্বমানের ভারতীয় পেস বোলার এবং ব্যাটার পারবেন না ? আর এই প্রশ্নের জবাবটা ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের শো'য়ে কোচ রাহুল দ্রাবিড় পর্যন্ত নিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর তাঁকে পূর্ণ সমর্থনও করলেন হরভজন সিং ৷

দু’জনের মতেই, ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে খেলার অভ্যেস ভারতকে বদলাতে হবে ৷ তা না হলে, কোনওদিন বিদেশের মাটিতে বা নিরপেক্ষ মাঠে আইসিসি ট্রফি জেতা সম্ভব নয় বলে জানালেন সৌরভ ৷ এদিন সম্প্রচারকারী চ্যানেলে 2021-23 টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটিংয়ের প্রথম 5 জনের ঘরের মাঠে গড় রানের পরিসংখ্যা তুলে ধরা হয় ৷ সেটি রাহুলকে দেখিয়ে সৌরভ প্রশ্ন করেন, কেন এই বেহাল দশা ভারতীয় ব্যাটিংয়ের ?

আরও পড়ুন: পঞ্চমদিনে 'তাসের ঘর' ভারতীয় ব্যাটিং, রোহিতদের 209 রানে হারিয়ে টেস্টে বিশ্বসেরা অজিরা

যার জবাব কার্যত ছিলই না ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে ৷ তাঁর জবাবেই সেটা স্পষ্ট ছিল ৷ রাহুল বলেন, ‘‘অবশ্যই এটা চিন্তার বিষয় ৷ কিন্তু, প্রথম পাঁচজন ব্যাটার নিজেরা নিজেদের ক্ষেত্রে এক একজন সেরা ক্রিকেটার ৷ তাঁদের নিজেদের বুঝতে হবে কীভাবে ইনিংস গড়তে হবে পরিস্থিতি বুঝে ৷ সাপোর্ট স্টাফরা সবসময় পিছন থেকে সাহায্য করার জন্য রয়েছেন ৷’’ কিন্তু, সমস্যাটা ঠিক কোথায় ? তার জবাবটা সৌরভের পরের প্রশ্নেই লুকিয়ে ছিল ৷ কেন ফাইনাল ম্যাচ পুরোপুরি বাউন্স ও গতিতে ভরা উইকেটে খেলতে হবে ৷ একথা জেনেও কেন ভারত ঘরের মাঠে টার্নিং উইকেটে খেলবে ?

যা নিয়ে রাহুলের যুক্তি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার প্রতিযোগিতা অনেক কঠিন ৷ তাই প্রথম তিন দলের মধ্যে থেকে ফাইনালে ওঠার সুযোগ তৈরি করতে জয় খুব জরুরি ৷ তাই ঘরের মাঠের পরিস্থিতিকে ব্যবহার করে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলাই আসল লক্ষ্য টার্নিং উইকেটে খেলার ৷ কিন্তু, রাহুলের এই যুক্তি মানতে চাননি সৌরভ এবং হরভজন ৷ ভাজ্জি নিজে একজন স্পিনার হয়েও, পেস সহায়ক উইরকেটের পক্ষে সওয়াল করেছেন ৷

আরও পড়ুন: ওভালে 'কেলেঙ্কারি'! গ্রিনের বিতর্কিত ক্যাচ নিয়ে সোশালে সরব খোদ শুভমন

সৌরভের বক্তব্যকে টেনে তিনি বলেন, ‘‘ঘরের মাঠে স্পিনাররা 2-3 দিনে প্রতিপক্ষকে অল-আউট করে ম্যাচ শেষ করে দিচ্ছেন ৷ সেখানে পেসারদের কোনও কাজ থাকছে না ৷ তাঁদের ব্যবহার করা যাচ্ছে না ৷ নতুন বলে কিছুটা বল করলেও, পরের দিকে 3 জন স্পিনার মিলে বাকি কাজ শেষ করে দিচ্ছে ৷ এভাবে পেসারদের টেস্টে বোলিং ও উইকেট তোলার সুযোগ থাকছে না ৷ যার প্রভাব বিদেশের মাটিতে পড়ছে ৷ শুরুতে ছন্দ ফিরে পেতেই ম্যাচের অর্ধেক সময় বেরিয়ে যাচ্ছে ৷ এমনকি সিরিজের 2 টো ম্যাচ শেষ হয়ে যায় ৷’’

আরও পড়ুন: শেষদিনে হাতে 7 উইকেট, আরও 280 রান করলেই খরা কাটবে ভারতের

সেই একই যুক্তি ব্যাটারদের ক্ষেত্রেও দিয়েছেন ভাজ্জি ৷ তিনি জানান, উইকেটে বাড়তি স্পিন থাকায় ভারতীয় ব্যাটাররা বিশ্বমানের হওয়া সত্ত্বেও আউট হয়ে যাচ্ছেন ৷ ফলে ঘরের মাঠে গড় রান কারও 26 তো কারও 27 ৷ যা কখনই তাঁদের ব্যাটিং মানকে নির্ণয় করতে পারে না ৷ তাই ভালো ব্যাটিং উইকেট বানানোর দাবি তুলেছেন সৌরভ এবং হরভজন সিং ৷ যেখানে ব্যাটাররা রানও পাবেন এবং পেসাররা নতুন বলে উইকেট তুলবেন এবং পুরনো বলে রিভার্স স্যুইং পাবেন ৷ আর অশ্বিনের মতো বিশ্বমানের বোলাররা যে কোনও পিচ থেকে উইকেট খুঁজে নিতে পারেন বলে মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.