ETV Bharat / sports

Duleep Trophy 2022: দলীপ ট্রফি চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 294 রানে জয় রাহানেদের

author img

By

Published : Sep 25, 2022, 7:11 PM IST

প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দক্ষিণাঞ্চলকে 294 রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে দলীপ ট্রফি জিতল পঞ্চিমাঞ্চল (West Zone Wins Duleep Trophy by 294 Runs) ৷ দ্বিতীয় ইনিংসে 265 রান করে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৷

West Zone Wins Duleep Trophy by 294 Runs Against South Zone
West Zone Wins Duleep Trophy by 294 Runs Against South Zone

কোয়েম্বাটর, 25 সেপ্টেম্বর: যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খানের চওড়া ব্যাটে ভর করে দলীপ ট্রফি (Duleep Trophy 2022) জিতল পশ্চিমাঞ্চল ৷ প্রতিপক্ষ দক্ষিণাঞ্চলকে শেষদিনে 294 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল (West Zone Wins Duleep Trophy by 294 Runs) ৷ ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৷ টুর্নামেন্টের সেরা হয়েছেন জয়দেব উনাদকাট ৷ 529 রানের পাহাড় সমান রান তাড়া করতে নেমে এ দিন দক্ষিণাঞ্চল মাত্র 234 রান অল আউট হয়ে যায় ৷ চতুর্থ ইনিংসে 4 উইকেট নিয়েছেন শামস মুলানি ৷

প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও কোয়েম্বাটরে দক্ষিণাঞ্চলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে এদিন দলীপ ট্রফি ঘরে তুলল পশ্চিমাঞ্চল ৷ প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চল 270 রানে অল আউট হয়ে যায় ৷ অধিনায়ক রাহানে সহ-প্রথম তিন ব্যাটারের কেউ 10 রানের গণ্ডি পেরোতে পারেননি ৷ দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করা যশস্বী প্রথম ইনিংসে মাত্র 1 রানে আউট হন ৷ আরেক ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চাল 7 রান এবং অধিনায়ক রাহানে 8 রানে আউট হন ৷ এর পর শ্রেয়স আইয়ার (37) এবং সরফরাজ খান (34) পশ্চিমাঞ্চলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি কেউ ৷

কিন্তু, ছ'নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটার হীত প্যাটেল 98 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন জয়দেব উনাদকাট (47 রানে অপরাজিত) ৷ অন্যদিকে, দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে শুরুটা ভালো করতে পারেনি ৷ ওপেনার ময়ঙ্ক আগরওয়াল মাত্র 9 রানে আউট হন ৷ তবে, মিডল অর্ডারে বাবা ইন্দ্রজিৎ এর 118 রানের ইনিংসে দক্ষিণাঞ্চল 327 রান তোলে প্রথম ইনিংসে ৷ জয়দেব উনাদকাট নেন 4 উইকেট ৷

আরও পড়ুন: ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের

কিন্তু, পশ্চিমাঞ্চল তাদের দ্বিতীয় তথা ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের বন্যা বইয়ে দেয় ৷ দুই ওপেনার শুরু থেকেই ছন্দে ছিলেন ৷ যেখানে যশস্বী জয়সওয়াল 323 বলে 265 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ৷ আরেক ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চাল 64 বলে 40 রান করেন ৷ অধিনায়ক অজিঙ্ক রাহানে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মাত্র 15 রান করে আউট হন ৷ তবে, শ্রেয়স আইয়ার 71 রানের ঝকঝকে ইনিংস খেলেন ৷ এর পর সরফরাজ খানের ব্যাট থেকেও রান আসে ৷ তিনি 127 রানে অপরাজিত থাকেন ৷ প্রথম ইনিংসে 98 রান করা হীত প্যাটেল দ্বিতীয় ইনিংসে 51 রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে যান ৷

আরও পড়ুন: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

চতুর্থ দিনেই চাপে পড়ে যায় দক্ষিণাঞ্চল ৷ শুরুতেই ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা ৷ ম্যাচের চতুর্থ দিনের চতুর্থ ইনিংসে 154 রানে 6 উইকেট হারায় দক্ষিণাঞ্চল ৷ ইনিংসে দক্ষিণাঞ্চলের সর্বাধিক রান করা রোহন (93) চতুর্থ দিনেই আউট হয়ে যান ৷ এ দিন পঞ্চিমাঞ্চলের জয় কেবল সময়ের অপেক্ষা ছিল ৷ সেখানে এ দিন আর 80 রান যোগ করে 234 রানে অল আউট হয় দক্ষিণাঞ্চল ৷ ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল এবং টুর্নামেন্টের সেরা জয়দেব উনাদকট ৷

কোয়েম্বাটর, 25 সেপ্টেম্বর: যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খানের চওড়া ব্যাটে ভর করে দলীপ ট্রফি (Duleep Trophy 2022) জিতল পশ্চিমাঞ্চল ৷ প্রতিপক্ষ দক্ষিণাঞ্চলকে শেষদিনে 294 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল (West Zone Wins Duleep Trophy by 294 Runs) ৷ ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৷ টুর্নামেন্টের সেরা হয়েছেন জয়দেব উনাদকাট ৷ 529 রানের পাহাড় সমান রান তাড়া করতে নেমে এ দিন দক্ষিণাঞ্চল মাত্র 234 রান অল আউট হয়ে যায় ৷ চতুর্থ ইনিংসে 4 উইকেট নিয়েছেন শামস মুলানি ৷

প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও কোয়েম্বাটরে দক্ষিণাঞ্চলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে এদিন দলীপ ট্রফি ঘরে তুলল পশ্চিমাঞ্চল ৷ প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চল 270 রানে অল আউট হয়ে যায় ৷ অধিনায়ক রাহানে সহ-প্রথম তিন ব্যাটারের কেউ 10 রানের গণ্ডি পেরোতে পারেননি ৷ দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করা যশস্বী প্রথম ইনিংসে মাত্র 1 রানে আউট হন ৷ আরেক ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চাল 7 রান এবং অধিনায়ক রাহানে 8 রানে আউট হন ৷ এর পর শ্রেয়স আইয়ার (37) এবং সরফরাজ খান (34) পশ্চিমাঞ্চলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি কেউ ৷

কিন্তু, ছ'নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটার হীত প্যাটেল 98 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন জয়দেব উনাদকাট (47 রানে অপরাজিত) ৷ অন্যদিকে, দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে শুরুটা ভালো করতে পারেনি ৷ ওপেনার ময়ঙ্ক আগরওয়াল মাত্র 9 রানে আউট হন ৷ তবে, মিডল অর্ডারে বাবা ইন্দ্রজিৎ এর 118 রানের ইনিংসে দক্ষিণাঞ্চল 327 রান তোলে প্রথম ইনিংসে ৷ জয়দেব উনাদকাট নেন 4 উইকেট ৷

আরও পড়ুন: ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের

কিন্তু, পশ্চিমাঞ্চল তাদের দ্বিতীয় তথা ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের বন্যা বইয়ে দেয় ৷ দুই ওপেনার শুরু থেকেই ছন্দে ছিলেন ৷ যেখানে যশস্বী জয়সওয়াল 323 বলে 265 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ৷ আরেক ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চাল 64 বলে 40 রান করেন ৷ অধিনায়ক অজিঙ্ক রাহানে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মাত্র 15 রান করে আউট হন ৷ তবে, শ্রেয়স আইয়ার 71 রানের ঝকঝকে ইনিংস খেলেন ৷ এর পর সরফরাজ খানের ব্যাট থেকেও রান আসে ৷ তিনি 127 রানে অপরাজিত থাকেন ৷ প্রথম ইনিংসে 98 রান করা হীত প্যাটেল দ্বিতীয় ইনিংসে 51 রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে যান ৷

আরও পড়ুন: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

চতুর্থ দিনেই চাপে পড়ে যায় দক্ষিণাঞ্চল ৷ শুরুতেই ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা ৷ ম্যাচের চতুর্থ দিনের চতুর্থ ইনিংসে 154 রানে 6 উইকেট হারায় দক্ষিণাঞ্চল ৷ ইনিংসে দক্ষিণাঞ্চলের সর্বাধিক রান করা রোহন (93) চতুর্থ দিনেই আউট হয়ে যান ৷ এ দিন পঞ্চিমাঞ্চলের জয় কেবল সময়ের অপেক্ষা ছিল ৷ সেখানে এ দিন আর 80 রান যোগ করে 234 রানে অল আউট হয় দক্ষিণাঞ্চল ৷ ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল এবং টুর্নামেন্টের সেরা জয়দেব উনাদকট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.