ETV Bharat / sports

IND vs WI Second T20I : লক্ষ্য সিরিজ জয়, ইডেনে টস হেরে প্রথমে ব্যাটিং ভারতের

author img

By

Published : Feb 18, 2022, 6:38 PM IST

Updated : Feb 18, 2022, 6:57 PM IST

প্রথম ম্যাচে জয় এসেছে সহজেই ৷ দ্বিতীয় ম্যাচে জয় মানে ওয়ান-ডে সিরিজের পর মুঠোয় পুরে নেওয়া যাবে টি-20 সিরিজও ৷ তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন কায়রন পোলার্ড (West Indies win the toss and elect to field first) ৷

IND vs WI Second T20I
লক্ষ্য সিরিজ জয়, টস হেরে ব্যাটিং ভারতের

কলকাতা, 18 ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে জয় এসেছে সহজেই ৷ দ্বিতীয় ম্যাচে জয় মানে ওয়ান-ডে সিরিজের পর মুঠোয় পুরে নেওয়া যাবে টি-20 সিরিজও ৷ তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন কায়রন পোলার্ড (West Indies win the toss and elect to field first) ৷ ইডেনে এদিন শততম আন্তর্জাতিক টি-20 খেলছেন ক্যারিবিয়ান অধিনায়ক ৷ টসের আগে এদিন পোলার্ডের হাতে বিশেষ জার্সি তুলে দেন সতীর্থরা ৷

এদিকে সিরিজ জয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে দ্বিতীয় ম্যাচে একাদশ অপরিবর্তিত রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Indian XI remain unchanged) ৷ টস জিতে পোলার্ড জানান, প্রথম ম্যাচে ইডেনে শিশির ফ্যাক্টর ছিল ৷ শিশিরের জেরে বোলারদের ভোগান্তি এড়াতেই ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ বলে জানালেন শততম টি-20 খেলতে নামা পোলার্ড ৷ ক্যারিবিয়ান একাদশে ফ্যাবিয়ান অ্যালেনের পরিবর্তে এলেন জেসন হোল্ডার ৷

টস হেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা পাওয়ার-প্লে'তে নিজেদের স্বাভাবিক শট খেলে যতটা সম্ভব রান বাড়িয়ে নেওয়ার বার্তা দেন ৷ প্রথম ম্যাচে সহজ জয় এলেও 'হিটম্যান' বলেন, 'উন্নতির কোনও শেষ নেই ৷'

আরও পড়ুন : সহজ জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু টিম ইন্ডিয়ার

একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), ইশান, কোহলি, পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার, ভেঙ্কটেশ, দীপক, হর্ষল, ভুবনেশ্বর, বিষ্ণোই, চাহাল ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে জয় এসেছে সহজেই ৷ দ্বিতীয় ম্যাচে জয় মানে ওয়ান-ডে সিরিজের পর মুঠোয় পুরে নেওয়া যাবে টি-20 সিরিজও ৷ তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন কায়রন পোলার্ড (West Indies win the toss and elect to field first) ৷ ইডেনে এদিন শততম আন্তর্জাতিক টি-20 খেলছেন ক্যারিবিয়ান অধিনায়ক ৷ টসের আগে এদিন পোলার্ডের হাতে বিশেষ জার্সি তুলে দেন সতীর্থরা ৷

এদিকে সিরিজ জয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে দ্বিতীয় ম্যাচে একাদশ অপরিবর্তিত রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Indian XI remain unchanged) ৷ টস জিতে পোলার্ড জানান, প্রথম ম্যাচে ইডেনে শিশির ফ্যাক্টর ছিল ৷ শিশিরের জেরে বোলারদের ভোগান্তি এড়াতেই ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ বলে জানালেন শততম টি-20 খেলতে নামা পোলার্ড ৷ ক্যারিবিয়ান একাদশে ফ্যাবিয়ান অ্যালেনের পরিবর্তে এলেন জেসন হোল্ডার ৷

টস হেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা পাওয়ার-প্লে'তে নিজেদের স্বাভাবিক শট খেলে যতটা সম্ভব রান বাড়িয়ে নেওয়ার বার্তা দেন ৷ প্রথম ম্যাচে সহজ জয় এলেও 'হিটম্যান' বলেন, 'উন্নতির কোনও শেষ নেই ৷'

আরও পড়ুন : সহজ জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু টিম ইন্ডিয়ার

একনজরে ভারতীয় একাদশ : রোহিত (অধিনায়ক), ইশান, কোহলি, পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার, ভেঙ্কটেশ, দীপক, হর্ষল, ভুবনেশ্বর, বিষ্ণোই, চাহাল ৷

Last Updated : Feb 18, 2022, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.