তারুবা (ত্রিনিদাদ), 4 অগস্ট: টি-20 সিরিজের শুরুটা ভালো হল না ভারতের। 4 রানে ক্যারাবিয়ানদের কাছে হারতে হল ভারতকে । কাজে এল না তরুণ ভারতীয় ব্যাটার তিলক বর্মার মারকুটে ইনিংসও। 22 বলে 39 রানের ঝকঝকে ইনিংস খেলেও ভারতীয় টিমকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারলেন না দেশের হয়ে ডেবিউ করা তিলক। ম্যাচের সেরা হয়েছেন জেসন হোল্ডার।
ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়ালের 32 বলে 48 রানের সৌজন্যে নির্ধারিত 20 ওভারে 149 রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে 145 রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। পিচে গতি কম থাকায় বড় শট খেলতে সমস্যায় পড়ছিলেন ভারতীয়রা। শেষমেশ 4 রানে হেরেই সিরিজ শুরু করতে হল হার্দিক পান্ডিয়াদের। সবমিলিয়ে টেস্ট এবং একদিনের সিরিজ জিতে আসা ভারত টি-20 সিরিজের প্রথম ম্যাচেই ধাক্কা খেল।
ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারতের হয়ে রান তাড়া করতে নামেন দুই ওপেনার শুভমন গিল এবং ঈশান কিষাণ। দু'জনেই ব্যর্থ হলেন এদিন । ঈশান ফিরলেন 6 রান করে। আর শুভমনকে প্যাভিলিয়নে ফিরতে হল 3 রান করে। তিন নম্বরে ব্যাট করতে আসেন সূর্যকুমার যাদব। তাঁর ইনিংস কিছুটা হলেও ভরসা দেয় ভারতীয় ব্যাটিংকে।
শুরুটা খারাপ হলেও একটা সময় ভারতীয় ব্যাটিং কিছুটা ঘুরে দাঁড়ায়। শেষ পাঁচ ওভারে জেতার জন্য ভারতের দরকার ছিল 37 রান। কিন্তু ক্যারিবিয়ান বোলারদের দাপটে সেই কাজটাও করতে পারল না ভারত । শেষ ওভারে ভারতের দরকার ছিল 10 রান। ভারত আর জয়ের মধ্যে বাধা হয়ে দাঁড়ালেন পেসার রোমারিও শেফার্ড। তাঁর সৌজন্যেই 4 রানে ম্যাচ জিতল ক্যারিবিয়ানরা। পরাজয়ের ম্যাচে ভারতের প্রাপ্তি তিলকের ইনিংস। 39 রানের ইনিংসে মোট তিনটি 6 মারেন 20 বছর বয়সি এই ব্যাটার। এর মধ্যে আছে আলজারি জোসেফের বলে মারা পরপর দুটি 6। এছাড়া শেফার্ডের বলও মাঠের বাইরে পাঠান তিলক ।
আরও পড়ুন: ভারতের দুই তরুণ প্রতিভায় মুগ্ধ ক্যারিবিয়ান প্রিন্স