কলকাতা, 16 ফেব্রুয়ারি: সকালের বিপর্যস্ত পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য বাংলা দলের । বৃহস্পতিবার অর্থাৎ ম্যাচের প্রথম দিনের শেষে 93 রানে পিছিয়ে সৌরাষ্ট্র । ইতিমধ্যে দু'টো উইকেট পড়ে গিয়েছে । এই অবস্থায় শুক্রবার সকালের দু'দলের ব্যাট-বলের লড়াই রঞ্জি ফাইনালের রূপরেখা এঁকে দিতে পারে । প্রথম দিনের শেষে এগিয়ে সৌরাষ্ট্র । তাদের শিবির থেকে বলা হচ্ছে, যত বেশি সময় ব্যাট করাই তাদের লক্ষ্য । কারণ ইডেনের বাইশ গজে কুড়ি-পঁচিশ রানে এগিয়ে থাকলে বাড়তি সুবিধা মিলবে না । বরং ম্যাচ যেকোনও দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা থাকবে (Bengal vs Sourashtra Ranji Trophy 2022-23) ।
দু'টো উইকেট ফেলে দিলেও বোলারদের পারফরম্যান্সে খুশি নয় দল । টিম মিটিংয়ে বলা হয়েছে, অন্তত 30 রান সৌরাষ্ট্র বেশি করে ফেলেছে । তবে যা হওয়ার হয়ে গিয়েছে । তা নিয়ে বাড়তি চিন্তা করতে নারাজ টিম । বরং দ্বিতীয় দিনের শুরু থেকে ঝাঁপাতে চাইছে বাংলা । অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, “এই মরশুমে আমাদের এইরকম খারাপভাবে শুরু হয়নি । খারাপভাবে শুরুটা ফাইনালে হল । প্রথম ওভারে একটা উইকেট পড়ল । দ্বিতীয় ওভারে দু'টো উইকেট পড়ল । তারপর কিছুটা রান হল । তারপরেই আমি আউট হলাম । আমরা অবশ্যই ভালো জায়গায় নেই । ওদের বাঁ-হাতি বোলাররা বল ভেতরে নিয়ে আসছিল । আমরা নিজেদের প্রয়োগ করতে পারিনি । আমাদের শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল ভালো খেলেছে । ওদের জন্যই আমাদের রানটা এই জায়গায় গিয়েছে । দ্বিতীয় দিন আমরা লড়াইটা ছুঁড়ে দিতে পারলে ম্যাচে ফেরার সুযোগ থাকবে । ম্যাচটা শেষ হয়ে যায়নি । মিটিংয়ে আমাদের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে । সেইমতো পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে ।”
যদিও পিচে বল এখনও নড়াচড়া করছে । তা দেখেই আশায় বুক বাঁধছে বাংলা শিবির । মনোজ বলেন, “পিচে বল এখনও যাচ্ছে । আমাদের ব্যাটিং করার সময় কিছু ভুল তো হয়েছেই । টস একটা বড় ভূমিকা নিয়েছে । যা আমি আগেই বলেছিলাম । তবে যা হওয়ার হয়েছে । আমাদের ফিরতে হবে । এমনকী ঠিকভাবে প্রয়োগ করতে পারলে লিড নেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে ।”
আরও পড়ুন: প্রথমদিনে অ্যাডভান্টেজ সৌরাষ্ট্র, দ্বিতীয়দিন ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাংলার বোলাররা
ইতিমধ্যেই দলের মিটিংয়ে বোলিংয়ের খামতিগুলো নিয়ে আলোচনা হয়েছে । মনোজ বলছেন, আটটা ভালো ডেলিভারি ম্যাচটা বাংলার দিকে ঘুরিয়ে দিতে পারে । প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় থাকলেও রাশ ধরে রাখতে সৌরাষ্ট্রকেও লড়তে হবে । সবমিলিয়ে রঞ্জি ফাইনাল এখনও জমজমাট ।