হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: বিশ্বকাপের আগে শেষ সিরিজ খেলতে নামছে ভারত ৷ শুক্রবার থেকে ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ‘মেন ইন ব্লু’ ৷ তার আগে বড় বার্তা এল হেডস্যরের তরফে ৷ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, রোহিত-কোহলিদের বিশ্রাম দেওয়া বা নতুনদের টিমে নেওয়া কোনওটাই পরিস্থিতির প্রয়োজনে নয় ৷ টিম ম্যানেজমেন্ট ব্লু-প্রিন্ট কষেই এই সিদ্ধান্ত নিয়েছে ৷
আগামিকাল শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ৷ বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। সোমবার সেই সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। তার আগে এদিন সাংবাদিক সম্মেলন করলেন ‘দ্য ওয়াল’ ৷ রাহুল দ্রাবিড় বলেন, ‘‘বিশ্বকাপের আগে এটাই প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ ৷ দলের অনেক খেলোয়াড়েরই সুযোগ দরকার ৷ তাঁদের গেম টাইম (ম্যাচে সুযোগ) দেওয়া উচিত ৷ আবার সিনিয়ররা যাঁরা বহুদিন ধরে টানা খেলে যাচ্ছেন তাঁদের বিশ্বকাপের আগে বিশ্রাম দরকার ৷ সমস্ত বিবেচনা করেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের জন্য দু'ভাগে দল ঘোষণা করা হয়েছে বিসিসিআই'য়ের তরফে। প্রথম দু'টি ম্যাচের দল আগে ঘোষণা করা হয়েছে। তারপরে তৃতীয় ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করা হয়েছে । এশিয়া কাপে না-থাকলেও বিসিসিআই’য়ের ঘোষিত দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷
-
🗣️🗣️ 'We want to play good cricket in the series.'
— BCCI (@BCCI) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hear what #TeamIndia Head Coach Rahul Dravid had to say ahead of the #INDvAUS ODI series opener 🏟️ pic.twitter.com/6oJtl02x0C
">🗣️🗣️ 'We want to play good cricket in the series.'
— BCCI (@BCCI) September 21, 2023
Hear what #TeamIndia Head Coach Rahul Dravid had to say ahead of the #INDvAUS ODI series opener 🏟️ pic.twitter.com/6oJtl02x0C🗣️🗣️ 'We want to play good cricket in the series.'
— BCCI (@BCCI) September 21, 2023
Hear what #TeamIndia Head Coach Rahul Dravid had to say ahead of the #INDvAUS ODI series opener 🏟️ pic.twitter.com/6oJtl02x0C
এশিয়া কাপে যাঁরা ছিলেন, অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তাঁরাই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে খেলবেন । তবে দলে অশ্বিনের প্রত্যাবর্তন একটা বড় ব্যাপার । প্রথম ও দ্বিতীয় ওডিআইতে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল । তৃতীয় ম্যাচে ফের ফিরছেন রোহিত শর্মা ৷ হিটম্যান ছাড়াও বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি ওডিআই'তে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ যদিও তৃতীয় তথা শেষ ম্যাচে দলে ফিরবেন তাঁরা ৷
আরও পড়ুন: ভুল করে কোচ হয়েছিলাম, যোগ্য ব্যক্তি রাহুল: রবি শাস্ত্রী
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি ওডিআই'য়ের জন্য ভারতের স্কোয়াড:
কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ
তৃতীয় ওডিআই'য়ের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল (ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ