ETV Bharat / sports

T-20 World Cup: কোহলিদের হারাবেন বাবররা, আত্মবিশ্বাসী ওয়াকার - ওয়াকার ইউনিস

আগামী 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ৷ ওই ম্যাচে পাক ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করলে বিশ্বকাপে ভারতকে হারানোর দীর্ঘ খরা কাটাতে পারে পাকিস্তান ৷ মত ওয়াকার ইউনিসের ৷

T-20 World Cup
কোহলিদের হারাবেন বাবররা, আত্মবিশ্বাসী ওয়াকার
author img

By

Published : Oct 2, 2021, 8:02 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর: প্রত্যাশা অনুয়ায়ী নিজেদের মেলে ধরতে পারলে টি-20 বিশ্বকাপে ভারতকে হারাতেই পারে পাকিস্তান ৷ এমনটাই মত সদ্য পাক জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া ওয়াকার ইউনিসের ৷ পাক ক্রিকেটাররা তাঁদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে কোহলিদের না হারানোর কোনও কারণ নেই ৷ এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সুরে একথা জানিয়েছেন প্রাক্তন তারকা পেসার ৷

এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারেনি ওয়াঘার ওপারের দেশটি ৷ মরুশহরে আসন্ন টি-20 বিশ্বকাপে দীর্ঘ সেই খরা কাটবে বলে বিশ্বাস করেন আন্তর্জাতিক ক্রিকেটে 789 উইকেটের মালিক ৷ ক্রিকেট ওয়েবসাইটটিকে ওয়াকার বলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস নিজেদের নামের প্রতি সুবিচার করলে পাকিস্তান ভারতকে হারাতে সক্ষম ৷ যদিও বিষয়টা খুব একটা সহজ নয় ৷ তবে পাকিস্তান দলে এমন কিছু ক্রিকেটার রয়েছে, যাঁরা এই জয়ে অগ্রণী ভূমিকা নিতে পারে ৷’’

উল্লেখ্য, আগামী 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ৷ এই প্রসঙ্গে পাক জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ বলেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বড় ম্যাচ ৷ পাশাপাশি টুর্নামেন্টের প্রথম ম্যাচ হওয়ায় দু’দলই সমান চাপে থাকবে ৷ সেক্ষেত্রে ম্যাচের প্রথম কয়েকটি বল এবং রান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷’’

আরও পড়ুন: পিঙ্ক বল টেস্টে 'স্পিরিট অফ ক্রিকেট' কীর্তি পুনমের

একইসঙ্গে হাসান আলিকে পাক বোলিং বিভাগের নেতা হিসেবে সমর্থন জানিয়েছেন ওয়াকার ৷ কিংবদন্তীর কথায়, ‘‘বর্তমান পাক স্কোয়াডে অন্যান্যদের তুলনায় হাসান বোলিংটা অনেক ভাল বোঝে ৷ বিশ্বকাপে ওই আমাদের বোলিং বিভাগের নেতা ৷ বড় মঞ্চে নিজেকে প্রমাণের যাবতীয় রসদ ওঁর রয়েছে ৷’’

নয়াদিল্লি, 2 অক্টোবর: প্রত্যাশা অনুয়ায়ী নিজেদের মেলে ধরতে পারলে টি-20 বিশ্বকাপে ভারতকে হারাতেই পারে পাকিস্তান ৷ এমনটাই মত সদ্য পাক জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া ওয়াকার ইউনিসের ৷ পাক ক্রিকেটাররা তাঁদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে কোহলিদের না হারানোর কোনও কারণ নেই ৷ এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সুরে একথা জানিয়েছেন প্রাক্তন তারকা পেসার ৷

এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারেনি ওয়াঘার ওপারের দেশটি ৷ মরুশহরে আসন্ন টি-20 বিশ্বকাপে দীর্ঘ সেই খরা কাটবে বলে বিশ্বাস করেন আন্তর্জাতিক ক্রিকেটে 789 উইকেটের মালিক ৷ ক্রিকেট ওয়েবসাইটটিকে ওয়াকার বলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস নিজেদের নামের প্রতি সুবিচার করলে পাকিস্তান ভারতকে হারাতে সক্ষম ৷ যদিও বিষয়টা খুব একটা সহজ নয় ৷ তবে পাকিস্তান দলে এমন কিছু ক্রিকেটার রয়েছে, যাঁরা এই জয়ে অগ্রণী ভূমিকা নিতে পারে ৷’’

উল্লেখ্য, আগামী 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ৷ এই প্রসঙ্গে পাক জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ বলেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বড় ম্যাচ ৷ পাশাপাশি টুর্নামেন্টের প্রথম ম্যাচ হওয়ায় দু’দলই সমান চাপে থাকবে ৷ সেক্ষেত্রে ম্যাচের প্রথম কয়েকটি বল এবং রান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷’’

আরও পড়ুন: পিঙ্ক বল টেস্টে 'স্পিরিট অফ ক্রিকেট' কীর্তি পুনমের

একইসঙ্গে হাসান আলিকে পাক বোলিং বিভাগের নেতা হিসেবে সমর্থন জানিয়েছেন ওয়াকার ৷ কিংবদন্তীর কথায়, ‘‘বর্তমান পাক স্কোয়াডে অন্যান্যদের তুলনায় হাসান বোলিংটা অনেক ভাল বোঝে ৷ বিশ্বকাপে ওই আমাদের বোলিং বিভাগের নেতা ৷ বড় মঞ্চে নিজেকে প্রমাণের যাবতীয় রসদ ওঁর রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.